লাগবে না বিদ্যুৎ সংযোগ! এবার ব্যাটারিতে চলবে এসি! জানুন বিস্তারিত 

চৈত্রের শেষ থেকেই উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রার পারদ। বৈশাখে মাঝেমধ্যে কয়েক পশলা বৃষ্টি হলেও গরম পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। এমতাবস্থায় চাহিদা বাড়ছে এসির। গরমের হাত থেকে রেহাই পেতে প্রায় প্রত্যেকেই আজ এসি (Solar AC) ব্যবহার করছেন। কিন্তু সারাদিন এসি চালালে যে পরিমাণে বিদ্যুৎ বিল আসবে তা মধ্যবিত্ত মানুষদের জন্য দেওয়া দুষ্কর ...

Updated on:

Solar Ac

চৈত্রের শেষ থেকেই উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রার পারদ। বৈশাখে মাঝেমধ্যে কয়েক পশলা বৃষ্টি হলেও গরম পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। এমতাবস্থায় চাহিদা বাড়ছে এসির। গরমের হাত থেকে রেহাই পেতে প্রায় প্রত্যেকেই আজ এসি (Solar AC) ব্যবহার করছেন। কিন্তু সারাদিন এসি চালালে যে পরিমাণে বিদ্যুৎ বিল আসবে তা মধ্যবিত্ত মানুষদের জন্য দেওয়া দুষ্কর হতে পারে। এই সমস্যার সমাধানে এবার বাজারে আসতে চলেছে সোলার এসি (Solar AC)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অন্যান্য এসির মত এই সোলার এসিতেও (Solar AC) পাওয়া যাচ্ছে বরফের মতো ঠান্ডা। তবে এই এসির দ্বারা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে অনেকটাই। সোলার এসি নামটি সকলে শুনে থাকলেও কোথা থেকে এই এসি কিনবেন বা পাবেন এই নিয়ে প্রশ্ন জাগতে পারে সকলের মনে। মাসে বিদ্যুৎ বিলের টাকা কমাতে চাইলে এই এসি সেরা বিকল্প। আজকের প্রতিবেদনে জেনে নিন একটি 1.5 টন সোলার এসির দাম, কোথা থেকে কিনবেন এবং কতটা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানুন, 1.5 টন সোলার এসির(Solar Ac)দাম

জানা যাচ্ছে, অন্যান্য এসির তুলনায় সোলার এসি (Solar AC) কিছুটা ব্যয়বহুল হলেও এটি এককালীন বিনিয়োগ। একবার ইন্সটল হয়ে গেলে বিদ্যুৎ বিলের আর কোনো অসুবিধা থাকবে না। সঙ্গে সোলার প্যানেল এবং ব্যাটারিও মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, এক্সাল্টা নামের একটি কোম্পানি সোলার এসি বিক্রি করে। তাদের 1.5 টন সোলার এসি ছয়টি সোলার প্যানেল এবং 300AH লিথিয়াম ব্যাটারি নিয়ে তৈরি। যার দাম 2,70,032 টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উল্লেখ্য, সোলার এসি (Solar AC) দিনের বেলা সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে কাজ করবে এবং সূর্যাস্তের পর ব্যাটারির সাহায্যে ঘরকে ঠান্ডা রাখবে। এছাড়াও অন্য একটি কোম্পানি রয়েছে মোসেটা, যারা 1,05,000 টাকায় এই সোলার এসি বিক্রি করে থাকে। এতে 350 ওয়াটের দুটি প্যানেল থেকে অথবা 550 ওয়াটের একটি প্যানেল থাকে। এই এসিটিতে সৌরশক্তির পাশাপাশি 0.5 অ্যাম্পিয়ার শক্তিও প্রয়োজন হয় অর্থাৎ এই এসিতে খুব কম পরিমাণে বিদ্যুত লাগবে।

অবশ্যই দেখবেন: ১৫,০০০ কোটি টাকার অ্যান্টিলিয়ায় নেই একটাও এসি! কীভাবে ঠান্ডা থাকে এই বাড়ি? জানলে অবাক হবেন

কেন কিনবেন এই সোলার এসি?

সোলার এসি (Solar AC) যে শুধুমাত্র বিদ্যুত সাশ্রয় করে এমনটা নয়। এটি পরিবেশবান্ধবও। কারণ এই এসি চলে সৌরশক্তি ব্যবহার করে যা সম্পূর্ণ পুনর্নবীকরণ যোগ্য। পাশাপাশি এটি প্রকৃতির শীতলতা প্রদান করবে। যেহেতু সোলার প্যানেলগুলি দিনেরবেলা সূর্যের আলো থেকে অতিরিক্ত শক্তি সংগ্রহ করে এবং রাতে ব্যাটারি ব্যবহার করে কাজ চালিয়ে যেতে পারে, সেহেতু 24 ঘন্টাই ঘর বরফের মত ঠান্ডা থাকবে।

অবশ্যই দেখবেন: Air Conditioner: সারারাত এসি চালিয়ে মাসে বিদ্যুৎ বিল মাত্র ২০০ টাকা! ৯৯% মানুষ জানেন না এই গোপন ট্রিকস

সোলার এসির ভবিষ্যৎ:

বিদ্যুতের বিলের চিন্তা থেকে মুক্তি পেতে চাইলে সোলার এসির চাহিদা উত্তরোত্তর বাড়বে। বিশেষ করে গ্রামীণে এলাকাগুলিতে, যেখানে বিদ্যুৎ সাপ্লাই খুবই সীমিত সেখানে এই সোলার এসি সেরা বিকল্প হতে পারে। তাই এই গরমের দিনে ঠান্ডা থাকতে এবং বিদ্যুত বিল কিছুটা হলেও কমাতে এখনই ঘরে লাগিয়ে ফেলতে পারেন সোলার এসি।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে। 

অবশ্যই দেখবেন: AC: গরমে এসি চালানোর খরচ জানেন? জানুন ১.৫ টন এসি প্রতি ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে ও মাসে কতটা বিল আসতে পারে!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More
1 ton solar ac price 1 ton solar ac price in india 1.5 solar Ac Price 1.5 ton ac required solar panel 1.5 ton ac solar panel 1.5 ton hybrid solar ac 1.5 ton solar ac price in india 2 ton solar ac price in india ac db for solar ac module solar panel price in india ac solar ac solar inc ac solar panel ac solar panel kits ac solar panel price acs solar termica best solar ac in india buy solar ac can ac run on solar power can ac work on solar panels can solar panel run ac can solar panels run ac can we run ac on solar panel can we run ac on solar power can we run ac with solar power dc to ac converter for solar panel dc to ac converter solar dc to ac solar inverter dc to ac solar power inverter exalta solar ac exalta solar ac review haier solar ac how many solar panel need for 1.5 ton ac how many solar panels needed to run ac how many solar panels required for 1.5 ton ac how much solar panel required for 1.5 ton ac how much solar power to run ac hybrid solar ac hybrid solar ac price in india kya solar panel se ac chal sakta hai lg solar ac price in india loom ac solar panel price mini solar ac car aromatherapy decor mini solar ac price panasonic ac solar panels portable solar ac run ac on solar run ac with solar power sinfin solar ac Solar AC solar ac 1 ton solar ac 1 ton price in india solar ac 1.5 ton solar ac 1.5 ton price in india solar ac dc solar ac dc fan solar ac for car solar ac for home solar ac in india Solar AC price solar ac price in delhi solar ac price in india solar ac price in kerala solar ac price in kolkata solar ac price list solar ac rate solar ac system solar acs in india solar controller dc to ac solar converter dc to ac solar dc to ac converter solar dc to ac converter price solar dc to ac converter without battery Solar Energy Solar Energy Ac solar energy ac prices in pakistan solar inverter ac Solar Panel solar panel ac or dc solar panel dc to ac converter solar panel for 1.5 ton ac solar panel for 1.5 ton ac price solar panel for 1.5 ton ac price in india solar panel price for ac solar panel produce ac or dc solar panel to ac converter solar panel to run ac solar panels for ac units solar power ac in india solar power ac in pakistan solar power to run ac solar powered ac solar powered ac system solar powered ac unit for house solar powered portable ac solar se chalne wala ac solar split ac solar split ac price in india solar system ac price solar system for ac unit solar to ac converter solar window ac split ac with solar power voltas solar ac price in india