ছোট শহরের সাধারণ ছেলের হঠাৎ এমন কিছু ঘটলে—যা পুরো জীবনকে বদলে দিতে পারে—তা সিনেমার গল্প বলে মনে হয়। আমরা সকলেই কোনও না কোনও দিন ভেবেছি, যদি কোটিপতি হয়ে যেতাম? যদি হঠাৎ কোনও খেলা কিংবা সুযোগ আমাদের ভাগ্য ফিরিয়ে দিত? অনেকের কাছে এটি স্বপ্নই থেকে যায়, কিন্তু এমনই এক ভাগ্যবান ব্যক্তি সত্যিই এই স্বপ্নকে বাস্তব করে তুলেছিলেন—কেবলমাত্র তাঁর জ্ঞানের জোরে। কিন্তু সব কিছু কি শেষ পর্যন্ত ঠিকঠাক ছিল?
সুশীল কুমারের স্বপ্নের মঞ্চে পা রেখে রাতারাতি তারকা হওয়া (KBC Fame and Fortune)
কে হবে কোটিপতি (Kaun Banega Crorepati)—এই জনপ্রিয় টিভি শো বহু মানুষের স্বপ্নের দরজা খুলে দিয়েছে। ঠিক যেমন হয়েছিল বিহারের মোতিহারির ছেলে সুশীল কুমার (Sushil Kumar)-এর ক্ষেত্রে। ২০১১ সালে, তিনি কেবিসিতে অংশ নিয়ে জিতে নেন ৫ কোটি টাকা। সেই মুহূর্তে গোটা দেশ চমকে গিয়েছিল। দরিদ্র পরিবারের সন্তান থেকে রাতারাতি হয়ে ওঠেন জাতীয় আইকন। সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় চর্চা। বলা হচ্ছিল, তিনি ভারতের ‘স্লামডগ মিলিয়নেয়ার’।
Read More: নীনা গুপ্তার বিস্ফোরক মন্তব্য ‘ভালোবাসা নয়, গিফট দিন!’, ভিডিও ঘিরে চরম বিতর্ক নেটদুনিয়ায়!
সুশীল কুমারের সাফল্যের পর দুর্দশার শুরু (Sushil Kumar From Fame to Failure)
সুশীলের ভাগ্যবদলের গল্প যতটা রঙিন ছিল শুরুতে, ততটাই অন্ধকারময় হয়ে ওঠে পরবর্তীতে। একের পর এক ভুল সিদ্ধান্ত, অর্থ বিনিয়োগে অজ্ঞানতা এবং চারপাশের চাপ—এই সবই ধীরে ধীরে তাঁকে ঠেলে দেয় চরম বিপর্যয়ের দিকে। কেবিসিতে জেতার পরে তিনি বহু জায়গায় আমন্ত্রিত হতে থাকেন, সোশ্যাল ও মিডিয়া লাইমলাইট তাঁকে ঘিরে রাখে। কিন্তু এই সবের মধ্যেই তিনি নিজের জীবনকে যে ফোকাসে রাখার কথা ছিল, তা হারিয়ে ফেলেন। সুশীল নিজেই জানিয়েছেন, জনপ্রিয়তা পাওয়ার পর কীভাবে তিনি ক্রমশ দিশাহীন হয়ে পড়েন এবং ব্যয়বহুল জীবনযাপন ও ভুল ইনভেস্টমেন্ট (Wrong Investment) তাঁকে নিঃস্ব করে দেয়।
Read More: রণবীর সিং সম্পর্কে এই ১০টি গোপন তথ্য জানতেন না আপনি! জন্মদিনে রইল চমক
সব হারিয়ে ফের এক সাধারণ জীবনে ফেরা সুশীল কুমারের (Sushil Kumar Lost Everything to Restart Life)
সব শেষে সুশীল কুমার আজ নিজের জীবনের এই পর্ব নিয়ে অকপটে স্বীকার করেছেন—তিনি নিজেকে “Depressed Crorepati” বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেখান থেকে শুরু করেছিলেন, শেষ পর্যন্ত তাঁকে আবার সেই সাধারণ জীবনে ফিরে আসতে হয়েছে। বর্তমানে তিনি শিক্ষকতা ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি নতুন করে জীবন শুরু করেছেন। তাঁর গল্প আমাদের শেখায়, শুধুমাত্র টাকা বা খ্যাতি নয়, সঠিক দিশা ও স্থিরতা ছাড়া সাফল্য দীর্ঘস্থায়ী হয় না।
Read More: ধোনি লেজেন্ড! এই ৭টি কারণেই তিনি শুধুই একজন ক্রিকেটার নন, একটা ইমোশন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |
অন্যরকম স্বপ্নপূরণ! দ্বিতীয়বার সাদা গাউনে বিয়ে অনুরাগ কন্যা আলিয়ার, বর শেনের চোখে জল!