কলকাতা: পুজোর আগেই বড় উপহার পেলো রাজ্যবাসী। এবার হাওড়া ময়দানের থেকে সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector 5 Metro Service) যাতায়াতে কোনো বাধা থাকলো না। মাত্র আধ ঘণ্টাতেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। এরফলে যাত্রীদের খুবই সুবিধা হতে চলেছে। মেট্রো টিকিটের খরচ পড়বে ৩০ টাকা। আজ সন্ধে সাড়ে ৬টা থেকেই মানুষ যাতায়াত করতে পারছেন এই রুটে।
দুর্গাপূজার ঠিক আগে চালু হওয়া এই বর্ধিত নেটওয়ার্ক বিমানবন্দর এবং আইটি করিডোরের সাথে সংযোগ উন্নত করবে এবং শহরজুড়ে ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে, আবাসনের চাহিদা এবং দাম বৃদ্ধিকে আরও বাড়িয়ে তুলবে বলে তারা মনে করেন।
নতুন এই রেলপথগুলি শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড (২.৪৫ কিমি), নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি) এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা (৪.৩৯ কিমি) পর্যন্ত তিনটি ভিন্ন কলকাতা মেট্রো করিডোর জুড়ে বিস্তৃত।
গ্রিন লাইন সম্প্রসারণ হাওড়া ময়দানকে সল্টলেক সেক্টর ৫ (Howrah Maidan to Sector 5 Metro Service) এর সাথে সংযুক্ত করবে, যা একটি গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম করিডোর তৈরি করবে যা হাওড়া রেলওয়ে স্টেশনকে কলকাতার ক্রমবর্ধমান আইটি এবং বাণিজ্যিক কেন্দ্র সল্টলেক সেক্টর ৫ এর সাথে সংযুক্ত করবে। বিশেষজ্ঞরা বলছেন যে এই লাইনটি ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, সড়ক পরিবহনের উপর নির্ভরতা হ্রাস করবে এবং সল্টলেক, নিউ টাউন এবং কাছাকাছি এলাকায় আবাসিক চাহিদা বৃদ্ধি করবে।
সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে। অন্যদিকে, এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত। সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।
গত বছর ৬ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। এবার হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ।
অবশ্যই দেখবেন: Joy Banerjee: টলিউডে শোকের ছায়া! চলে গেলেন অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়