Jio Voice only Plan: বর্তমান বাজারে থাকা বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির মধ্যে গ্রাহক সংখ্যার নিরিখে উচ্চ শিখরে রয়েছে রিলায়েন্স জিও (Jio)। হাইস্পিড ইন্টারনেট থেকে শুরু করে আনলিমিটেড কলিং-এর সুবিধার জন্য আজও গ্রাহকদের মধ্যে সেরার সেরা হয়ে রয়েছে এই সংস্থা। তবে গত জুলাইতে নামিদামি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করায় অনেক গ্রাহকই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ তাদের নম্বর পোর্ট করিয়েছেন।
অনেকে নতুন সিমও কিনেছেন। তবে নিজের গ্রাহক সংখ্যা ধরে রাখতে একের পর এক নতুন রিচার্জ প্ল্যান আনছে এই সংস্থা। এবার গ্রাহকদের জন্য নতুন প্রিপেইড প্ল্যান (Pre-paid Plan) চালু করেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর হিসাবে এই সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নির্দেশিকা অনুযায়ী নতুন ভয়েস এবং এসএমএস-অনলি প্রিপেইড প্ল্যান চালু করেছে। যার কারণে বেশ খুশি হয়েছেন গ্রাহকরা।
এই প্ল্যানগুলি গ্রাহকদের শুধুমাত্র ভয়েস এবং এসএমএস পরিষেবার প্রদানের জন্য লঞ্চ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের বয়স্ক ও সাধারণ মানুষদের জন্য নতুন এই প্ল্যান বিশেষ উপকারি হতে পারে।
Read More: ফার্নিচার তছনছ করছে উইপোকা? ঘরেই আছে মাত্র ২ টাকার জাদু টোটকা, বর্ষায় মিলবে ১০০% সমাধান!
জিও ভয়েস-অনলি প্ল্যান (Jio Voice only Plan for Customers):
রিলায়েন্স জিও (Jio) তার ‘ভ্যালু’ বিভাগের অধীনে দুইটি নতুন প্রিপেইড প্ল্যান (Pre-paid Plan) শুরু করেছে। প্ল্যানদুটি সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
জিওর ৪৫৮ টাকার ভয়েস-অনলি প্ল্যান (Voice Only Plan Rupees 458):
এই প্ল্যানটির মূল্য মাত্র ৪৫৮ টাকা। প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন।
প্ল্যানের সুবিধা:
জিওর নতুন এই প্ল্যানটির দ্বারা গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং সারাদিনে ১,০০০ এসএমএস- এর সুবিধা পাবেন। এছাড়া JioTV, JioCinema (নন-প্রিমিয়াম) এবং JioCloud এর মতো Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস মিলবে গ্রাহকদের। নতুন এই প্ল্যানটি জিওর ৪৭৯ টাকার প্ল্যানের তুলনায় ২১ টাকা সস্তা, কিন্তু এই প্ল্যানে গ্রাহকরা ডেটার সুবিধা পাবেন না। মূল প্ল্যানে ৬ জিবি ডেটা থাকলেও বর্তমানে তা সরিয়ে ফেলা হয়েছে।
Read More: রাজ্যে ফের দুর্যোগ, ৯ জেলায় কমলা সতর্কতা জারি! আগামী ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে, সমুদ্রে নিষেধাজ্ঞা জারি!
জিওর ১,৯৫৮ টাকার ভয়েস-অনলি প্ল্যান (Voice Only Plan Rupees 1958):
জিও-এর এই প্ল্যানটির মূল্য ১,৯৫৮ টাকা। প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন অর্থাৎ ১ বছর।
প্ল্যানটির সুবিধা:
জিওর এই প্ল্যানটির দ্বারা গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে ৩,৬০০টি এসএমএসের সুবিধা উপভোগ করবে। শুধু তাই নয় এর পাশাপাশি জিওটিভি, জিওসিনেমা (প্রিমিয়াম নয়) এবং জিওক্লাউডের মতো জিও অ্যাপগুলিতে অ্যাক্সেস পাবেন গ্রাহকরা।
তবে এই প্ল্যানটি পূর্ব মূল্য ১,৮৯৯ টাকার তুলনায় ৫৯ টাকা বৃদ্ধি পেয়েছে। প্ল্যানটির মেয়াদ ২৯ দিন বাড়ানো হলেও ৬ জিবি ডেটা কম্পোনেন্ট সরিয়ে ফেলা হয়েছে। আগের প্ল্যানে ৬ জিবি ডেটার সঙ্গে ৬৪ কেবিপিএসে আনলিমিটেড ডেটাও অন্তর্ভুক্ত ছিল, যা নতুন অফারে আর উপলব্ধ নেই।
Read More: গণেশ ঠাকুরের কৃপায় ভাগ্য খুলছে ৩ রাশির! আজকের রাশিফল, ১৬ জুলাই
সস্তার একটি প্ল্যান বন্ধ করেছে জিও:
জিও ১৮৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে, যেখানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে ৩০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা পেত। বর্তমানে জিওর মাত্র দু’টি ভয়েস এবং এসএমএস- প্ল্যান উপলব্ধ রয়েছে কোনও ডেটা সুবিধা ছাড়াই। অতিরিক্ত ডেটা চাইলে গ্রাহকদের জিও থেকে অন্য ডেটা প্যাক নিতে হবে।
আরও পড়ুন: E10 Bullet Train: যাত্রার সময় কমবে আরও কম! ভারত, জাপানে একইসঙ্গে ছুটবে হাইস্পিড বুলেট ট্রেন