Kolkata Metro Timetable Latest Update: শহর কলকাতার গণপরিবহন ব্যবস্থায় নতুন ইতিহাস তৈরি হল। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৬ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শুক্রবার থেকেই পুরোপুরি পরিষেবা শুরু হয়ে গিয়েছে এই রুটে। আর আগামী সোমবার থেকে চালু হবে আরও দুটি নতুন রুট –
- নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (কলকাতা এয়ারপোর্ট)
- কবি সুভাষ থেকে বেলেঘাটা (রুবি হাসপাতাল সংলগ্ন)
নতুন লাইন চালুর ফলে যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। তবে অনেকের মনে প্রশ্ন – প্রথম ও শেষ মেট্রো কখন ছাড়বে? কত সময় অন্তর মেট্রো পাওয়া যাবে (Kolkata Metro Timetable Latest Update)? এবার সেই প্রশ্নেরই বিস্তারিত উত্তর দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
ইস্ট–ওয়েস্ট মেট্রো করিডর (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর V)
ট্রেন সংখ্যা ও ফ্রিকোয়েন্সি
- সোমবার থেকে শনিবার: ১৮৬টি মেট্রো (৯৩টি আপ + ৯৩টি ডাউন)
- রবিবার: ১০৪টি মেট্রো (৫২টি আপ + ৫২টি ডাউন)
- অফিস টাইমে: ৮ মিনিট অন্তর মেট্রো
- রবিবার: ১৫ মিনিট অন্তর মেট্রো
সময়সূচি (সোমবার থেকে শনিবার)
দিক | প্রথম মেট্রো | শেষ মেট্রো |
---|---|---|
হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর V | সকাল ৬:৩০ | রাত ৯:৪৫ |
সল্টলেক সেক্টর V → হাওড়া ময়দান | সকাল ৬:৩২ | রাত ৯:৪৭ |
সময়সূচি (রবিবার)
দিক | প্রথম মেট্রো | শেষ মেট্রো |
---|---|---|
হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর V | সকাল ৯:০০ | রাত ৯:৪৫ |
সল্টলেক সেক্টর V → হাওড়া ময়দান | সকাল ৯:০২ | রাত ৯:৪৭ |
নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর (এয়ারপোর্ট মেট্রো)
ট্রেন সংখ্যা ও ফ্রিকোয়েন্সি
- সোমবার থেকে শুক্রবার: ১২০টি মেট্রো (আপ + ডাউন মিলিয়ে)
- শনিবার ও রবিবার: পরিষেবা বন্ধ
- ট্রেন ফ্রিকোয়েন্সি: ১০–১৫ মিনিট অন্তর
সময়সূচি (সোমবার থেকে শুক্রবার)
দিক | প্রথম মেট্রো | শেষ মেট্রো |
---|---|---|
নোয়াপাড়া → এয়ারপোর্ট | সকাল ৭:৫৮ | রাত ৮:০০ |
এয়ারপোর্ট → নোয়াপাড়া | সকাল ৭:৫৮ | রাত ৮:০০ |
কবি সুভাষ – বেলেঘাটা (Ruby Metro Corridor)
ট্রেন সংখ্যা ও ফ্রিকোয়েন্সি
- সোমবার থেকে শুক্রবার: ৬০টি মেট্রো (আপ + ডাউন মিলিয়ে)
- শনিবার ও রবিবার: পরিষেবা বন্ধ
- ট্রেন ফ্রিকোয়েন্সি: ২৫ মিনিট অন্তর
সময়সূচি (সোমবার থেকে শুক্রবার)
দিক | প্রথম মেট্রো | শেষ মেট্রো |
---|---|---|
কবি সুভাষ → বেলেঘাটা | সকাল ৮:০০ | রাত ৮:০৫ |
বেলেঘাটা → কবি সুভাষ | সকাল ৮:০০ | রাত ৮:০৫ |
যাত্রীদের সুবিধা কী হবে?
নতুন তিনটি রুট চালু হওয়ায় কলকাতার যাত্রীদের জন্য তৈরি হচ্ছে একাধিক সুবিধা:
- এয়ারপোর্ট কানেক্টিভিটি: এখন নোয়াপাড়া থেকে মাত্র কয়েক মিনিটে পৌঁছনো যাবে এয়ারপোর্টে।
- ইস্ট–ওয়েস্ট কানেক্টিভিটি: হাওড়া স্টেশন থেকে সরাসরি সল্টলেক সেক্টর V-তে যাতায়াতের সুব্যবস্থা হবে।
- সাউথ কলকাতা কানেক্টিভিটি: নিউ গড়িয়া, রুবি হাসপাতাল থেকে সহজেই যাতায়াত সম্ভব হবে মেট্রোতে।
- অফিসযাত্রীদের সেভিংস: সময় বাঁচবে, যানজট এড়ানো যাবে।
কলকাতার পরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হল। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে (Kolkata Metro Timetable Latest Update)। আগামী সোমবার থেকে আরও যুক্ত হচ্ছে নোয়াপাড়া–এয়ারপোর্ট এবং কবি সুভাষ–বেলেঘাটা করিডর। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ প্রতিটি রুটের জন্য নির্দিষ্ট টাইমটেবিল প্রকাশ করেছে(Kolkata Metro Timetable Latest Update)। এর ফলে নিত্যযাত্রী, বিমানবন্দরগামী যাত্রী এবং দক্ষিণ–পূর্ব কলকাতার যাত্রীদের ভ্রমণ হবে আরও সহজ, দ্রুত ও ঝামেলাহীন।
অবশ্যই দেখবেন: মাত্র ১১ মিনিটে হাওড়া-শিয়ালদা! পুজোর আগে কলকাতা মেট্রোর ঐতিহাসিক চমক — Kolkata Metro