সকালের চেনা রোদ-ঝলমলে শহর কি হঠাৎই যেন পাল্টে যাচ্ছে? গুমোট ভাব, ভ্যাপসা গরম আর আচমকা হাওয়া — সবই যেন আসন্ন কিছু বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অনেকেই অফিস থেকে ফেরার সময় আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, ছাতা আনেননি ভুল করলেন তো? আবহাওয়ার এমন খামখেয়ালিপনার মাঝে সাধারণ মানুষ যেন আজও পুরনো এক প্রশ্নেই আটকে — এবারও কি অঝোর ধারার সাক্ষী হবে শহর?
জেলায় জেলায় আতঙ্ক, বৃষ্টি কি ভাসাবে রাজ্যকে? (Rain Threat in West Bengal Districts)
শুধু শহর কলকাতাই নয়, রাজ্যের একাধিক জেলাতেও দেখা যাচ্ছে এক অস্বাভাবিক আবহাওয়ার রূপ। স্কুল-কলেজ ছুটি শেষে যখন বাড়ি ফেরার সময়, তখনই ভেসে আসছে দমকা হাওয়ার গুঁগুনানি। বহু এলাকাতেই দেখা যাচ্ছে পথচলতি মানুষ ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে — বৃষ্টির তাণ্ডব কি এবারও গত কয়েক দিনের মতই জনজীবনে প্রভাব ফেলবে?
তীব্র বৃষ্টির আশঙ্কা, কোথায় কবে কী হবে? (Heavy Rain Forecast in Bengal)
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই কলকাতার একাংশ, উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া (Strong Wind)। এই তথ্য ‘Nowcast’ হিসেবে জারি করা হয়েছে, যা তাৎক্ষণিক সতর্কবার্তা। এদিকে দক্ষিণ ২৪ পরগণার একাংশেও নাকি হানা দেবে একই ধরণের দুর্যোগ।
Read More: বাড়ছে গরম! পঠনপাঠন এগোনোর দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠি; জানুন বিস্তারিত
নিম্নচাপের জেরে সৃষ্ট বিপত্তি (Low Pressure & Storm System)
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর গভীর নিম্নচাপ (Low Pressure Zone)। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। একই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) এবং একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা (Trough)। এই তিনটি মিলেই রাজ্যের উপর বৃষ্টির চরম সম্ভাবনা তৈরি করেছে। ফলে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain)। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিমি বেগে বাতাস।
উত্তরবঙ্গে সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Warning in North Bengal)
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার — এই পাঁচ জেলায় শনিবার থেকেই ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি (Very Heavy Rain) হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি অঞ্চল হওয়ায় ভূমিধস (Landslide)-এর ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই স্থানীয় প্রশাসন থেকে পর্যটকদেরও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
Read More: আজ থেকে শুরু দুর্যোগ! ১২ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা, জেনে নিন সপ্তাহভর আবহাওয়ার পূর্বাভাস