স্কচ, হুইস্কি ও ইলেকট্রিক গাড়ি হবে সস্তা! ঐতিহাসিক ভারত–ব্রিটেন বাণিজ্য চুক্তি বদলে দেবে বাজার

India UK Trade Deal: আবারো সবাইকে চমকে দিয়ে বিরাট বড় চুক্তি স্থির করে ফেলল ভারত এবং ব্রিটেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারত ও ব্রিটেন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করেছে। যা ব্যবসায়ী সহ দেশের প্রত্যেক সাধারণ মানুষের জন্য বিরাট সুবিধা হবে। এছাড়াও এই চুক্তির কারণে বাজার ...

Updated on:

India UK Trade Deal

India UK Trade Deal: আবারো সবাইকে চমকে দিয়ে বিরাট বড় চুক্তি স্থির করে ফেলল ভারত এবং ব্রিটেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারত ও ব্রিটেন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করেছে। যা ব্যবসায়ী সহ দেশের প্রত্যেক সাধারণ মানুষের জন্য বিরাট সুবিধা হবে। এছাড়াও এই চুক্তির কারণে বাজার অ্যাক্সেস বৃদ্ধির সাথে সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বার্ষিক প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পাবে।সম্প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ব্রিটিশ প্রতিপক্ষ কায়ার স্টারমারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারত-ব্রিটেনের ঐতিহাসিক চুক্তি

এই চুক্তিতে অনেক সুবিধাই হবে দেশবাসীর। সূত্রের খবর অনুযায়ী, ভারত-ব্রিটেনের এই মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ২০৩০ সালের মধ্যে অর্থনীতির বাণিজ্য দ্বিগুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে রূপান্তর হবে। বাণিজ্যিক মহলের তরফ থেকে জানানো হয়েছে এতে উভয় দেশই সমান লাভবান হবে। ভারত-ব্রিটেনের এই চুক্তির পর, চামড়া, জুতো থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ, সামুদ্রিক খাবার, খেলনা এবং পোশাক ছাড়ের হারে রপ্তানি করা সম্ভব হবে। যার ফলে ব্রিটেনের মানুষ এই জিনিসগুলি সস্তায় পাবে।

India UK Trade Deal
India UK Trade Deal

আর এই চুক্তির (India UK Trade Deal) ফলে ভারতে আসা ব্রিটেন পণ্য আমদানিও সস্তা হবে। যার ফলে ভারতীয়রা সস্তায় জিনিস পাবেন। দুই দেশের এই চুক্তির পর দেশে হুইস্কি, চকলেট, বিস্কুট, স্যামন মাছ, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, চিকিৎসা পণ্য, বিলাসবহুল গাড়িরে মূল্য অনেকটাই সস্তা হবে বলে আশা করা যাচ্ছে।

অবশ্যই দেখবেন: লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবার আরও বড় চমক! রাজ্য সরকার দিচ্ছে মাসে ২৫০০ টাকা!

এই চুক্তি (India UK Trade Deal) আমাদের ভারতীয় রপ্তানির ৯৯ শতাংশকে উপকৃত করবে বলে আশা করা যায়। ভারতে হুইস্কি, গাড়ি এবং অন্যান্য পণ্য রপ্তানি করা সহজ হবে। এর পাশাপাশি সামগ্রিক বাণিজ্যও বৃদ্ধি করবে। এই চুক্তি কার্যকর হওয়ার আগে এখন ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। তবে প্রক্রিয়াটি সফল করতে এখনো এক বছর সময় লাগবে।এই চুক্তি দুই দেশের জন্য অনেক সুবিধা আনবে।

অবশ্যই দেখবেন: মাত্র ৮০ টাকায় মিলবে উন্নতমানের খাবার ও জল! জেনারেল কোচের যাত্রীদের জন্য IRCTC-র বড় চমক

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon