Eastern Railway: উৎসবের মরশুমে যাত্রীদের এক চমৎকার উপহার দেওয়া হচ্ছে রেলের তরফে। পুজো হাতে গোনা আর কয়েকদিন বাকি। সর্বত্রই শেষ পর্বের প্রস্তুতি চলছে। আর এরই মাঝে এবার যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে একজোড়া নতুন লোকাল ট্রেনের পরিষেবা চালু করা হয়েছে পূর্ব রেলের তরফে (Eastern Railway)। যা নিয়ে বেশ খুশি যাত্রীরা।
নয়া বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের তরফে
পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুসারে, যাত্রীদের সুবিধার জন্য আজ অর্থাৎ মঙ্গলবার হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে এক জোড়া নতুন লোকাল ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। হাওড়া থেকে সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ ৩৭৩৫৫ নম্বরের ইএমইউ লোকাল হাওড়া থেকে ছেড়ে সকাল ৮ টা ২৫ মিনিটে তারকেশ্বর পৌঁছবে এবং ফিরতি পথে সকাল ৮ টা ৫০ মিনিটে ৩৭৩৫৮ নম্বরের ইএমইউ লোকাল তারকেশ্বর থেকে ছেড়ে সকাল ১০ টা ২৫ মিনিটে হাওড়া পৌঁছবে। রেলের তরফে জানানো হয়েছে সপ্তাহে সাতদিনই চলবে এই ট্রেন এবং প্রতিটি স্টেশনে থামবে। পূর্ব রেলের এই নতুন উদ্যোগে হাওড়াবাসীর পাশাপাশি তারকেশ্বরবাসীও বেশ খুশি হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই, কাটোয়া-বর্ধমান শাখায় একজোড়া নতুন লোকাল ট্রেন চালু করা হয়েছিল। পূর্বে কাটোয়া থেকে বর্ধমান যাওযার জন্য সকাল ৯টার পর বিকেল ৪টের আগে কোনো ট্রেন ছিলনা। যার কারনে বেশ অসুবিধায় পড়তে হতো যাত্রীদের। তাই দীর্ঘদিন ধরেই মাঝের সময়ে ট্রেন দেওয়ার দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই দাবি পূরণ করেছে পূর্ব রেল।
অবশ্যই দেখবেন: কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে প্রবল বৃষ্টি, আবহাওয়ার সতর্কতা জারি ৬ জেলায়
বর্তমানে দুপুর ১টা ৫০ মিনিটে, কাটোয়া বর্ধমান ইএমইউ স্পেশাল কাটোয়া থেকে রওনা দিয়ে দুপুর ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছচ্ছে। অন্যদিকে ৩৫০২৩ বর্ধমান কাটোয়া ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে বিকেল ৪টের সময় রওনা দিয়ে কাটোয়ায় পৌঁছচ্ছে বিকাল ৫টা ২০ মিনিটে। যার কারনে বেশ খুশি যাত্রীরা।
অবশ্যই দেখবেন: মাত্র ১০ টাকায় পদ্মার ইলিশ! ঘোষণা হতেই বাজারে হইচই, তারপর যা হলো…





