ব্রিটেন থেকে ফিরেই মালদ্বীপে মোদীর চমক! মালদ্বীপকে দেওয়া হচ্ছে ৫০০০ কোটি ঋণ! কি কি থাকছে এই চুক্তিতে?

কলকাতা: কিছুদিন আগেই ব্রিটেন থেকে সফর করে প্রধানমন্ত্রী ফিরেছেন দেশে। ফিরে এসেই পারি দিয়েছেন মালদ্বীপের উদ্দেশ্যে। তার দুই দিনের সফরে ইতোমধ্যেই মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ করা হয়েছে। মালদ্বীপ পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ ...

Updated on:

Narendra Modi

কলকাতা: কিছুদিন আগেই ব্রিটেন থেকে সফর করে প্রধানমন্ত্রী ফিরেছেন দেশে। ফিরে এসেই পারি দিয়েছেন মালদ্বীপের উদ্দেশ্যে। তার দুই দিনের সফরে ইতোমধ্যেই মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ করা হয়েছে। মালদ্বীপ পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর মিলে ভারত ও মালদ্বীপ এর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে ভারত সরকার মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ৭২টি ভারী যানবাহন সরবরাহ করেছে।

চুক্তিগুলি কি কি?

১. ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি (IMFTA) আলোচনা শুরু হয়েছে।

২. ভারত সরকারের অর্থায়নে পরিচালিত LOC-তে মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা হ্রাস।

৩ .ভারত ও মালদ্বীপের মধ্যে চুক্তি মালদ্বীপে ৪৮৫০ কোটি টাকার ঋণ লাইন (LOC) সম্প্রসারণ।

৪. ভারত-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে যৌথ স্মারক ডাকটিকিট প্রকাশ।

৫. ৭২টি যানবাহন এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর।

৬. আদ্দু শহরে রাস্তা ও নিষ্কাশন ব্যবস্থা প্রকল্পের উদ্বোধন।

৭. মালদ্বীপে ৬টি উচ্চ প্রভাবশালী সম্প্রদায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

৮. ভারতের ক্রেতা ঋণ সুবিধার অধীনে হুলহুমালেতে ৩৩০০টি সামাজিক আবাসন ইউনিট হস্তান্তর।

প্রধানমন্ত্রী মোদী কী বললেন?

মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ‘ভারতের জনগণের পক্ষ থেকে, আমি স্বাধীনতার ৬০তম বার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষে রাষ্ট্রপতি এবং মালদ্বীপের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

অবশ্যই দেখবেন: আগস্টে প্রায় অর্ধেক মাসই ছুটি! ব্যাঙ্কে যাওয়ার আগে একবার এই তালিকাটা দেখে নিন

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon