জিওর দারুণ প্ল্যান! ৮৯৫ টাকায় প্রায় ১ বছরের ভ্যালিডিটি সহ একগুচ্ছ ফিচার

প্রতি মাসে ফোন রিচার্জের চিন্তা যেন পিছু ছাড়তেই চায় না! মাস শেষ হতে না হতেই মোবাইলে মেসেজ আসে- ‘রিচার্জ করুন, না হলে পরিষেবা বন্ধ হয়ে যাবে’। আর তখনই শুরু হয় নতুন করে টাকা জোগাড়ের তাগিদ। বিশেষ করে যারা গ্রামীণ বা নিম্ন আয়ের শ্রেণিতে পড়েন, তাঁদের জন্য প্রতি মাসে মোবাইলের (Jio) ...

Updated on:

জিওর দারুণ প্ল্যান! ৮৯৫ টাকায় প্রায় ১ বছরের ভ্যালিডিটি সহ একগুচ্ছ ফিচার

প্রতি মাসে ফোন রিচার্জের চিন্তা যেন পিছু ছাড়তেই চায় না! মাস শেষ হতে না হতেই মোবাইলে মেসেজ আসে- ‘রিচার্জ করুন, না হলে পরিষেবা বন্ধ হয়ে যাবে’। আর তখনই শুরু হয় নতুন করে টাকা জোগাড়ের তাগিদ। বিশেষ করে যারা গ্রামীণ বা নিম্ন আয়ের শ্রেণিতে পড়েন, তাঁদের জন্য প্রতি মাসে মোবাইলের (Jio) খরচটা একেবারে বাড়তি বোঝার মতোই। এই পরিস্থিতিতে যদি এমন কোনও রিচার্জ প্ল্যান (Recharge Plan) থাকে যা প্রায় পুরো বছরের জন্য নিশ্চিন্ত করে দেয়, তাহলে কেমন হয় বলুন? ফোনে কথা বলা, ন্যূনতম ইন্টারনেট ব্যবহার ও SMS সুবিধা— সবই এক প্ল্যানে পাওয়া যাবে। আর প্রতি মাসে টাকা খরচের চিন্তা থেকে মুক্তি। ঠিক এমনই একটা সুযোগ এখন হাজির।

Related: হলুদ লাইন পেরোলেই বিপদ! আজ পর্যন্ত কতজনকে দিতে হল জরিমানা, জানুন বিস্তারিত

দীর্ঘমেয়াদী জিও রিচার্জে মিলছে স্বস্তি (Long Term Recharge Plan)

আজকের দুনিয়ায় যেখানে দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে, সেখানে টেলিকম পরিষেবার খরচও বাড়ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী কোনও সাশ্রয়ী প্ল্যান (Affordable Recharge Plan) খুঁজে পাওয়া যেন একপ্রকার স্বপ্নের মতো। যারা প্রতিমাসে মোবাইল প্ল্যান (Mobile Plan) রিনিউ করতে চান না বা পারেন না, তাঁদের জন্য এমন রিচার্জ প্ল্যান সত্যিই গেম চেঞ্জার। এছাড়াও, ফিচার ফোন (Feature Phone) ব্যবহারকারীদের কথা যদি বলা হয়, তাঁদের প্রয়োজন খুবই সীমিত — বেশিরভাগ ক্ষেত্রে ভয়েস কল (Voice Call), মাঝে মাঝে কিছু SMS বা ন্যূনতম ইন্টারনেট ব্যবহার। তাই তাঁদের জন্য মাসে মাসে ২০০-৩০০ টাকা খরচ করার কোনও যৌক্তিকতা নেই। এই সমস্যার সমাধান দিতেই রিলায়েন্স জিও (Reliance Jio) এক নতুন চমকপ্রদ প্ল্যান নিয়ে এল।

জিওর নতুন প্ল্যানে কী কী সুবিধা? (Jio New Recharge Plan Benefits)

এখন আসা যাক আসল খবরে। ভারতের অন্যতম প্রধান টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) বাজারে এনেছে মাত্র ৮৯৫ টাকার একটি লং টার্ম রিচার্জ প্ল্যান (Long Term Recharge Plan)। একবার রিচার্জ করলেই প্রায় পুরো ১১ মাস বা ৩৩৬ দিন পরিষেবা পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি প্রতি ২৮ দিনে ২ জিবি (2GB Data) করে মোট ২৪ জিবি ডেটা (Total 24GB Data) পাবেন। পাশাপাশি প্রতি ২৮ দিনে ৫০টি SMS এবং যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং (Unlimited Voice Call)-এর সুবিধাও পাবেন। এইভাবে ন্যূনতম প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম এই প্ল্যান, বিশেষ করে তাঁদের জন্যই উপযুক্ত, যাঁরা মোবাইলে বেশি ডেটা খরচ করেন না কিন্তু কল পরিষেবার প্রয়োজন বেশি।

Read More: কয়েক ঘণ্টার মধ্যেই ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তি?

কারা এই জিও অফার ব্যবহার করতে পারবেন? (Who Can Avail This Jio Plan)

তবে এই প্ল্যানে রিচার্জ করার আগে একটি বিষয় মাথায় রাখা জরুরি। এই প্ল্যানটি শুধুমাত্র Jio Phone বা Jio Bharat Phone (Jio Phone/Jio Bharat Phone) ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। অর্থাৎ, যদি আপনি কোনও স্মার্টফোন (Smartphone)-এ জিও সিম ব্যবহার করেন, তাহলে এই প্ল্যান আপনার জন্য নয়। যারা এখনো ফিচার ফোন (Feature Phone) ব্যবহার করেন, বিশেষ করে গ্রামীণ বা নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাঁদের জন্যই এই অফার। এদের মধ্যে অনেকেই হয়তো স্মার্টফোন কেনার মতো সামর্থ্য রাখেন না, আবার মাসে মাসে রিচার্জ করা তাঁদের পক্ষে কঠিন। তাঁদের কথা ভেবেই এই সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী প্ল্যান এনেছে জিও।

কিভাবে রিচার্জ করবেন ও কেন বেছে নেবেন জিওর এই প্ল্যান? (How To Recharge & Why Choose This Plan)

এই নতুন ৮৯৫ টাকার Jio প্ল্যান (Jio 895 Recharge Plan) রিচার্জ করতে পারবেন Jio-র অফিসিয়াল অ্যাপ (MyJio App), বিভিন্ন UPI অ্যাপ যেমন PhonePe, Google Pay, Paytm অথবা স্থানীয় রিটেলারের দোকান থেকেও।১১ মাসের জন্য মাত্র একবার রিচার্জ, এই সুবিধার সঙ্গে আনলিমিটেড কলিং, SMS ও ন্যূনতম ডেটা— সবকিছু মিলে এই প্ল্যান নিঃসন্দেহে Jio Phone বা Jio Bharat Phone ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ অফার। তাই যদি আপনার বাড়িতে বা পরিচিত মহলে কেউ এই ধরনের ফোন ব্যবহার করেন এবং দীর্ঘমেয়াদী প্ল্যান খুঁজছেন, তাহলে নিঃসন্দেহে এই অফারটি একবার বিবেচনা করতেই পারেন। সাশ্রয়ী, সুবিধাজনক এবং চিন্তামুক্ত — এই প্ল্যান এখন আপনার জন্য হাতের মুঠোয়।

ReadMore: জিও গ্রাহকদের ধাক্কা: গেমিং প্ল্যান থেকে ডেটা সুবিধা সরিয়ে নিল জিও!

WhatsApp Icon