আজ থেকে শুরু দুর্যোগ! ১২ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা, জেনে নিন সপ্তাহভর আবহাওয়ার পূর্বাভাস

Weather Forecast: শ্রাবণ মানেই বৃষ্টি। তবে এবারের বর্ষা যেন রেহাই দিচ্ছে না বাংলাকে। শহর থেকে মফস্বল, একটানা জলবৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি পড়লেই জলে ডুবে যাচ্ছে রাস্তাঘাট, ঘরে পানি ঢুকে পড়ার অভিযোগও আসছে নানা জায়গা থেকে। স্কুল-অফিস যাওয়া কঠিন হয়ে উঠছে, যানজট আর জলজটে অসহায় অবস্থায় সাধারণ মানুষ। WhatsApp Group ...

Published on:

Weather Forecast

Weather Forecast: শ্রাবণ মানেই বৃষ্টি। তবে এবারের বর্ষা যেন রেহাই দিচ্ছে না বাংলাকে। শহর থেকে মফস্বল, একটানা জলবৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি পড়লেই জলে ডুবে যাচ্ছে রাস্তাঘাট, ঘরে পানি ঢুকে পড়ার অভিযোগও আসছে নানা জায়গা থেকে। স্কুল-অফিস যাওয়া কঠিন হয়ে উঠছে, যানজট আর জলজটে অসহায় অবস্থায় সাধারণ মানুষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বৃষ্টির মাঝে দুর্যোগের আশঙ্কা 

সপ্তাহের শেষে যখন মানুষ একটু বিশ্রামের আশায় দিন গুনছে, ঠিক তখনই আবারও নতুন করে আশঙ্কার বার্তা নিয়ে হাজির আবহাওয়া দফতর। সপ্তাহজুড়ে একটার পর একটা নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ — কোথাও মিলছে না স্বস্তি। গত কয়েকদিন ধরে যে অস্বস্তিকর আবহাওয়া চলছে, তাতে করে এখন প্রশ্ন উঠছে — এই দুর্যোগ কবে শেষ হবে (Weather Forecast)?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় (Districts) ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া (Strong Wind) বইতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া কলকাতা সহ শহরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আজ ভারী বৃষ্টির (Weather Forecast) সম্ভাবনা নেই শহরে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা কোন জেলায় কতটা 

সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং ২৪ পরগনায় ভারী বৃষ্টির (Heavy Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সবচেয়ে বেশি প্রভাব পড়বে হুগলি ও বাঁকুড়া জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। সপ্তাহের শেষে, বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিললেও বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Light to Moderate Rain) পূর্বাভাস রয়ে যাচ্ছে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে।

উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সতর্কতা

আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং-এ রয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার থেকে কিছুটা কমলেও বুধবার ফের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবারও দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী সাতদিন ধরে রাজ্যের অধিকাংশ জেলায় বজ্র-বিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলেই মত আবহাওয়া দফতরের।

অবশ্যই দেখবেন: ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশ স্থগিত! সুপ্রিম কোর্টে বড় মোড়

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More