Ekchokho.com 🇮🇳

লাগবে না বিদ্যুৎ সংযোগ! এবার ব্যাটারিতে চলবে এসি! জানুন বিস্তারিত 

চৈত্রের শেষ থেকেই উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রার পারদ। বৈশাখে মাঝেমধ্যে কয়েক পশলা বৃষ্টি হলেও গরম পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। এমতাবস্থায় চাহিদা বাড়ছে এসির। গরমের হাত থেকে রেহাই পেতে প্রায় প্রত্যেকেই আজ এসি (Solar AC) ব্যবহার করছেন। কিন্তু সারাদিন এসি চালালে যে পরিমাণে বিদ্যুৎ বিল আসবে তা মধ্যবিত্ত মানুষদের জন্য দেওয়া দুষ্কর ...

Updated on:

Solar Ac

চৈত্রের শেষ থেকেই উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রার পারদ। বৈশাখে মাঝেমধ্যে কয়েক পশলা বৃষ্টি হলেও গরম পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। এমতাবস্থায় চাহিদা বাড়ছে এসির। গরমের হাত থেকে রেহাই পেতে প্রায় প্রত্যেকেই আজ এসি (Solar AC) ব্যবহার করছেন। কিন্তু সারাদিন এসি চালালে যে পরিমাণে বিদ্যুৎ বিল আসবে তা মধ্যবিত্ত মানুষদের জন্য দেওয়া দুষ্কর হতে পারে। এই সমস্যার সমাধানে এবার বাজারে আসতে চলেছে সোলার এসি (Solar AC)।

অন্যান্য এসির মত এই সোলার এসিতেও (Solar AC) পাওয়া যাচ্ছে বরফের মতো ঠান্ডা। তবে এই এসির দ্বারা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে অনেকটাই। সোলার এসি নামটি সকলে শুনে থাকলেও কোথা থেকে এই এসি কিনবেন বা পাবেন এই নিয়ে প্রশ্ন জাগতে পারে সকলের মনে। মাসে বিদ্যুৎ বিলের টাকা কমাতে চাইলে এই এসি সেরা বিকল্প। আজকের প্রতিবেদনে জেনে নিন একটি 1.5 টন সোলার এসির দাম, কোথা থেকে কিনবেন এবং কতটা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানুন, 1.5 টন সোলার এসির(Solar Ac)দাম

জানা যাচ্ছে, অন্যান্য এসির তুলনায় সোলার এসি (Solar AC) কিছুটা ব্যয়বহুল হলেও এটি এককালীন বিনিয়োগ। একবার ইন্সটল হয়ে গেলে বিদ্যুৎ বিলের আর কোনো অসুবিধা থাকবে না। সঙ্গে সোলার প্যানেল এবং ব্যাটারিও মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, এক্সাল্টা নামের একটি কোম্পানি সোলার এসি বিক্রি করে। তাদের 1.5 টন সোলার এসি ছয়টি সোলার প্যানেল এবং 300AH লিথিয়াম ব্যাটারি নিয়ে তৈরি। যার দাম 2,70,032 টাকা।

উল্লেখ্য, সোলার এসি (Solar AC) দিনের বেলা সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে কাজ করবে এবং সূর্যাস্তের পর ব্যাটারির সাহায্যে ঘরকে ঠান্ডা রাখবে। এছাড়াও অন্য একটি কোম্পানি রয়েছে মোসেটা, যারা 1,05,000 টাকায় এই সোলার এসি বিক্রি করে থাকে। এতে 350 ওয়াটের দুটি প্যানেল থেকে অথবা 550 ওয়াটের একটি প্যানেল থাকে। এই এসিটিতে সৌরশক্তির পাশাপাশি 0.5 অ্যাম্পিয়ার শক্তিও প্রয়োজন হয় অর্থাৎ এই এসিতে খুব কম পরিমাণে বিদ্যুত লাগবে।

অবশ্যই দেখবেন: ১৫,০০০ কোটি টাকার অ্যান্টিলিয়ায় নেই একটাও এসি! কীভাবে ঠান্ডা থাকে এই বাড়ি? জানলে অবাক হবেন

কেন কিনবেন এই সোলার এসি?

সোলার এসি (Solar AC) যে শুধুমাত্র বিদ্যুত সাশ্রয় করে এমনটা নয়। এটি পরিবেশবান্ধবও। কারণ এই এসি চলে সৌরশক্তি ব্যবহার করে যা সম্পূর্ণ পুনর্নবীকরণ যোগ্য। পাশাপাশি এটি প্রকৃতির শীতলতা প্রদান করবে। যেহেতু সোলার প্যানেলগুলি দিনেরবেলা সূর্যের আলো থেকে অতিরিক্ত শক্তি সংগ্রহ করে এবং রাতে ব্যাটারি ব্যবহার করে কাজ চালিয়ে যেতে পারে, সেহেতু 24 ঘন্টাই ঘর বরফের মত ঠান্ডা থাকবে।

অবশ্যই দেখবেন: Air Conditioner: সারারাত এসি চালিয়ে মাসে বিদ্যুৎ বিল মাত্র ২০০ টাকা! ৯৯% মানুষ জানেন না এই গোপন ট্রিকস

সোলার এসির ভবিষ্যৎ:

বিদ্যুতের বিলের চিন্তা থেকে মুক্তি পেতে চাইলে সোলার এসির চাহিদা উত্তরোত্তর বাড়বে। বিশেষ করে গ্রামীণে এলাকাগুলিতে, যেখানে বিদ্যুৎ সাপ্লাই খুবই সীমিত সেখানে এই সোলার এসি সেরা বিকল্প হতে পারে। তাই এই গরমের দিনে ঠান্ডা থাকতে এবং বিদ্যুত বিল কিছুটা হলেও কমাতে এখনই ঘরে লাগিয়ে ফেলতে পারেন সোলার এসি।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে। 

অবশ্যই দেখবেন: AC: গরমে এসি চালানোর খরচ জানেন? জানুন ১.৫ টন এসি প্রতি ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে ও মাসে কতটা বিল আসতে পারে!

1 ton solar ac price1 ton solar ac price in india1.5 solar Ac Price1.5 ton ac required solar panel1.5 ton ac solar panel1.5 ton hybrid solar ac1.5 ton solar ac price in india2 ton solar ac price in indiaac db for solarac module solar panel price in indiaac solarac solar incac solar panelac solar panel kitsac solar panel priceacs solar termicabest solar ac in indiabuy solar accan ac run on solar powercan ac work on solar panelscan solar panel run accan solar panels run accan we run ac on solar panelcan we run ac on solar powercan we run ac with solar powerdc to ac converter for solar paneldc to ac converter solardc to ac solar inverterdc to ac solar power inverterexalta solar acexalta solar ac reviewhaier solar achow many solar panel need for 1.5 ton achow many solar panels needed to run achow many solar panels required for 1.5 ton achow much solar panel required for 1.5 ton achow much solar power to run achybrid solar achybrid solar ac price in indiakya solar panel se ac chal sakta hailg solar ac price in indialoom ac solar panel pricemini solar ac car aromatherapy decormini solar ac pricepanasonic ac solar panelsportable solar acrun ac on solarrun ac with solar powersinfin solar acSolar ACsolar ac 1 tonsolar ac 1 ton price in indiasolar ac 1.5 tonsolar ac 1.5 ton price in indiasolar ac dcsolar ac dc fansolar ac for carsolar ac for homesolar ac in indiaSolar AC pricesolar ac price in delhisolar ac price in indiasolar ac price in keralasolar ac price in kolkatasolar ac price listsolar ac ratesolar ac systemsolar acs in indiasolar controller dc to acsolar converter dc to acsolar dc to ac convertersolar dc to ac converter pricesolar dc to ac converter without batterySolar EnergySolar Energy Acsolar energy ac prices in pakistansolar inverter acSolar Panelsolar panel ac or dcsolar panel dc to ac convertersolar panel for 1.5 ton acsolar panel for 1.5 ton ac pricesolar panel for 1.5 ton ac price in indiasolar panel price for acsolar panel produce ac or dcsolar panel to ac convertersolar panel to run acsolar panels for ac unitssolar power ac in indiasolar power ac in pakistansolar power to run acsolar powered acsolar powered ac systemsolar powered ac unit for housesolar powered portable acsolar se chalne wala acsolar split acsolar split ac price in indiasolar system ac pricesolar system for ac unitsolar to ac convertersolar window acsplit ac with solar powervoltas solar ac price in india