HS Exam 2025 3rd Semester: বর্ষাকাল যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা। এই সময়ে রাজ্যজুড়ে চলতে পারে টানা বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এই পরিস্থিতিকে মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশ্নপত্র ও ওএমআর শিট যাতে জল বা বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য থাকছে ওয়াটারপ্রুফ প্যাকেজিং, যা এই প্রথমবার চালু হচ্ছে।
HS Exam 2025 3rd Semester: ভরা বর্ষাতেও নিরাপদ থাকবে প্রশ্নপত্র ও ওএমআর শিট
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র ও ওএমআর শিট থাকবে বিশেষ ওয়াটারপ্রুফ প্যাকিংয়ে। এমনকি অতিবৃষ্টি বা বন্যার মধ্যে প্রশ্নপত্র ভিজে গেলেও ক্ষতির সম্ভাবনা থাকবে না। এটি পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা দেবে এবং প্রশাসনিক স্তরে ভুলত্রুটির ঝুঁকিও অনেকটাই কমাবে।
অবশ্যই দেখবেন: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! রোজ মাত্র ৫০ টাকা পোস্ট অফিসে বিনিয়োগ করলেই পাবেন ৩৫ লক্ষ টাকা
বন্যা-প্রবণ জেলাগুলিতে আলাদা নজর
যে জেলাগুলিতে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি যেমন – ঘাটাল, আরামবাগ, উদয়নারায়ণপুর, কোচবিহার, জলপাইগুড়ি ইত্যাদি – সেখানে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে পরিকল্পনা করছে শিক্ষা সংসদ। কোথায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে, কোথায় প্রশ্নপত্র রাখা হবে, তা নির্বাচন করা হচ্ছে এমন জায়গায় যেখানে অতীতে বন্যার কোনও ইতিহাস নেই। বন্যা পরিস্থিতি তৈরি হলে শেষ মুহূর্তে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে, তবে শিক্ষা সংসদের অনুমতি ছাড়া কেন্দ্র বদলানো যাবে না।

ত্রাণ শিবিরে পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা
বন্যা কবলিত এলাকায় যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, তাদের ত্রাণ শিবিরে আগাম আনার ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্র যেন শিক্ষার্থীদের বাড়ি থেকে অনেক দূরে না হয়, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বন দফতরকে সতর্ক করা হয়েছে
শুধু বন্যা নয়, বর্ষায় বন্যপ্রাণীর আনাগোনাও সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেই কারণেই বন দফতরকেও আলাদা করে সতর্ক করেছে শিক্ষা সংসদ। যেন কোন রকম বিপত্তি পরীক্ষার সময় না ঘটে।
সময় বদলানো সম্ভব নয়
শিক্ষা সংসদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তৃতীয় সেমেস্টার পিছনো হবে না। কারণ সময় বদলালে চতুর্থ সেমেস্টার-এর জন্য সময় কমে যাবে এবং ফলাফল প্রকাশে বিলম্ব হবে। ফলে কোনওভাবেই পরীক্ষার নির্ধারিত দিন পরিবর্তন সম্ভব নয়।
তারিখ | বার | বিষয়সমূহ |
---|---|---|
08.09.25 | সোমবার | প্রথম ভাষা |
09.09.25 | মঙ্গলবার | ভোকেশনাল বিষয় |
10.09.25 | বুধবার | দ্বিতীয় ভাষা |
11.09.25 | বৃহস্পতিবার | অর্থনীতি, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অব ওয়েলবিং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স |
12.09.25 | শুক্রবার | ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি |
13.09.25 | শনিবার | কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, হেল্থ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্ট, মিউজিক |
15.09.25 | সোমবার | স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল’ এন্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, ইতিহাস |
16.09.25 | মঙ্গলবার | কেমিস্ট্রি, ভুগোল, হিউম্যান ডেভলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ |
18.09.25 | বৃহস্পতিবার | ফিলোজফি |
19.09.25 | শুক্রবার | অঙ্ক, অ্যাগ্রিকালচার, জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন, পার্সিয়ান, আরবি, সংস্কৃত |
20.09.25 | শনিবার | সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি |
22.09.25 | সোমবার | বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন |
অবশ্যই দেখবেন: ‘দুর্গাপুর ভারতের বিকাশের ইঞ্জিন’, ৭ মেগা প্রকল্পের শিলান্যাস করলেন মোদী