Jio Rs 999 Plan: ক্রমাগত বাড়তে থাকা ট্যারিফ প্ল্যান নিয়ে কার্যত বিপর্যস্ত সকলেই। সব সংস্থা গুলোই গত কয়েক বছরে প্রায় দ্বিগুণেরও বেশি মূল্য বৃদ্ধি করেছে ট্যারিফ প্ল্যানের উপর। ফলে গ্রাহকদের মধ্যে অসন্তুষ্ট মনোভাব চোখে পড়েছে সংস্থাগুলির। যার জন্য ৩০ লক্ষেরও বেশি গ্রাহক সম্প্রতি বিএসএনএল সংস্থার সাথে যুক্ত হয়েছে। ফলে গ্রাহক ধরে রাখতে একাধিক চিত্তাকর্ষক প্ল্যান এবং অফারের সুযোগ দিচ্ছে প্রায় সব টেলিকলিং সংস্থা। এবার জিওর পক্ষ থেকে সামনে এলো এক ধামাকাদার প্ল্যান।
Jio Rs 999 Plan
Read More:Jio Recharge Plan : আজ রিচার্জ করলেই প্রায় দু’বছর নিশ্চিন্তে চলবে সিম! জিও-র নতুন অফার ঘিরে হইচই !
জিওর (Jio) তরফে আনা হয়েছে ৯৯৯ টাকার একটি চমৎকার প্ল্যান। যার ৯৮ দিনের একটা লম্বা ভ্যালিডিটি থাকবে। অর্থাৎ ৯৮ দিনের দীর্ঘ ভ্যালিডিটি হওয়ার জন্য তিন মাস পর্যন্ত বারবার রিচার্জের সমস্যা থাকেনা। সঙ্গে থাকছে একাধিক সুবিধা। এর পরিষেবা নিতে বাড়তি কোনো চার্জ ছাড়াই দিনের যেকোনো সময় যেকোনো নেটওয়ার্কের নাম্বারে। সাথে প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ তিন মাসে মোট ১৯৬জিবি ডেটার সুবিধা উপভোগ করা যাবে।
সাথে সাথে মিলবে ভারতের দ্রুততম ইন্টারনেট পরিষেবা অর্থাৎ 5G পরিষেবা। তবে এর জন্য গ্রাহককে অবশ্যই 5G পরিষেবা যুক্ত অঞ্চলে বসবাস করতে হবে। সঙ্গে থাকবে ফ্রি কলিংয়ের সুবিধাও। এছাড়া প্রতিদিন 100টি বিনামূল্যে SMS পরিষেবায় কথাও জানানো হয়েছে সংস্থার তরফে।
Jio Rs 999 Recharge Plan
Read More: ৪৮ টাকা থেকে শুরু Jio-র নতুন ধামাকা! সেরা ৫টি ইন্টারনেট প্ল্যান জেনে নিন এক ক্লিকে
ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা জিওর এই নতুন ৯৯৮ টাকার প্ল্যানের সব থেকে বেশি আকর্ষণীয় সুযোগ থাকছে অনলাইন টিভি সিরিয়াল বা সিনেমা উপভোগ করতে পারে এমন গ্রাহকদের জন্য। থাকছে রিলায়েন্সের জিও সিনেমা ও জিও টিভির সাবস্ক্রিপশন। ফলে গ্রাহকরা সহজেই এইসব OTT প্ল্যাটফর্মের মাধ্যমে সিনেমা থেকে ওয়েব সিরিজ সব কিছুই উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: Jeff Bezos: ৫৫ বছরের বান্ধবীর সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে ৬০ বছর বয়সী জেফ বেজোস





