Indian Army: ২৪ ঘণ্টার মধ্যে জবাব! পহেলগাঁও হামলার পর কাশ্মীরে ২ জঙ্গিকে গুলি করে মারল ভারতীয় সেনা

কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের উপর জঙ্গি হামলার ঠিক পরদিন ভারতীয় সেনা (Indian Army) ২ কুখ্যাত অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করল বারামুল্লায়। এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন দিল্লিতে। WhatsApp Group Join Now Telegram Group Join Now ...

Published on:

Indian Army

কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের উপর জঙ্গি হামলার ঠিক পরদিন ভারতীয় সেনা (Indian Army) ২ কুখ্যাত অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করল বারামুল্লায়। এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন দিল্লিতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পহেলগাঁওয়ের নারকীয় হামলা: জঙ্গিদের নিশানায় নিরীহ পর্যটক

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ২৬ জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে গুলি করে হত্যা করে জঙ্গিরা। রাষ্ট্রজুড়ে এই বর্বরোচিত ঘটনার নিন্দা জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় কাশ্মীর উপত্যকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জবাব দিল ভারতীয় সেনা(Indian Army): বারামুল্লায় ২ অনুপ্রবেশকারী জঙ্গি নিহত

জঙ্গি হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় সেনা (Indian Army) প্রতিশোধের রাস্তায়বুধবার (১৭ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় অনুপ্রবেশকারী দুই জঙ্গিকে সফলভাবে নিকেশ করেছে সেনা। ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে নিশ্চিত করা হয়েছে, তীব্র গুলির লড়াইয়ে জঙ্গিদের মৃত্যু হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সংঘর্ষের বিবরণ

  • ভারতীয় সেনার গোপন সূত্রে খবর পেয়ে, সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টায় থাকা ২-৩ জন জঙ্গিকে ঘিরে ফেলে সেনা বাহিনী।
  • এরপর শুরু হয় দীর্ঘক্ষণ গুলির লড়াই, যার পরিণতিতে ২ কুখ্যাত জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়।
  • ঘটনার সময় সেনা সদস্যরা অত্যন্ত কৌশলী এবং প্রস্তুত ছিলেন বলে জানা গেছে।

জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হল বিপুল অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম

নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—

✔ একাধিক আধুনিক আগ্নেয়াস্ত্র
✔ বিপুল পরিমাণ গুলি ও গ্রেনেড
✔ GPS ডিভাইস ও যোগাযোগের যন্ত্রপাতি
✔ পাকিস্তানি মুদ্রা ও খাদ্যসামগ্রী

বিশেষজ্ঞদের মতে, এটি ছিল ভারতীয় সেনার বিরুদ্ধে নতুন করে বড়সড় হামলার প্রস্তুতি। তবে সময়মতো প্রতিহত করা সম্ভব হয়েছে বলেই বড় বিপদ এড়ানো গেছে।

পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী মোদির কড়া বার্তা

পর্যটক হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেন,

“এই জঘন্য হামলায় দোষীদের কাউকে রেয়াত করা হবে না। দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তি নিশ্চিত করা হবে।”

সৌদি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরা

ঘটনার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালেই দিল্লিতে ফিরে আসেন। ফিরে এসেই তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সন্ত্রাস দমনে ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাশ্মীর উপত্যকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা ও সহায়তার আশ্বাস

কাশ্মীরে নিহত ২৬ জন নিরীহ পর্যটকের পরিবারকে প্রধানমন্ত্রীর তরফে গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন,

“সরকার সবরকম সাহায্য করবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কোনওরকম অর্থনৈতিক সমস্যায় না পড়ে।”

এছাড়া কেন্দ্র সরকার ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দিকেও নজর দেবে বলে জানা গেছে।

বার্তা স্পষ্ট: সন্ত্রাসে সমাপ্তি না হলে প্রতিশোধ চলবেই

কাশ্মীর উপত্যকায় ক্রমাগত সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান-প্রশিক্ষিত জঙ্গি সংগঠনগুলি। কিন্তু ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রতিটি জবাব স্পষ্ট করে দিচ্ছে—

“সন্ত্রাসবাদকে কোনোভাবেই সহ্য করা হবে না, প্রত্যেক হামলার জবাব দেওয়া হবে কঠোরভাবে।”

সারসংক্ষেপ (Summary Table)

বিষয় বিবরণ
ঘটনার স্থান পহেলগাঁও (হামলা), বারামুল্লা (বদলা অভিযান)
তারিখ ১৬-১৭ এপ্রিল ২০২৫
হামলার শিকার ২৬ জন নিরীহ পর্যটক
ভারতীয় সেনার প্রতিশোধ ২ অনুপ্রবেশকারী জঙ্গি নিহত
উদ্ধার অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড, যোগাযোগ ডিভাইস
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরা, দ্রুত নিরাপত্তা বৈঠক
সরকারি আশ্বাস নিহতদের পরিবারকে সাহায্য ও প্রতিশোধের হুঁশিয়ারি

কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে সন্ত্রাসবাদীরা। কিন্তু ভারতীয় সেনা ও কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থান জানিয়ে দিচ্ছে— এই দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো আপস করবে না। সন্ত্রাসবাদী কার্যকলাপ যতই পরিকল্পিত হোক না কেন, ভারত তার প্রতিটি জবাব দেবে শক্ত হাতে। নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।

অবশ্যই দেখবেন: Pahalgam: পাক সেনার প্রিয়পাত্র সইফুল্লা কসৌরি! পাহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা কসৌরি কে?

 

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More