Joy Banerjee: বাংলা চলচ্চিত্র জগত শোকস্তব্ধ। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) আর নেই। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে হাসপাতালের বেডেই জীবনের ইতি টানলেন জনপ্রিয় এই অভিনেতা।
শেষ সময়ে পাশে পরিবার
অভিনেতার শেষ সময়ে পাশে ছিলেন তাঁর মা ও দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, জয় বন্দ্যোপাধ্যায়কে গত ১৫ অগস্ট ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৭ অগস্ট তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
সহকারীর বক্তব্য: “দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি”
অভিনেতার সহকারী ছোটু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আপাতত তাঁর মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর অনুষ্ঠিত হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া।
জীবনের লড়াই শেষ করলেন জয়
বাংলা সিনেমায় নিজের অভিনয়ের মাধ্যমে জয় বন্দ্যোপাধ্যায় একসময় দর্শকদের মন জয় করেছিলেন। একাধিক ছবিতে নায়ক থেকে চরিত্রাভিনেতা—সব ভূমিকাতেই সমান দক্ষতার পরিচয় দেন তিনি। তাঁর মৃত্যুতে শুধু পরিবারের সদস্যরাই নয়, গোটা টলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
অন্ত্যেষ্টিক্রিয়া ও বিদায়ের প্রস্তুতি
হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপর চার ঘণ্টা পর সম্পন্ন হবে জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) অন্ত্যেষ্টিক্রিয়া। অভিনেতার মৃত্যুর খবরে ভক্ত থেকে সহকর্মী—সকলের চোখে জল।
বাংলা সিনেমার এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটলো জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) প্রয়াণে। দীর্ঘদিনের অসুস্থতা শেষে অবশেষে তিনি পরপারে যাত্রা করলেন। ভক্তরা আজ স্মরণ করছেন তাঁর অভিনয়জীবনের সোনালি মুহূর্তগুলো।
অবশ্যই দেখবেন: ভোর থেকে রাত পর্যন্ত মেট্রো চলাচল! রইল ইস্ট-ওয়েস্ট, এয়ারপোর্ট ও বেলেঘাটা লাইনের নতুন টাইমটেবিল