ITR filing last date 2025: সাধারণত ৩১শে জুলাই আইটি রিটার্ন দাখিলের শেষ তারিখ হলেও সকলের সুবিধার্থে প্রতি বছরই কিছুদিন পিছনো হয় সেই তারিখ। প্রতি বছরের ন্যায় চলতি বছরও মে মাসে সরকার ঘোষণা করেছিল আইটি রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে। এরপর আর কোনো তারিখ দেওয়া হয়নি অর্থাৎ কোনও এক্সটেনশন দেওয়া হয়নি। তাই এই তারিখের মধ্যেই আইটি ফাইল করতে হবে। না করলে জরিমানা ছাড়াও পড়তে হতে পারে একাধিক সমস্যায়। আইন অনুযায়ী কি কি সমস্যায় পড়তে হতে পারে জেনে নিন আজকের প্রতিবেদনে।
জেনে নিন, কর বিশেষজ্ঞদের মতামত
ক্লিয়ারট্যাক্সের কর বিশেষজ্ঞ শেফালি মুন্দ্রার কথায়, ‘আয়কর আইনের ধারা ২৩৪এফ অনুযায়ী, নির্ধারিত তারিখের মধ্যে আইটি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে দেরির করদাতাকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জরিমানা হিসেবে দিতে হবে। জরিমানার পরিমাণ ব্যক্তির মোট আয় এবং তিনি কখন আইটি রিটার্ন দাখিল করছেন, তার উপর নির্ভর করবে।’
জানুন, কত টাকা জরিমানা দিতে হবে?
‘২০২৫-২৬/২০২৪-২৫ অর্থবর্ষে যাদের আয় ৫ লক্ষ টাকা বা তার কম, তারা যদি নির্ধারিত তারিখের পর কিন্তু ৩১শে ডিসেম্বরের পূর্বে রিটার্ন ফাইল করেন, তবে তাদের জরিমানা হিসাবে ১০০০ টাকা সরকারকে প্রদান করতে হবে। অন্যদিকে ৫ লক্ষ টাকা বা তার বেশি আয়ের করদাতাদের একই শর্তে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।
জানুন, কারা কর ছাড় পাবেন?
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘যদি আপনার আয় মৌলিক ছাড়ের সীমার কম হয়, তবে কোনও আলাদা ফি নেই, কারণ ওই অঙ্ক করযোগ্য নয়। এটি সাধারণত পরিস্থিতির উপর নির্ভর করে। কারণ কিছু প্রয়োজনীয় (যেমন বিদেশী সম্পদ, ইত্যাদি) আয় কম হলেও ITR বাধ্যতামূলক হতে পারে।’
ট্যাক্সের পাশাপাশি প্রদান করতে হবে সুদও
যদি কোনও করদাতা দেরিতে আইটি রিটার্ন দাখিল করেন, তবে প্রয়োজনীয় অগ্রিম কর (অ্যাডভান্স ট্যাক্স) পরিশোধ না করার জন্য করের উপর সুদ প্রদান করতে হবে। এছাড়াও, দেরির উপর ভিত্তি করে আয়কর দফতর বকেয়া করের উপর আরও সুদ চাপাতে পারে।
অবশ্যই দেখবেন: WBMSC Job News: কলকাতা পুরসভায় ৬৭৫ জনের নিয়োগ! ‘কনজারভেন্সি মজদুর’ পদে আবেদন শুরু





