স্টার জলসার মহিষাসুরমর্দ্দিনী-তে মা দুর্গা রূপে কোয়েল মল্লিক! তৃণাও থাকছেন বিশেষ ভূমিকায়

Koel Mallick As Maa Durga: শুরু হয়ে গেছে এ বছরের দুর্গা পুজোর (Durga Puja) দিন গোনা। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। এ বছর সেপ্টেম্বরে শেষের দিকেই মা আসছেন মর্তে। তবে দুর্গাপূজার আগে একটি বিশেষ দিন যার জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন অধীর আগ্রহে। দিনটা হল মহালয়ার সকাল (Mahalaya)। ...

Updated on:

Koel Mallick

Koel Mallick As Maa Durga: শুরু হয়ে গেছে এ বছরের দুর্গা পুজোর (Durga Puja) দিন গোনা। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। এ বছর সেপ্টেম্বরে শেষের দিকেই মা আসছেন মর্তে। তবে দুর্গাপূজার আগে একটি বিশেষ দিন যার জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন অধীর আগ্রহে। দিনটা হল মহালয়ার সকাল (Mahalaya)। এই দিনটার জন্য প্রতিবছর পথ চাতক পাখির মত অপেক্ষা করেন বাঙালিরা। মহালয়া মানেই ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী, মহালয়া মানেই টেলিভিশনের পর্দায় (Bengali Television) মহিষাসুর বদ নিয়ে একাধিক অনুষ্ঠান।

এবছরের মহালয়া অনুষ্ঠান

বর্তমানে রেডিওর পাশাপাশি টেলিভিশনের এই অনুষ্ঠানগুলিও দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে । প্রতিবছর মহালয়ার ভোর বেলা ঠিক পাঁচটায় টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলি। আর সেখানেই দেখানো হয় মহিষাসুরমর্দিনীর বিভিন্ন গল্প। দেবীর দশ রূপের গল্প ফুটিয়ে তোলা হয়। মহালয়ার এই অনুষ্ঠানগুলি ঘিরে দর্শকের মনে অনেক রকম উত্তেজনা থাকে, থাকে হাজার রকমের প্রশ্ন।

দেবী দুর্গা রূপে কোয়েল মল্লিক

এই অনুষ্ঠানগুলি ঘিরে দর্শকের মনে যে প্রশ্নগুলি সবার আগে উঠে আসে তা হল দেবী দুর্গার রূপে কাকে দেখা যাবে, শিব চরিত্রে কে অভিনয় করবেন এছাড়া দেবীর অন্যান্য চরিত্রগুলিতে দর্শকদের পছন্দের কোন কোন অভিনেত্রী রয়েছেন সেসব জানতে আগ্রহী থাকেন দর্শক। সম্প্রতি স্টার জলসা তাদের ‘মহিষাসুরমর্দিনী’র অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে এনেছে। আর সেখানেই জানা গেল চলতি বছর কারা কারা থাকছে এই অনুষ্ঠানে।

স্টার জলসাতে শেষ কয়েক বছরের মতো এবছরও মহিষাসুরমর্দিনী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। অন্যদিকে কোয়েলের বিপরীতে ভগবান শিবের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে অর্থাৎ যাকে আমরা বর্তমানে পরশুরাম ধারাবাহিককে দেখছি। তাছাড়াও প্রতিবারের মতো এবছরও অন্যান্য ধারাবাহিকের নায়িকারা নানান দেবী রূপে ধরা দেবেন।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

অবশ্যই দেখবেন: মাত্র ৬ মাসে ১৪ কেজি ওজন কমালেন অম্বরীশ! হঠাৎ এত কড়া ডায়েট কেন?

প্রোমোর শুরুতেই দেখা যায় এক বিরান, রুক্ষ-শুষ্ক জমির উপর আলতা রাঙা নূপুর পরা এক দেবীচরণের আবির্ভাব। দেবীর সেই পবিত্র চরণ ছুঁয়েই শুকনো মাটি রূপান্তরিত হয় উর্বর, সবুজ শস্যে ভরা এক সমৃদ্ধ ভূখণ্ডে—সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায়। এরপর দেখা যায় এক বিশাল গজরাজের (হাতির) পদচারণা। আবহ সংগীতের মাঝে এক গম্ভীর কন্ঠস্বরে শোনা যায়, “মা আসছেন গজে, নিয়ে আসছেন শান্তির আশীর্বাদ।” এই ঘোষণার পর ফুটে ওঠে এক ফুলে ভরা মাঠ, যার মধ্য দিয়ে ত্রিশূল হাতে এগিয়ে আসছেন দেবী। তাঁর আগমনের দৃশ্য জুড়ে রয়েছে আভিজাত্য, শক্তি এবং কোমলতার মিশেল।

এরপরই আবির্ভাব ঘটে দেবী রূপে কোয়েল মল্লিকের। তাঁর পরনে উজ্জ্বল হলুদ বেনারসি, মাথায় শোভা পাচ্ছে পদ্ম, কপালে লাল টকটকে সিঁদুর, হাতে শাঁখা-পলা-বালা, গা ভর্তি জমকালো গয়না, মাথায় রাজকীয় মুকুট। মুখজুড়ে এক অপার স্নিগ্ধতা ও মমতাময়ী শান্ত ছায়া। আশীর্বাদ প্রদানের ভঙ্গিমায় তিনি দাঁড়িয়ে আছেন, যেন সমগ্র মানবজাতিকে আশ্বাস দিচ্ছেন আশীর্বাদ ও শুভতার।

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon