Indian Railway: বড় ধাক্কা যাত্রীদের! শিয়ালদহ ডিভিশনের এতগুলো ট্রেন বাতিল, দেখুন আজ কোন কোন ট্রেন বন্ধ

কলকাতা: আবারও বিভ্রান্তিতে সাধারণ যাত্রী। যারা প্রতিদিন রেলপথে (Indian Railway) যাতায়াত করেন তাদের জন্য সকাল সকাল খারাপ খবর। রক্ষণাবেক্ষণ কাজের জেরে শিয়ালদহ এবং বিধান নগর রোড স্টেশনের মধ্যে ০১ নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে ২৪০ মিনিট (০৯.০৯.২০২৫ তারিখ ২৩:৩০ ঘন্টা থেকে ১০.০৯.২০২৫ তারিখ ০৩:৩০ ঘন্টা পর্যন্ত) ট্রাফিক ব্লক এবং বিদ্যুৎ ...

Updated on:

Indian Railway

কলকাতা: আবারও বিভ্রান্তিতে সাধারণ যাত্রী। যারা প্রতিদিন রেলপথে (Indian Railway) যাতায়াত করেন তাদের জন্য সকাল সকাল খারাপ খবর। রক্ষণাবেক্ষণ কাজের জেরে শিয়ালদহ এবং বিধান নগর রোড স্টেশনের মধ্যে ০১ নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে ২৪০ মিনিট (০৯.০৯.২০২৫ তারিখ ২৩:৩০ ঘন্টা থেকে ১০.০৯.২০২৫ তারিখ ০৩:৩০ ঘন্টা পর্যন্ত) ট্রাফিক ব্লক এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়েছে। সেই কারণেই ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে।

০৯.০৯.২০২৫ তারিখে ট্রেন বাতিল:

32249 শিয়ালদহ – ডানকুনি লোকাল

32252 ডানকুনি – শিয়ালদহ

31447 শিয়ালদহ – নৈহাটি লোকাল

31450 নৈহাটি – শিয়ালদহ লোকাল

ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ:

৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকাল ট্রেনটি ০৯.০৯.২০২৫ তারিখে ব্যারাকপুর পর্যন্ত যাবে। ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকালটি ১০.০৯.২০২৫ তারিখে ব্যারাকপুর থেকে ছেড়ে যাবে।

এছাড়াও ১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস (০৯.০৯.২০২৫ তারিখে শুরু হওয়া যাত্রা) ৯০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

পুজোর আগে সমস্ত রেললাইনের কাজ সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে রেল কর্তৃপক্ষ। তাই জন্যই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ। পূজোর সময় যাতে যাত্রীদের কোন রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবশ্যই দেখবেন: Bank of Baroda FD: ব্যাঙ্ক অফ বরোদার নতুন FD স্কিমে চমক! ১ লক্ষে পাবেন ২৩,৫০৮ টাকা লাভ

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon