আগস্টে প্রায় অর্ধেক মাসই ছুটি! ব্যাঙ্কে যাওয়ার আগে একবার এই তালিকাটা দেখে নিন

Bank Holidays in August 2025: ব্যাঙ্ক কবে খোলা আর কবে বন্ধ—এই তথ্য সাধারণ মানুষের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। অনেকেই যদি না জানেন, আর হঠাৎ করে ব্যাঙ্ক বন্ধের দিন (Bank Holidays in August 2025) কোনো দরকারি কাজ সারতে গিয়ে যান, তাহলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে।একদিকে ব্যাঙ্কে কাজ হওয়া বন্ধ, আর অন্যদিকে ...

Published on:

Bank Holidays in August 2025

Bank Holidays in August 2025: ব্যাঙ্ক কবে খোলা আর কবে বন্ধ—এই তথ্য সাধারণ মানুষের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। অনেকেই যদি না জানেন, আর হঠাৎ করে ব্যাঙ্ক বন্ধের দিন (Bank Holidays in August 2025) কোনো দরকারি কাজ সারতে গিয়ে যান, তাহলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে।একদিকে ব্যাঙ্কে কাজ হওয়া বন্ধ, আর অন্যদিকে অজান্তেই নষ্ট হয়ে যায় একটা দামি দিন। তখন আবার আলাদা করে আরেকটা দিন বের করতে হয় সেই একই কাজের জন্য। তাই মাসের শুরুতেই অনেকেই খোঁজ করেন—এই মাসে ব্যাঙ্ক কতদিন বন্ধ থাকবে? আগে থেকে জেনে রাখলে যেমন সময় বাঁচে, তেমনই ঝামেলাও এড়ানো যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বাভাবিক নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রত্যেক রবিবার সারা দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি থাকে। এর আওতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-ও পড়ে। তবে শুধু সাপ্তাহিক ছুটিতেই শেষ নয়—আগস্ট মাসে এই নির্ধারিত ছুটির বাইরে আরও কিছু বিশেষ দিনে ব্যাঙ্কের দরজা থাকবে বন্ধ। তাই যাঁদের ব্যাঙ্ক সংক্রান্ত কাজ রয়েছে, তাঁরা আগে থেকেই দিনগুলো জেনে নিলে সময় ও ঝামেলা দুটোই বাঁচবে। মাসটা শুরু হওয়ার আগেই একবার ব্যাঙ্ক ছুটির (Bank Holidays in August 2025) তালাটা দেখে নিন, যেন পরিকল্পনায় কোনও গোল না পড়ে—

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
Bank Holidays in August 2025
Bank Holidays in August 2025

৩ আগস্ট (রবিবার) – কের পূজা উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ওই দিন এমনিতেই রবিবার, তাই সারা দেশেই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৮ আগস্ট (শুক্রবার) – টেন্ডং লো রাম ফাতে উৎসব উপলক্ষে সিকিম এবং ওড়িশা রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ আগস্ট (শনিবার) – রাখি (রক্ষাবন্ধন) উপলক্ষে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান-এ বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই যারা ওই রাজ্যগুলিতে থাকেন বা সেখানকার ব্যাঙ্কিং কাজ রয়েছে, তারা অবশ্যই আগেভাগে পরিকল্পনা করে নিন।

১৩ আগস্ট (বুধবার)মনিপুরে ‘দেশভক্তি দিবস’ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

অবশ্যই দেখবেন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! টানা তিনদিন দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, ভাসতে পারে একাধিক জেলা!

১৫ আগস্ট (শুক্রবার) – স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটি একটি জাতীয় ছুটি, তাই সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কেই কাজ বন্ধ থাকবে।

১৬ আগস্ট (শনিবার) – পারসি নিউ ইয়ারের কারণে গুজরাটমহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এছাড়াও, জন্মাষ্টমী উপলক্ষে প্রায় সব রাজ্যেই ব্যাঙ্কের ছুটি থাকবে।

২৬ আগস্ট (মঙ্গলবার) – গণেশ চতুর্থী উপলক্ষে কর্ণাটককেরলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ আগস্ট (বুধবার) – একই উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা, সিকিম, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা রাজ্যে।

গণেশ চতুর্থীর উৎসব বেশ কয়েকটি রাজ্যে ভিন্ন দিনে পালিত হওয়ায় ব্যাঙ্কের ছুটিও রাজ্যভেদে আলাদা হয়েছে। তাই আপনি যদি ওই রাজ্যগুলোর কোনওটিতে থাকেন বা সেখানকার ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তাহলে আগেভাগেই দেখে নিন যেন কাজ আটকে না যায়।

অবশ্যই দেখবেন: বারবার ব্যালেন্স চেক করলেই কাটা যাবে টাকা! অগস্ট থেকে UPI-তে জারি নতুন নিয়ম

 

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More