Jeff Bezos: ৫৫ বছরের বান্ধবীর সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে ৬০ বছর বয়সী জেফ বেজোস

Jeff Bezos: এরকমই একটি ঘটনার সাক্ষী থাকতে চলেছে আমেরিকা। জানা যাচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ৬০ বছর বয়সী জেফ বেজোস বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন খুব শীঘ্রই। ৮ বছরের দীর্ঘ সম্পর্কের পর ৫৫ বছর বয়সী বান্ধবী লরেন সানচেজের সাথে বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন বেজোস। যদিও এটি বেজোসের প্রথম বিবাহ নয়। তবে এই “স্বল্প ...

Published on:

Jeff Bezos

Jeff Bezos: এরকমই একটি ঘটনার সাক্ষী থাকতে চলেছে আমেরিকা। জানা যাচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ৬০ বছর বয়সী জেফ বেজোস বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন খুব শীঘ্রই। ৮ বছরের দীর্ঘ সম্পর্কের পর ৫৫ বছর বয়সী বান্ধবী লরেন সানচেজের সাথে বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন বেজোস। যদিও এটি বেজোসের প্রথম বিবাহ নয়। তবে এই “স্বল্প বয়সী” জুটিকে একাধিকবার প্রেমে হাবুডুবু খেতে দেখা গেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত বছর ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে বেজোস তাঁর প্রেমিকাকে একটি গোলাপী হীরের আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন যার মূল্য ২১ কোটি ১১লক্ষ টাকা। জানা যায় হিরেটি ২০ ক্যারেটের। সূত্রের খবর আসন্ন বড় দিনের দিন ঘনিষ্ঠদের নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। সূত্রের খবর আমেরিকার কলোরাডোর আসপেনে এই বিয়ের আসর বসতে চলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এটি মধ্যেই বাগদান সারা হয়েছে। জানা যাচ্ছে দুই হাজার কোটি টাকার ব্যয়বহুল প্রমোদতরী করুতে আংটি বদল করেন এই জুটি। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল গেটস, লিওনার্দো দি ক্যপ্রিকো, জর্ডনের রানি ছাড়াও আরো উল্ল্যেখযোগ্য কিছু অতিথি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই বহুল চর্চিত প্রেমিক প্রেমিকা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের প্রেমের সমীকরণ নিয়ে খুশি বলেই জানিয়েছেন। দুজনেরই জীবনে এসেছে একাধিক সম্পর্ক তবে ৫৫ – ৬০ বছরে এসে বিয়ের পিঁড়িতে বসে জীবন উপভোগ করতে চাইছেন দুজনেই। জানা যায় ২০১৬ সাল থেকে পরিচয় এই জুটির। ক্রমে ঘনিষ্ঠতায় রূপ নেয় প্রেম। তবে এই প্রথম নয় একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লরেনও! জানা যাচ্ছে তিনি তিন সন্তানের মা। অন্যদিকে বেজোসও এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাঁরও রয়েছে তিন সন্তান। জানা যাচ্ছে বিয়ের আগে থেকেই এই জুটি একটি চুক্তি পত্র সাক্ষর করে রেখেছে যেখানে বিয়ে না টিকলে মোটা টাকা খোরপোষ পাবে লরেন!

আরও পড়ুন: Ajker Rashifal 19 November: সিদ্ধি ও পঞ্চম যোগে ভাগ্যের চাকা ঘুরে যাবে পাঁচ রাশির! জেনে নিন আজকের রাশিফল