কলকাতা: সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক সুব্যবস্থা নিয়ে আসছে ভারতীয় রেল (Indian Railways)। যাতে সাধারন মানুষেরা সুন্দরভাবে রেলপথে যাতায়াত করতে পারে তাই জন্য এ ব্যবস্থা। আমাদের দেশের একটা বিরাট অংশ প্রতিদিনই যাতায়াতের মাধ্যমে হিসেবে রেলপথকেই বেছে নেয়। সে ক্ষেত্রে প্রতিদিনই ভারতীয় রেলে নতুন নতুন সংযোজন করা হচ্ছে। তাই সম্প্রতি সাধারণ মানুষের কথা ভেবে টিকিট বুকিং এর ক্ষেত্রে নিয়ে আসা হলো বিরাট বড় পরিবর্তন।
এই নতুন নিয়মে রাজ্যের টিকিট কাটার জন্য বড় পরিবর্তন আনা হয়েছে। এই নিয়মে যাত্রীদের আর নতুন করে ভোগান্তি হবে না। কিন্তু কি সেই নিয়ম চলুন জেনে নেওয়া যাক দেশের রেল সরকার নতুনকরে সাধারণ মানুষের জন্য কি নিয়ম চালু করল।
রেলের টিকিট বুকিং এর নতুন নিয়ম:
রেল সূত্রে খবর অনুযায়ী (Indian Railways), এমার্জেন্সি কোটার অধীনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড় বদল আনা হয়েছে। নতুন নিয়ম হিসেবে শেষ মুহূর্তে নয়, এমার্জেন্সি কোটায় কেউ সফর করবে কিনা তা বাধ্যতামূলক ভাবে আগে থেকেই জানাতে হবে। টিকিট চাইলে সফরের অন্তত একদিন আগে জানাতেই হবে। সকল যাত্রীদের সুবিদার্থে ট্রেন ছাড়ার ২ ঘন্টা আগে নয়, বরং ৮ ঘন্টা আগে রেলের যাত্রী তালিকা চূড়ান্ত করে ফেলা হচ্ছে।
রেলের (Indian Railways) নতুন নিয়ম অনুযায়ী, কোনও ট্রেন যদি রাত ১২ টা থেকে দুপুর ২ টোর মধ্যে ছাড়ে তাহলে সেক্ষেত্রে এমার্জেন্সি কোটায় টিকিট চাইলে ট্রেন ছাড়ার আগের দিন দুপুর ১২ টার আগে যাত্রীদের জানাতে হবে। আবার কোনও ট্রেন দুপুর ২ টো থেকে রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে ছাড়লে বিকেল ৪ টের মধ্যে জানাতে হবে। কিন্তু যদি কখনও যাওয়ার আগের দিন ছুটির দিন থাকলে তার আগের দিন ওয়ার্কিং আওয়ারের মধ্যে আবেদন করতে হবে।
অবশ্যই দেখবেন: দুর্গা পূজা ২০২৫: মহা উৎসবের ইতিহাস, রীতি ও পূর্ণ বিবরণ মিস করবেন না!
এই ধরনের এমার্জেন্সি কোটায় মূলত রেলকর্মী, ভিআইপি বা মেডিকেল এমার্জেন্সির যাত্রীরা সফর করে থাকেন। কিন্তু অনেকদিন ধরেই অভিযোগ আসছে এই কোটার দেদারে অপব্যবহার চলছে। রেলের (Indian Railways) তরফে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এমার্জেন্সি কোটার আর যেন অপব্যবহার না করা হয়।
অবশ্যই দেখবেন: Independence Day গৌরবময় ইতিহাস ও তাৎপর্য – জানুন 2025 সালে ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে সবকিছু
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |