Donald Trump: ভারতের বাজারে দাম বাড়তে পারে আইফোনের? ট্রাম্পের কড়া বার্তার পরই বাড়ছে আশঙ্কা! 

Donald Trump: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির আবহেই অ্যাপেলের সিইও (Apple CEO) টিম কুককে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, চিনে যতখুশি পণ্য উৎপাদন করুক অ্যাপেল তবে ভারতে উৎপাদন বন্ধ করা হোক। তাঁর কথায়, ভারত নিজেদের দিকটা নিজেরাই দেখে নিতে পারবে। বৃহস্পতিবার দোহায় নিজে এই কথা জানিয়েছেন ট্রাম্প। কী জানিয়েছেন ...

Updated on:

Donald Trump: ভারতের বাজারে দাম বাড়তে পারে আইফোনের? ট্রাম্পের কড়া বার্তার পরই বাড়ছে আশঙ্কা! 

Donald Trump: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির আবহেই অ্যাপেলের সিইও (Apple CEO) টিম কুককে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, চিনে যতখুশি পণ্য উৎপাদন করুক অ্যাপেল তবে ভারতে উৎপাদন বন্ধ করা হোক। তাঁর কথায়, ভারত নিজেদের দিকটা নিজেরাই দেখে নিতে পারবে। বৃহস্পতিবার দোহায় নিজে এই কথা জানিয়েছেন ট্রাম্প।

কী জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? 

ট্রাম্প অ্যাপেলের সিইওকে জানিয়েছেন, ভারতে অ্যাপেলের সামগ্রী তৈরির প্রয়োজন নেই। তিনি বলেন, ‘অ্যাপেল সারা ভারতে নির্মাণ করছে। আমি টিমকে বলেছি, ভারতে আপনারা যে সংস্থা তৈরি করেছেন, তাতে আমরা আগ্রহী নই।’ ভারত নিজেরাই নিজেদের বিষয়ে যত্ন নিতে পারবে, এবং নিজেদের বিষয়ে উদ্যোগী হতে পারবে বলে জানিয়েছেন তিনি। বুধবার অ্যাপেল কর্ণধার টিম কুকের সঙ্গে এমনটাই কথা হয় ট্রাম্পের।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পর, এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতানুযায়ী, ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হওয়ার অর্থ, ভারত থেকে সরে যাবে অ্যাপেলের সংস্থা। তাতে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড যেগুলি অ্যাপেল সংস্থা ভারতে প্রস্তুত করে সেগুলি আর এদেশে প্রস্তুত হবে না। বদলে বাইরের দেশ থেকে আমদানি করতে হবে। ফলস্বরূপ ভারতে এগুলির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, বৃহস্পতিবার ট্রাম্প জানান, ভারত নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব দিয়েছিল আমেরিকাকে।

Read More: ব্যাঙ্কে 1 টাকা না থাকলেও UPI পেমেন্ট সম্ভব: NPCI-এর নতুন ক্রেডিট লাইন চালু

গত অর্থবছরের ১২ মাসে ভারতে সংস্থার অ্যাসেম্বলি লাইন ২২ বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন তৈরি করেছে। মার্কিন-ভিত্তিক এই সংস্থা আগের বছরের তুলনায় ভারতে ৬০ শতাংশ বেশি আইফোন তৈরি করেছে।

উল্লেখ্য, চিনের কঠোর শুল্কনীতি এড়িয়ে চলার জন্য সেদেশ থেকে নিজেদের ব্যবসা সরিয়ে আনার পরিকল্পনা করেছিল অ্যাপেল। আর তাই কারখানা তৈরি-সহ অন্যান্য নানা কারণের জন্য টিম কুকদের প্রথম পছন্দ ছিল ভারত। এখানেই বড়মাত্রায় পণ্য উৎপাদনের কথা ভাবছে এই টেক সংস্থাটি। ভবিষ্যতে সেই লক্ষ্যে এগানোর জন্য বিপুল সংখ্যক ভারতীয়কে নিয়োগের কথাও ভাবছে এই সংস্থা। কিন্তু ট্রাম্পের আপত্তি সত্ত্বেও কি আর এগোবে অ্যাপেল? সেই প্রশ্ন এখন ভবিষ্যতের গর্ভে।

Read More: e-commerce Site Selling Pakistan Flag: ই-কমার্স সাইটগুলিতে দেদার বিক্রি পাকিস্তানের পতাকা! বন্ধের মুখে ফ্লিপকার্ট, আমাজনের ব্যবসা! নোটিশ কেন্দ্রের 

WhatsApp Icon