Kaushiki Amavasya 2025: ভাদ্র মাসে কবে পালিত হচ্ছে কৌশিকী আমাবস্যা? কখন থাকতে শুভ সময় জেনে নিন বিস্তারিত!

কলকাতা: প্রতিবছরই ভাদ্র মাসের অমাবস্যা তিথি প্রত্যেক ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়। এই তিথিটিই হিন্দুদের কাছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2025) নামে বিশেষ পরিচিত। পুরাণ মতে, এই দিনে দেবী কৌশিকী অসুর শম্ভু এবং নিশম্ভুকে বধ করে তিনলোকে শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাই কৌশিকী অমাবস্যা শুধুমাত্র কোনো তিথি নয়, বরং শুভশক্তি জাগরণের ...

Updated on:

Kaushiki Amavasya 2025

কলকাতা: প্রতিবছরই ভাদ্র মাসের অমাবস্যা তিথি প্রত্যেক ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়। এই তিথিটিই হিন্দুদের কাছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2025) নামে বিশেষ পরিচিত। পুরাণ মতে, এই দিনে দেবী কৌশিকী অসুর শম্ভু এবং নিশম্ভুকে বধ করে তিনলোকে শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাই কৌশিকী অমাবস্যা শুধুমাত্র কোনো তিথি নয়, বরং শুভশক্তি জাগরণের দিন। আর এই দিনটিকে ভক্তিভরে পালন করলে অশুভ শক্তির বিনাশ হয় ও ঘরে সুখ-শান্তি ফেরে।

Kaushiki Amavasya 2025
Kaushiki Amavasya 2025

দেবী কৌশিকীর আবির্ভাবের কাহিনী

পুরাণে কথিত রয়েছে যে, শম্ভু এবং নিশম্ভু অসুর ভগবান ব্রহ্মার বর পেয়ে অপরাজেয় হয়ে উঠেছিল। তাদের অত্যাচারে দেবতারা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েন। তখন দেবী পার্বতী নিজের দেহকোষ থেকেই এক ভয়ংকর শক্তির জন্ম দেয়। হ্যাঁ, সেই শক্তিই হলেন দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যার দিনে তিনি অসুর দমন করে ধর্ম এবং শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আর সে কারণেই এই দিনটি কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2025) নামে পরিচিত।

২০২৫ সালের কৌশিকী অমাবস্যা কত তারিখে পড়েছে?

পঞ্জিকা অনুসারে, চলতি বছর ২০২৫ সালের পরপর দুইদিন কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2025) পরছে ২২ এবং ২৩ আগস্ট। কৌশিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২২ আগস্ট, শুক্রবার সকাল ১১:৫৮ মিনিটে, নিশি পালন হবে ২২ আগস্ট, শুক্রবার রাতে। পাশাপাশি তিথি শেষ হচ্ছে ২৩ আগস্ট, শনিবার দুপুর ১১:৩৭ মিনিটে। অতএব এই দুটি দিন ভক্তদের জন্য অত্যন্ত শুভ সময়।

তন্ত্রশাস্ত্র বলছে, কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2025) দিনে মন্ত্র জপ, পূজা বা সাধনা করলে জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। পাশাপাশি শুভ শক্তির প্রভাব বাড়ে। সাধকরা বলছে, এই দিন যদি ভক্তি ভরে সাধনা করা হয়, তাহলে সাধারণ দিনের তুলনায় আরো বেশি ফলপ্রসু হয়।

কীভাবে করবেন কৌশিকী আমাবস্যার ব্রত?

উল্লেখ্য, কথিত রয়েছে যে কৌশাকী অমাবস্যার (Kaushiki Amavasya 2025) দিন দেবী দুর্গার মন্ত্র জপ করলে নাকি সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যায় বলে। সন্ধ্যাবেলা বাড়ির দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এমনকি গর্ত বা কুয়োর মধ্যে এক চামচ দুধ ঢেলে দিলে জীবনে সুখ-শান্তি ফিরে আসে। পাশাপাশি নারকেলের ভেতরে চিনি ভরে মাটিতে পুঁতে দিলে অশুভ শক্তি বিনাশ হয় এবং বাড়ির পুরনো ও ছেঁড়া পোশাক ফেলে দিলে অমঙ্গল দূর হয়।

প্রসঙ্গত, এই বিশেষ দিনে (Kaushiki Amavasya 2025) তারাপীঠসহ বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। তন্ত্রসাধকরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন গোটা বছর ধরে। কারণ আধ্যাত্মিক মুক্তি ও সিদ্ধি লাভের জন্যই কৌশিকী অমাবস্যা সবথেকে গুরুত্বপূর্ণ।

অবশ্যই দেখবেন: Local Train Accident: হাওড়াগামী নতুন লোকাল বড় দুর্ঘটনার শিকার! পাঁশকুড়া পেরোতেই বেলাইন ট্রেন

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon