Kolkata Metro: আর হাতেগোনা মাত্র কয়েকদিন। আর তারপরই পূজার আনন্দে মেতে উঠবেন আপামর বাঙালি। সেজে উঠবে গোটা শহর। ইতিমধ্যে সকলেই কেনাকাটা শুরু করে দিয়েছে অনেকের আবার কেনাকাটা শেষের পথে। তবে পূজা মানেই কিন্তু শুধু সাজগোজ করা নয় তার সঙ্গে রয়েছে খাওয়াদাওয়ার প্রস্তুতি, উত্তর থেকে দক্ষিণে প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা আরও কত কি।
দুর্গাপূজার এই পাঁচদিন বিভিন্ন জায়গায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে মেট্রো রেল। অন্যান্য গাড়ি চললেও যানজটের কারণে কোনো জায়গায় যাওয়া একপ্রকার দুঃসাধ্য হয়ে ওঠে। তাই সকলেই বিকল্প পথ হিসাবে বেছে নেন মেট্রো পরিষেবাকে। আজকের প্রতিবেদনে রইল কলকাতা মেট্রো করে কোন কোন পূজোর ঠাকুর দেখতে যেতে পারবেন সেই রুটের বিস্তারিত বিবরণ।
এবার উত্তরের পূজা প্যান্ডেলের ভ্রমণ হবে আরও সহজ, হাতের মুঠোয় (Kolkata Metro) রইল মেট্রো রেল:
আর মাত্র বাকি ২১ দিন। তবে এখন চতুর্থী থেকে মন্ডপে মণ্ডপে ভিড় (Pandel Hopping) জমাতে শুরু করেন সকলেই। পাশাপাশি লম্বা লাইন পেরিয়ে দেখতে হয় ঠাকুর। এই সময়ের স্রোতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এর ওপর পুজোর সময় শহর কলকাতায় যানজটের অবস্থা যা অবস্থা হয় তা নতুন করে আর বলার কিছু থাকে না। তাই যানজট এড়িয়ে কম সময়ে শহরের নানান প্রান্তের ঠাকুর দেখার জন্য একমাত্র ভরসার জায়গা মেট্রো (Kolkata Metro)। তবে একদিনে শহর কলকাতার সব ঠাকুর দেখা সম্ভব নয়। মেট্রোতে (Metro) করে কোন কোন ঠাকুর দেখতে পারবেন তার বিবরণ রইল আজকের প্রতিবেদনে।
দমদম: দক্ষিণেশ্বর, বরাহনগর, নোয়াপাড়া থেকে মেট্রোতে উঠে দমদমে (DumDum) নামলে বেশ কয়েকটি ঠাকুর দেখতে পাওয়া যাবে। যার মধ্যে অন্যতম হল দমদম পার্ক, দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সার্বজনীন। এর পাশাপাশি আরও ভালো ভালো কিছু প্যান্ডেল হপিং করা যাবে।
অবশ্যই দেখবেন: TET For Teachers: যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের! এবার থেকে সকল শিক্ষকদের TET পাশ বাধ্যতামূলক! জানুন বিস্তারিত
বেলগাছিয়া: দমদমের পরের স্টেশন বেলগাছিয়া (Belgachia)। এখানে নামলে বেশ বড় কিছু পূজো দেখা যাবে। যার মধ্যে অন্যতম দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয়। এর পাশাপাশি এখান থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর ঠাকুর (DurgaPuja) দেখতে যাওয়া যেতে পারে।
শ্যামবাজার: বেলগাছিয়ার পরের স্টেশন শ্যামবাজার (Shyambazar)। এই স্টেশনে নামলে এখান থেকে শ্যামস্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন ও ফ্রেন্ডস ইউনিয়নের মতো কিছু পুজোর থিম দেখতে পারবেন।
শোভাবাজার: শ্যামবাজারের পরবর্তী স্টেশন শোভাবাজার। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে এটি অন্যতম। এখানে নামলে সবার প্রথমে দেখতে পাবেন শোভাবাজার রাজবাড়ির ঠাকুর। এরপর সেখান থেকে বেরিয়ে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, আইরীটোলা সার্বজনীন, বেনিয়াটোলা লেন ছাড়াও আরেকটু এগোলে দেখতে পাবেন নলিন সরকার স্ট্রিট, গৌরী বাড়ি, তেলেঙ্গা বাগান, কাশীবোস লেন, হাতিবাগান নবীন পল্লী, সিকদার বাগানসহ বেশ বড় কিছু পুজো মন্ডপ।
অবশ্যই দেখবেন: LIC FD Scheme 2025: মাত্র ১ লক্ষ টাকার বিনিয়োগে মাসে ৬২০০ টাকা! LIC FD স্কিম ২০২৫-এ নিশ্চিত লাভ
গিরীশ পার্ক: শোভাবাজারের পরের স্টেশন গিরিশ পার্ক। এই স্টেশনে নেমেও উত্তর কলকাতার (North Kolkata) বেশকিছু জনপ্রিয় ঠাকুর দেখে নিতে পারবেন যেমন বিডন স্কোয়ার, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, চালতাবাগানসহ আরও বেশ কিছু ঠাকুর।
মহাত্মা গান্ধী রোড: মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন (Metro) থেকে বেরিয়ে পেয়ে যাবেন মহম্মদ আলি পার্কের পুজো। এছাড়াও এখান আরও কিছুটা হেঁটে যেতে গেলে পেয়ে যাবেন কলেজ স্কোয়ার ও শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের পূজা প্যান্ডেল।
সেন্ট্রাল: সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। এছাড়াও এখানে নেমে যাওয়া যেতে পারে সুবোধ মল্লিক স্কোয়ার, লেবুতলা পার্কের মতন বড় বড় কিছু উত্তর কলকাতার দুর্গাপুজোর (Durga Puja) মন্ডপ।
অবশ্যই দেখবেন: Hs Exam 2025: নতুন নিয়ম জারি! উচ্চ মাধ্যমিকে ধরলে মিলবে না দ্বিতীয় সুযোগ, সঙ্গে সঙ্গে বাতিল হবে পরীক্ষা