Maiya Samman Yojana: সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারগুলির মহিলাদের অনেকেই এখনও পুরুষ সদস্যদের উপর নির্ভরশীল। নিজের হাতে টাকা আসলে যেমন আত্মবিশ্বাস বাড়ে, তেমনই সংসার সামলানোর দায়িত্বেও সহজ হয় অনেক কিছু। তাই যখনই কোনও প্রকল্পের মাধ্যমে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়, তখন তা তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাজ্যে এর আগেও দেখা গিয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar Scheme) নামক একটি প্রকল্প বহু মহিলার মুখে হাসি ফোটাতে পেরেছে। এবার আরও বড় সুখবর! আর্থিক দিক থেকে আরও বেশি স্বনির্ভর করতে চলেছে নতুন প্রকল্প। কিন্তু কী এই প্রকল্প? কে কে পাবেন এই সুবিধা?
লক্ষ্মীর ভাণ্ডার ছিল টার্নিং পয়েন্ট
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ছিল তৃণমূল কংগ্রেসের অন্যতম সেরা ‘গেম চেঞ্জার’। মাসে ৫০০ টাকা (পরবর্তীতে বাড়িয়ে ১০০০ ও ১২০০ টাকা) মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর তা হয়ে ওঠে রাজনৈতিক সাফল্যের চাবিকাঠি। এই প্রকল্পের সুবিধা পেয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা স্বস্তি পান। কিন্তু এবার হেমন্ত সোরেনের (Hemant Soren) নেতৃত্বে ঝাড়খণ্ড সরকার শুরু করতে চলেছে এক নতুন পদক্ষেপ। শোনা যাচ্ছে, সেখানে রাজ্যের মহিলারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রায় ৫ গুণ বেশি টাকা পেতে চলেছেন। অর্থাৎ প্রত্যেক মাসে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে ২৫০০ টাকা! কিন্তু কীভাবে মিলবে এই টাকা?

শুরু হচ্ছে ‘মাইয়া সম্মান যোজনা’
ঝাড়খণ্ড সরকারের তরফে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে একটি নতুন প্রকল্পের – ‘মাইয়া সম্মান যোজনা’ (Maiya Samman Yojana)। এই যোজনার আওতায় দরিদ্র, যোগ্য মহিলাদের প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে তাঁদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনই পরিবারেও বাড়বে তাঁদের গুরুত্ব। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ঝাড়খণ্ড রাজ্য সরকার ৯৬০৯ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। ২৪টি জেলায় একযোগে এই প্রকল্প চালু হবে। ইতিমধ্যেই বিভাগীয় সচিব ২৪ জেলার জেলা প্রশাসকদের কাছে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছেন।
প্রক্রিয়া কী? আধার সিডিং বাধ্যতামূলক
তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু নিয়ম মানতেই হবে। যাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য, তাঁদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার (Aadhar) নম্বর যুক্ত করতে হবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘আধার সিডিং’ (Aadhar Seeding)। এই কাজটি গ্রাম পঞ্চায়েত স্তরে ক্যাম্পের মাধ্যমে করা হচ্ছে। এছাড়াও ব্যাঙ্কে গিয়ে সরাসরি ‘আধার সিডিং ফর্ম’ পূরণ করেও এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যাঁরা আগে থেকেই আধার লিঙ্ক করিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে দুই কিস্তির টাকা একসঙ্গে ঢুকবে বলেও জানা গিয়েছে।
অগাষ্ট থেকেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে
সবচেয়ে বড় খবর হল, এই প্রকল্পের টাকা আগামী অগাষ্ট (August) মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। প্রত্যেক যোগ্য মহিলা প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন। দু’টি কিস্তি মিলিয়ে প্রথম পর্যায়ে ৫০০০ টাকা ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে। এবার আর শুধু পশ্চিমবঙ্গ নয়, আর্থিক স্বাধীনতার লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাচ্ছে ঝাড়খণ্ডও। ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ছায়া থেকে বেরিয়ে এসে ‘মাইয়া সম্মান যোজনা’ (Maiya Samman Yojana) হয়ে উঠতে চলেছে ঝাড়খণ্ডের মহিলাদের নতুন ভরসা।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |