কলকাতা: শেষ পর্যন্ত কলকাতা মেট্রোর কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhas Metro Station) কতদিন বন্ধ থাকবে তা জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৯ মাসের মধ্যে কবি সুভাষ স্টেশন মেরামত করা হবে। বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে সমস্যাগুলি ধরতে পেরেছেন এবং জানিয়ে দিয়েছেন এই মেরামতের কাজ করতে বেশ কয়েক মাস লেগে যাবে। কিন্তু তারা পাশাপাশি এও প্রতিশ্রুতি দিয়েছে, এর জন্য নিত্যযাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না।
মেট্রো রেলের পক্ষ থেকে কি জানানো হলো?
সোমবার, কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kavi Subhas Metro Station) আপ প্ল্যাটফর্মের কিছু কলামে কয়েকটি ফাটল দেখা দেওয়ার পর মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কলকাতা মেট্রো রেলওয়ে জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে প্ল্যাটফর্মের অসম স্থাপনার ফলে এই ফাটল দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে এবং স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
আপ লাইনে যাত্রীদের ওঠানামার স্থানগুলি ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি বলে জানা গেছে, যাত্রীদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, কবি সুভাষ স্টেশনে এবং সেখান থেকে মেট্রো পরিষেবা প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে আপ এবং ডাউন উভয় দিকেই ট্রেন চলাচল করবে।
কবে নাগাদ শেষ হবে কাজ?
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই মাত্র ১৫ বছর আগেই তৈরি হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhas Metro Station)। যার ফলে নিউ গড়িয়াসহ দক্ষিণ কলকাতার মানুষদের যাতায়াতে অনেক সুবিধা হয়। কিন্তু এরই মধ্যে স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। বসে গিয়েছে প্ল্যাটফর্মও। জানা গিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের এলাকাটি পূর্বে একটি জলাভূমি ছিল। ফলত স্বাভাবিকভাবেই নরম মাটিতে পিলার তৈরি হওয়ায় সেটির কাঠামোটি দুর্বল হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই দুর্বল কাঠামোর উপরে চাপ পড়ার কারণে পিলারে ফাটল ধরেছে।
তবে, পুরো স্টেশনটি (Kavi Subhas Metro Station) ভেঙে ফেলা বা পুনর্নির্মাণের প্রয়োজন নেই। সূত্র থেকে জানা গেছে, কর্তৃপক্ষ কেবল ক্ষতিগ্রস্ত অংশগুলিতে কাজ করার কথা বিবেচনা করছে। সম্পূর্ণ মেরামত কাজের জন্য, ক্যারিয়ারটি ই-টেন্ডার জারি করেছে বলে জানা গেছে। সূত্র থেকে জানা গেছে, ফাটল আক্রান্ত এলাকার সম্পূর্ণ মেরামত ও পুনর্নির্মাণ কাজে প্রায় নয় মাস সময় লাগতে পারে।
অবশ্যই দেখবেন: পুজোর আগেই ক্লাবগুলির মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী! ক্লাব অনুদান ১.১০ লক্ষ টাকা, বিদ্যুৎ বিলে মিলবে ৮০% ছাড়
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |