Higher Secondary Exam: উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) মানেই পরীক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আগেই কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে সোমবার, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রথম সেমিস্টার পরীক্ষা বেশ শান্তিপূর্ণভাবেই কাটল। আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে এই পরীক্ষা। কিন্তু এবার বড় খবর হলো, পরীক্ষা শেষ হওয়ার আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলাফল ঘোষণার দিনক্ষণ ঠিক করে দিয়েছে।
ওএমআর শিট নিয়ে প্রথম দিনের শঙ্কা
প্রথমবারের মতো সেমিস্টার পরীক্ষায় ওএমআর শিট ব্যবহার হওয়ায় পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কিছুটা চিন্তিত ছিলেন। অনেকেই ভাবছিলেন, ছাত্রছাত্রীরা ভুল করলে কী হবে বা উত্তরপত্রে গণ্ডগোল হলে কীভাবে সমাধান হবে।
সেই শঙ্কা দূর করতে প্রথম দিনের পরীক্ষার দিনই বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিক। সভাপতি জানান, যদি কোনো পরীক্ষার্থী ভুল করে তবে উত্তরপত্র বদলে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তিনি আশ্বাস দেন, পরীক্ষা সম্পূর্ণভাবে নির্বিঘ্নেই চলছে এবং কোথাও থেকে কোনো অভিযোগ আসেনি।
কখন প্রকাশিত হবে প্রথম সেমিস্টারের ফলাফল?
পরীক্ষা শুরুর আগে থেকেই সবাই জানতে চাইছিলেন, Higher Secondary Exam-এর ফল কবে বেরোবে। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরের প্রথম সেমিস্টারের ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হবে। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফল হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। শিক্ষা সংসদের তরফে আরও জানানো হয়েছে, প্রথম সেমিস্টারের ফল বেরোনোর পর পরের বছর ২০২৬-এ অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশিত হবে আলাদা তারিখে।
অবশ্যই দেখবেন: Durga Puja 2025 Maha Ashtami Timing: মহাষ্টমীর পূজা কখন? অঞ্জলি, সন্ধিপুজো থেকে বলিদানের সম্পূর্ণ নির্ঘণ্ট জানুন এখানে!
কেন ওএমআর শিট আপলোড দেরিতে?
অনেকেই প্রশ্ন তুলছিলেন কেন সঙ্গে সঙ্গে ওএমআর শিট অনলাইনে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছেন, প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ক্র্যাশ হয়ে যেতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রথমে ফলাফল প্রকাশ করা হবে এবং ৭২ ঘণ্টা পরে ওএমআর শিট অনলাইনে দেওয়া হবে।
কতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন?
প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশ নিচ্ছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। সরকারি হিসেব অনুযায়ী, মোট পরীক্ষার্থী সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজারেরও বেশি। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি। প্রায় ৭৯,৫৮২ জন বেশি ছাত্রী বসেছে পরীক্ষায়।
এবারের পরীক্ষার জন্য মোট ২,১০৬টি পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছিল। শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়।
পরীক্ষার প্রথম দিন কেমন কাটল?
প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা কিছুটা টেনশনে থাকলেও প্রশ্নপত্র নিয়ে তেমন কোনো অভিযোগ ওঠেনি। অনেকেই বলেছেন প্রশ্নপত্রের মান সঠিক ছিল এবং পরীক্ষার পরিবেশও ভালো ছিল। যদিও পরীক্ষার দিন চালু করা হয়েছিল ‘দুয়ার পোর্টাল’-এর অনলাইন অ্যাটেনড্যান্স সিস্টেম, যা প্রথমে কিছুটা স্লো হয়ে গিয়েছিল। তবে শিক্ষা সংসদের দাবি, ওই সমস্যাও এখন মিটে গেছে।
উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
বিষয় | তথ্য |
---|---|
পরীক্ষা শুরুর তারিখ | ৮ সেপ্টেম্বর ২০২৫ |
পরীক্ষা শেষের তারিখ | ২২ সেপ্টেম্বর ২০২৫ |
পরীক্ষার্থী সংখ্যা | প্রায় ৬,৬০,০০০ |
ছাত্রী বেশি | প্রায় ৭৯,৫৮২ জন |
পরীক্ষাকেন্দ্র সংখ্যা | ২,১০৬ |
ফলাফল প্রকাশের তারিখ | ৩১ অক্টোবর ২০২৫ |
ওএমআর শিট আপলোড | ফল প্রকাশের ৭২ ঘণ্টা পর |
সামনে কী অপেক্ষা করছে পরীক্ষার্থীদের জন্য?
প্রথম সেমিস্টারের ফল প্রকাশের পর থেকেই শুরু হবে দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি। যেহেতু এটাই প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, তাই শিক্ষা সংসদ এবং শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করছেন। পরীক্ষার্থীদেরও উচিত প্রথম সেমিস্টারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় সেমিস্টারের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া।
অবশ্যই দেখবেন: UPI Rules: ১৫ সেপ্টেম্বর থেকে বড় ধাক্কা! বদলে যাচ্ছে PhonePe, Paytm, GPay-র নিয়ম – জেনে নিন বিস্তারিত
শেষকথা
এই বছর Higher Secondary Exam-এর সেমিস্টার পদ্ধতি শিক্ষার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা। শুরুতে কিছুটা দুশ্চিন্তা থাকলেও পরীক্ষার প্রথম দিন থেকেই দেখা গেল সবকিছুই যথেষ্ট গুছিয়ে করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা তাদের প্রথম সেমিস্টারের সাফল্য দেখতে পারবেন। সেইসঙ্গে ভবিষ্যতের জন্য আরও পরিষ্কার ধারণা পাবেন কীভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে।
অবশ্যই দেখবেন: Post Office Insurance: মাত্র ₹৫৬৫ প্রিমিয়ামে ১০ লক্ষ টাকার বীমা! ডাকঘরের অবিশ্বাস্য অফার
Disclaimer
এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য শিক্ষা সংসদের সরকারি বিজ্ঞপ্তি এবং সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে লেখা হয়েছে। পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশের দিন কিংবা অন্য কোনো বিষয়ে পরিবর্তন হলে পাঠককে শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হচ্ছে।
অবশ্যই দেখবেন: iPhone 17 Series: Apple আজ আনছে iPhone 17 Series—দাম জেনে চোখ কপালে উঠবে!