Cyclone Wipha Weather Update: দক্ষিণবঙ্গে সপ্তাহের বাকি দিনগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এর পেছনে কারণ, বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় ‘উইফা’(Cyclone Wipha)। আবহাওয়া দফতরের মতে, বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার প্রভাব বিস্তার করে এখন উত্তর বঙ্গোপসাগরের উপর সক্রিয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ঘূর্ণাবর্ত থেকেই পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবেই বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত ৫ থেকে ৬টি জেলায় ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নজরে রেখে প্রশাসনকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দফতর কী জানাচ্ছে?
ঘূর্ণিঝড় ‘উইফা’-র (Cyclone Wipha) প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব চিন সাগর থেকে শক্তিশালী মেঘপুঞ্জ ছিটকে এসে প্রবেশ করেছে বঙ্গোপসাগরে। এর ফলেই আজ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সক্রিয় ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।
অবশ্যই দেখবেন: দুর্গারূপে ফিরলেন শ্বেতা ভট্টাচার্য! কোন চ্যানেলে দেখা যাবে এই মেগা কামব্যাক?
উইফার এই অবশিষ্টাংশের কারণে আজ সকাল থেকেই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও সুস্পষ্ট হয়ে উঠতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলের দিকে এগোবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
চায়না ও ভিয়েতনামে আঘাত হানা বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘উইফা’-র একটি খণ্ডিত অংশ গতকাল বঙ্গোপসাগরে এসে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি করেছে। আজ সেই ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা বাস্তবে রূপ নিতে পারে।
এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র হবে অত্যন্ত উত্তাল। ফলে আজ ২৪ জুলাই, বৃহস্পতিবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও, এই নিম্নচাপের কারণে নদ-নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। ফলে নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
অবশ্যই দেখবেন: বজরংবলীর আশীর্বাদে দুর্ভাগ্য কাটিয়ে উঠবে এই ৩ রাশি! আজকের রাশিফল, ২২ জুলাই
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |