Jio Recharge Plan : প্রতিমাসে রিচার্জের (Monthly Recharge) চিন্তায় আপনি কি বিরক্ত? কাজের মাঝে ডেটা শেষ হয়ে যাওয়া, হঠাৎ করে সিম বন্ধ হয়ে যাওয়া, আবার তাড়াতাড়ি দোকানে দৌড়ে গিয়ে রিচার্জ করানো — এই সমস্ত ঝামেলা প্রায় সকল মোবাইল ব্যবহারকারীর জীবনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে যাঁরা অফিস বা পড়াশোনার কাজে প্রতিদিন মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য মাসিক রিচার্জ কখনও কখনও বিড়ম্বনার বিষয় হয়ে দাঁড়ায়।
দীর্ঘমেয়াদী প্ল্যানই কি হতে পারে সমাধান? (Long-Term Jio Recharge Solution)
এমন পরিস্থিতিতে সকলেই খোঁজেন এমন একটি সমাধান, যা একবার রিচার্জ করলেই দীর্ঘ সময় ধরে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে মোবাইল পরিষেবা। অতিরিক্ত খরচ নয়, বরং একটু বুদ্ধি করে একবার রিচার্জ করে সারা বছরের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার এই চাহিদাকে মাথায় রেখেই বহু টেলিকম সংস্থা দীর্ঘমেয়াদি প্ল্যান (Long-Term Plan) নিয়ে আসে। আর এবার সেই তালিকায় ধামাকা অফার নিয়ে আবারও শীর্ষে উঠে এল রিলায়েন্স জিও (Reliance Jio)।
Read More: মিস্টার ইন্ডিয়া’ নয়, এই জনপ্রিয় ছবিগুলোতেও ছিল আফতাবের ছোটবেলার ম্যাজিক!
মাত্র ৩৫৯৯ টাকায় মিলছে পুরো বছরের পরিষেবা (Jio 365 Days Recharge Plan)
জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান (Jio 365 Days Plan)। এর মূল্য মাত্র ৩৫৯৯ টাকা। এই প্ল্যানে একবার রিচার্জ করলেই সারা বছর অর্থাৎ পুরো ১২ মাস ফোন পরিষেবা চালু থাকবে। শুধু তাই নয়, আগামী ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত (2026 July Validity) একটিও অতিরিক্ত রিচার্জ না করেও মোবাইল সিম অ্যাক্টিভ থাকবে। এত কম খরচে এতদিনের পরিষেবা নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে এখানেই শেষ নয়, এই প্ল্যানে থাকছে আরও নানা চমক।
প্রতিদিন মিলবে মোটা ডেটা ও কল ফ্রি (Jio Recharge Plan with Daily Data and Unlimited Call)
এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ২.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট (High-Speed Data 2.5GB Per Day)। অর্থাৎ মাসে প্রায় ৭৫ জিবির বেশি ডেটা পাওয়া যাবে এই অফারে। ডেটা লিমিট শেষ হলেও ইন্টারনেট চলবে ৬৪ kbps গতিতে। পাশাপাশি, দেশের যেকোনো মোবাইল ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল (Unlimited Call) করার সুযোগও থাকছে। সঙ্গে প্রতিদিন মিলবে ১০০টি ফ্রি এসএমএস (Free SMS Daily)। আর যারা ৫জি ফোন ব্যবহার করছেন, তাঁদের জন্য থাকছে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধা (Unlimited 5G Data)।
Read More: New Auto Bus Route: আর ঠেলতে হবে না বাস, ট্রামের ভিড়; কলকাতায় নতুন অটো ও বাস রুটের সূচনা সরকারের
বিনামূল্যে হটস্টার সাবস্ক্রিপশন সহ আরও সুবিধা (Jio Recharge Plan with Free Hotstar and Entertainment Benefits)
এই প্ল্যানে শুধু ডেটা আর কল নয়, বিনোদনের দুনিয়াও একদম ফ্রি! মিলছে ৯০ দিনের JioCinema ও JioHotstar Premium সাবস্ক্রিপশন (Free Hotstar Premium Subscription), যার মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবেন IPL, জনপ্রিয় ওয়েব সিরিজ, সিনেমা এবং লাইভ খেলা একদম বিনামূল্যে। সব মিলিয়ে বলা যায়, যারা রোজ ইন্টারনেট ব্যবহার করেন এবং প্রতি মাসে রিচার্জ করতে চান না, তাঁদের জন্য এটি একটি পারফেক্ট সল্যুশন (Perfect Recharge Solution)। কল, ডেটা, SMS, এবং বিনোদন – সবই এক প্ল্যানে। শুধু এখনই রিচার্জ করুন ৩৫৯৯ টাকায়, আর ২০২৬ সালের জুলাই পর্যন্ত নিশ্চিন্তে থাকুন রিচার্জের ঝামেলা ছাড়াই।
Read More: গণেশজির কৃপায় সুখ-সমৃদ্ধিতে ভরবে এই রাশির মানুষের জীবন! আজকের রাশিফল, ২৫ জুন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |