বাংলার শিক্ষাজীবনে উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) সবসময়ই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে এবারের পরীক্ষা অন্য সব বছরের তুলনায় একটু আলাদা। প্রথমবারের মতো সেমেস্টার ভিত্তিক এই পরীক্ষা হচ্ছে, তাই নিয়ম-কানুনেও এসেছে বড় পরিবর্তন। পর্ষদ জানিয়েছে, নিরাপত্তা এবং স্বচ্ছতার দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে যাতে পরীক্ষায় কোনও রকম অনিয়ম না ঘটে।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। ছাত্রছাত্রীদের জন্য এটি যেমন একটি নতুন অভিজ্ঞতা, তেমনি শিক্ষা সংসদের জন্যও একটি বড় পরীক্ষা। চলুন এবার দেখে নেওয়া যাক এবারের উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) পরীক্ষায় কী কী নিয়ম নতুন করে চালু হলো, পরীক্ষার সময়সূচি কেমন, এবং ফলাফলের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে।
উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) এ প্রশ্নপত্রের নিয়ম
এবার পরীক্ষা হবে মোট ৬৬টি বিষয়ে। প্রতিটি বিষয়ের জন্য থাকবে দুটি প্রশ্নপত্রের সেট। তবে ব্যবহৃত হবে শুধুমাত্র সেট-১। অন্য সেট রাখা হবে নিরাপত্তার কারণে। শিক্ষা সংসদ জানিয়েছে, একাধিক সিরিজ থাকলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা আরও কমে যায়। আগের বছরগুলিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানা অভিযোগ উঠলেও এবার সেই ঝুঁকি কার্যত কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে।
প্রশ্নপত্রের এই নতুন ব্যবস্থা পরীক্ষার্থীদেরও অনেকটা আশ্বস্ত করবে বলে মনে করা হচ্ছে।
সেমেস্টার পদ্ধতিতে প্রথমবার উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025)
চলতি বছরই প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) সেমেস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে পড়াশোনার ধরণ এবং পরীক্ষার চাপ দুটোই বদলেছে। একসঙ্গে পুরো পাঠ্যসূচি না পড়ে এখন আলাদা আলাদা সেমেস্টারে ভাগ করে পরীক্ষা হচ্ছে।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। সকালবেলার নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া হবে এবং সময়সীমা হবে মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিট। তাই ছাত্রছাত্রীদের আরও বেশি মনোযোগী হয়ে নির্দিষ্ট সময়ে উত্তর দিতে হবে।
পরীক্ষার সময়সূচি
- প্রবেশের শেষ সময়: সকাল ১০টা ৩০ মিনিট
- পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট
সময় খুবই সীমিত, তাই পরীক্ষার্থীদের সময় মেনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো অত্যন্ত জরুরি। দেরি করলে পরীক্ষায় বসা সম্ভব হবে না।
পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলার নতুন নিয়ম
এবার উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) পরীক্ষার সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শৃঙ্খলার ক্ষেত্রে। যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় ইনভিজিলেটর, পরীক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে, তবে তার পুরো পরীক্ষাই বাতিল হয়ে যাবে।
শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ধরণের অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। গত বছরের ইংরেজি পরীক্ষার সময় যেভাবে পরীক্ষাকেন্দ্রে ঝামেলা হয়েছিল, এবার সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের ঘটনাও এবার সরাসরি ‘RA’ (Reported Against) হিসেবে নথিভুক্ত হবে। অর্থাৎ পরীক্ষার্থীর রেজাল্টে এই তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থা
পরীক্ষক বা ইনভিজিলেটররা চাইলে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সরাসরি শিক্ষা সংসদকে ঘটনা জানাতে পারবেন। এতে সময় নষ্ট হবে না এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
নিষেধাজ্ঞা পরীক্ষার হলে
যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (JEE Main, WBJEE) ক্যালকুলেটর আনা যায় না, তেমনই এবারও উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার একেবারেই নিষিদ্ধ। শুধু তাই নয়, কোনও ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস পরীক্ষার হলে আনা যাবে না।
নিরাপত্তা ব্যবস্থা
রাজ্যের মোট ১২২টি পরীক্ষাকেন্দ্রকে বিশেষভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে থাকবে সিসিটিভি ক্যামেরা ও নজরদারি ব্যবস্থা। এর মধ্যে মালদা জেলায় সবচেয়ে বেশি সংখ্যক স্পর্শকাতর কেন্দ্র রয়েছে। এই ক্যামেরাগুলি পরীক্ষার হলে প্রতিটি কার্যকলাপ রেকর্ড করবে। তাই কোনও ধরণের অনৈতিক কাজ বা শৃঙ্খলাভঙ্গ ঘটলে তা ধরা পড়তে বেশি সময় লাগবে না।
অবশ্যই দেখবেন: Lunar Eclipse 2025: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ! কলকাতায় কোন সময়ে দেখা যাবে আকাশের বিরল দৃশ্য?
ফলাফল প্রকাশ
তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশিত হবে ৩১ অক্টোবরের মধ্যে। যদি কেউ কোনও কারণে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা দিতে না পারে, তাহলে তিনি পরবর্তী সেমেস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। মার্কশিটে তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের নম্বর একসঙ্গে উল্লেখ থাকবে। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে স্পষ্ট করে ‘সাপ্লি’ লেখা থাকবে।
অবশ্যই দেখবেন: Gold Price: এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনার দাম! রুপোও সস্তা, জানুন আজকের রেট
শাস্তি আরও কঠোর
আগে পরীক্ষার সময় দুর্ব্যবহার বা হাতাহাতি ঘটলেও পরীক্ষার্থীদের কিছুটা ছাড় দেওয়া হতো। কিন্তু এবারে নিয়ম অনেক কঠিন।
- পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করলে বা হাত তুললে পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে।
- পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে সরাসরি RA হিসেবে নথিভুক্ত হবে।
- সব অভিযোগ ও রিপোর্টিং এবার ডিজিটাল সিস্টেমে রেকর্ড করা হবে।
ছাত্রছাত্রীদের জন্য বার্তা
উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) শুধুই একটি পরীক্ষা নয়, বরং ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই শুধু ভালোভাবে পড়াশোনা করলেই হবে না, পরীক্ষাকেন্দ্রে শান্তভাবে এবং নিয়ম মেনে চলাও সমান জরুরি। পর্ষদের এই নতুন নিয়মগুলি প্রথমে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তবে এগুলির লক্ষ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখা। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা, পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা জোরদার করা—সবকিছুই দীর্ঘমেয়াদে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
অবশ্যই দেখবেন: TET For Teachers: যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের! এবার থেকে সকল শিক্ষকদের TET পাশ বাধ্যতামূলক! জানুন বিস্তারিত
আসন্ন উচ্চ মাধ্যমিক (Hs Exam 2025) পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য নতুন চ্যালেঞ্জ বটে। তবে এই চ্যালেঞ্জই তাদের ভবিষ্যতের সোপান তৈরি করবে। নতুন নিয়ম মানতে হয়তো কিছুটা কঠিন লাগবে, কিন্তু শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি। পরীক্ষার হলে শান্ত থেকে নির্দিষ্ট সময়ে উত্তর লিখে যাওয়া, সময় মেনে পৌঁছানো এবং নিষেধাজ্ঞা মেনে চলা—এই বিষয়গুলিই পরীক্ষার্থীদের সফল হতে সাহায্য করবে।
অবশ্যই দেখবেন: 8th Pay Commission: ২০২৫-এ সরকারি বেতনের ধাক্কা! ৮ম পে কমিশনের নতুন স্যালারি স্ল্যাব দেখে চমকে যাবেন
Disclaimer
এই প্রতিবেদনটি তথ্যভিত্তিক এবং শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত নিয়ম অনুযায়ী লেখা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই শিক্ষা সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
অবশ্যই দেখবেন: LIC FD Scheme 2025: মাত্র ১ লক্ষ টাকার বিনিয়োগে মাসে ৬২০০ টাকা! LIC FD স্কিম ২০২৫-এ নিশ্চিত লাভ