Ekchokho.com 🇮🇳

Indian Railways New Rules: এবার আর স্টেশনে ঢুকতে পারবেন না বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজন; রেলের নয়া নিয়মে অসন্তোষ দেশ জুড়ে !!

Indian Railways New Rules: যাত্রীদের উন্নত পরিষেবা দিতে বিভিন্ন সময়ে নানান নিয়ম চালু করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। এবার স্টেশনে ভিড় কমাতে এক নয়া নিয়ম চালু করা হয়েছে রেল কর্তৃপক্ষের (Indian Railways New Rules) তরফে। স্টেশনে ভিড় এড়াতে বুম ব্যারিয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর অর্থ হলো ...

Published on:

Indian Railways New Rules

Indian Railways New Rules: যাত্রীদের উন্নত পরিষেবা দিতে বিভিন্ন সময়ে নানান নিয়ম চালু করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। এবার স্টেশনে ভিড় কমাতে এক নয়া নিয়ম চালু করা হয়েছে রেল কর্তৃপক্ষের (Indian Railways New Rules) তরফে। স্টেশনে ভিড় এড়াতে বুম ব্যারিয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর অর্থ হলো এখন থেকে আর আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব কেউ স্টেশনে ছাড়তে যেতে পারবেন না। এই বুম ব্যারিয়ার স্থাপনের লক্ষ হলো দিনের ব্যস্ত সময়গুলিতে স্টেশনের ভিড় কমানো।

জানুন, হঠাৎ কেন এই পরিবর্তন করা হলো?

অতিমারির পর, ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করা হলেও, তা সঠিকভাবে ফলপ্রসূ হয়নি। আর ঠিক সেই কারণে ভিড় কমানোর জন্য তারা লোকেদের সম্পূর্ণরূপে স্টেশনে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনও স্টেশনে দিনে ১৫,০০০ এর বেশি লোক থাকে, তবে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য একটি বুম ব্যারিয়ার স্থাপন করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানুন, কীভাবে এই বুম ব্যারিয়ারগুলি কাজ করবে?

বুম ব্যারিয়ারগুলি কেবলমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেবে। এই টিকিটে থাকবে একটি QR কোড। যা অতিরিক্ত ভিড় কমাতে সাহায্য করবে। এটি বিশ্বমানের এবং অমৃত ভারত প্রকল্পের অংশ। দেশব্যাপী স্টেশনগুলির মান উন্নত করতে এবং যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে সাহায্য করবে এই সিস্টেমটি।

জেনে নিন, কোথায় বুম ব্যারিয়ার স্থাপন করা হবে?

ভারতের মোট ৩৯টি ব্যস্ত স্টেশনে এই বুম ব্যারিয়ারগুলি থাকবে। এই স্টেশনের তালিকায় রয়েছে হাওড়া এবং শিয়ালদহও। যদিও হাওড়া বিভাগ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আদেশ পায়নি। বর্তমানে, পাঞ্জাবের মাহালি, চণ্ডীগড় এবং আম্বালা স্টেশনে এই পাইলট প্রকল্পটি পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষাটি কাজ করলে ভবিষ্যতে এটি আরও স্টেশনে ব্যবহৃত হবে।

আপাতত নতুন এই সিস্টেমটি পরীক্ষাধীন। কয়েকটি স্টেশনে এর পাইলট পরীক্ষার পর এটি সফলভাবে কাজ করলে, তবে এটি দেশব্যাপী অন্যান্য ব্যস্ত স্টেশনগুলিতে ব্যবহার করা হবে। তবে ভিড় কমাতে এমন পরিকল্পনা তৈরিতে অনেকেই অসন্তুষ্ট।

আরও পড়ুন। Fixed Deposit: SBI নাকি PNB? ১ লাখ টাকার FD করলে কোথায় বেশি লাভ, জানলে চমকে যাবেন!