Summer Vacation 2025: রেকর্ড গরমে হাঁসফাঁস! এবার কবে শেষ হবে স্কুলের ছুটি? জানুন শিক্ষামন্ত্রীর মুখে

Summer Vacation 2025: এই বছর গরমের তীব্রতা যেন রেকর্ড ভাঙছে। বসন্তের মাঝামাঝিতেই চৈত্র মাসে রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে প্রবল তাপপ্রবাহ। ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ায় রাজ্য সরকার আগেভাগেই গরমের ছুটি (Summer Vacation 2025) ঘোষণা করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অভিভাবক মহল। WhatsApp Group Join ...

Updated on:

Summer Vacation 2025

Summer Vacation 2025: এই বছর গরমের তীব্রতা যেন রেকর্ড ভাঙছে। বসন্তের মাঝামাঝিতেই চৈত্র মাসে রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে প্রবল তাপপ্রবাহ। ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ায় রাজ্য সরকার আগেভাগেই গরমের ছুটি (Summer Vacation 2025) ঘোষণা করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অভিভাবক মহল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি ২০২৫(Summer Vacation 2025)?

যদিও পূর্ব ঘোষিত তারিখ ছিল ১২ই মে থেকে ছুটি, কিন্তু চরম গরমের কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন—আগামী ৩০শে এপ্রিল ২০২৫ (৩০ April 2025) থেকেই পশ্চিমবঙ্গের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি শুরু হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই ঘোষণা করা হয়েছে নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে। ইতিমধ্যেই ১০ই এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি ছিল, এবং সামনে রয়েছে ১৪ ও ১৫ই এপ্রিল—পয়লা বৈশাখের ছুটি। ফলে কার্যত এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই ছুটির আবহ শুরু হয়ে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গরমের ছুটি কতদিন থাকবে?

বর্তমানে ছুটির শেষ তারিখ এখনও জানানো হয়নি। গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী, তাপমাত্রা বাড়লে ছুটি বাড়ানোর সম্ভাবনা থাকে। এবারেও পরিস্থিতি দেখে ছুটি দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন শিক্ষা দফতরের কর্তারা।

পূর্ব অভিজ্ঞতা বলছে, গ্রীষ্মের ছুটি প্রায় একমাস পর্যন্ত হতে পারে।

নোটিশ ডাউনলোড লিংক (Download Link)

 অতিরিক্ত ক্লাসের পরিকল্পনা: ছুটির পর পড়াশোনার চাপ বাড়বে?

ছুটি যেমন স্বস্তির, তেমনই চিন্তার কারণও বটে। কারণ অনেক স্কুলে সিলেবাস শেষ না হওয়া এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে দূরে থাকার ফলে পড়াশোনায় খামতি তৈরি হয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমের ছুটি শেষ হওয়ার পর সমস্ত স্কুলে অতিরিক্ত ক্লাস (Extra Classes After Summer Vacation) নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের গরমের ছুটি নিয়ে অভিভাবকদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল, মুখ্যমন্ত্রীর ঘোষণা তাতে কিছুটা স্বস্তি দিলেও, সামনে আরও গরম বাড়লে ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে। তাই সময়মতো স্কুলের নোটিশ ও সরকারি আপডেট চোখ রাখাই বুদ্ধিমানের কাজ।

বিষয়বিস্তারিত তথ্য
🗓️ ছুটি শুরুর তারিখ৩০শে এপ্রিল ২০২৫ (ঘোষণা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়)
🔚 ছুটি শেষের সম্ভাব্য তারিখএখনও নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি; পরিস্থিতি অনুযায়ী পরে জানানো হবে
🏫 প্রযোজ্য স্কুলরাজ্যের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুল (সরকারি ও সরকার পোষিত)
☀️ ছুটির কারণচরম তাপপ্রবাহ, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগেভাগে ছুটি
📅 পূর্বের নির্ধারিত ছুটি১২ই মে থেকে ছুটি হওয়ার কথা ছিল
📚 অতিরিক্ত ক্লাসছুটি শেষে সিলেবাস পূরণের জন্য অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনা
🎉 অন্যান্য নিকটবর্তী ছুটি১০ই এপ্রিল (মহাবীর জয়ন্তী), ১৪ ও ১৫ই এপ্রিল (পয়লা বৈশাখ)
🧃 পরামর্শরোদে যাতায়াতে সাবধানতা, পর্যাপ্ত জল পান, টুপি/ছাতা ব্যবহার

আরও পড়ুন: Gold Price: হনুমান জয়ন্তীতে আগুন ছড়াল সোনার দামে! এক লাফে ২০০০ টাকা বৃদ্ধি, রুপোও ছাড়েনি দৌড়