Ekchokho.com 🇮🇳

মিলেছে ছাড়পত্র! এসপ্ল্যানেড শিয়ালদহ রুটে মেট্রো শুরু আর কিছুদিনের মধ্যেই! জানুন বিস্তারিত 

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই এসপ্ল্যানেড-শিয়ালদহ (Esplanade-Sealdah Metro Line) রুটে চালু হতে চলেছে মেট্রো। রবিবার এই সংক্রান্ত ছাড়পত্র মিলেছে রেলওয়ে সুরক্ষা কমিশনের তরফে। এখন শুধুই অপেক্ষার পালা। এমনই বিবৃতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার গ্রিন লাইনের ওই অংশে মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে কি না, তা পরিদর্শনে গিয়েছিলেন কমিশনার অফ ...

Published on:

Kolkata Metro

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই এসপ্ল্যানেড-শিয়ালদহ (Esplanade-Sealdah Metro Line) রুটে চালু হতে চলেছে মেট্রো। রবিবার এই সংক্রান্ত ছাড়পত্র মিলেছে রেলওয়ে সুরক্ষা কমিশনের তরফে। এখন শুধুই অপেক্ষার পালা। এমনই বিবৃতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার গ্রিন লাইনের ওই অংশে মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে কি না, তা পরিদর্শনে গিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিঙ্ঘল।

Kolkata Metro Details: 

মেট্রো লাইন, সুড়ঙ্গ, সুড়ঙ্গে হাওয়াবাতাস চলাচলের ব্যবস্থা, ট্রেন, আপৎকালীন ব্যবস্থা— ইত্যাদি সকল বিষয় খুঁটিয়ে দেখে অন্তিম ছাড়পত্র দিয়েছেন তিনি। রবিবার সিআরএসের সঙ্গে মেট্রোর (Kolkata Metro) কাজ পরিদর্শনে ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)-এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল, মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার-সহ অন্য আধিকারিকেরাও।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সব দেখেশুনে তাঁরা জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষ খুশি। সব ঠিক থাকলে খুব শীঘ্রই গ্রিন লাইনের এই অংশে মেট্রো পরিষেবা চালু করা হবে। এরপর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাও়ড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো চালানোর কথা ভাববে মেট্রো কর্তৃপক্ষ।

বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো (Kolkata Metro) চলাচল করছে। এরপর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে জুড়লেই হাওড়া ময়দান থেকে যাত্রীরা সোজা পৌঁছে যাবে সেক্টর ফাইভে (গ্রিন লাইন)। যদিও বহু দিন আটকে রয়েছে এই অংশের কাজ। আসলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নীচ দিয়ে যায়, সেখানে দু’টি সুড়ঙ্গ রয়েছে।

তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ শিয়ালদহমুখী সুড়ঙ্গের কাজ অনেক দিন আগে শেষ হয়েছে। ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেক প্রায়শই যাতায়াত করে। কিন্তু বিপত্তি বাধে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যার সৃষ্টি হয় বৌবাজারের কাছে।

২০১৯ সালের আগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্র দিয়ে মাটি কাটার সময় ধস নেমে আসে বৌবাজার এলাকায়। যার কারণে তৎক্ষণাৎ বন্ধ করতে হয় কাজ। ২০২২ সালের মে এবং অক্টোবরেও ওই অংশে খননের সময় জল ঢুকে যাওয়ার দফায় দফায় কাজ বন্ধ করতে হয়েছিল। বার বার নানা বিপত্তির কারণে এত দিনেও ওই রুটে পরিষেবা চালু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গত জানুয়ারি মাসে কাজ শেষের পর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আড়াই কিলোমিটারের বেশি পথে প্রথম বার পরীক্ষামূলক ভাবে ট্রায়াল রান করানো হয়। বহুপ্রতীক্ষিত সেই রুটে আর কিছুদিনের মধ্যে পরিষেবা চালু হবে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখন শুধুই অপেক্ষার পালা।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।   

অবশ্যই দেখবেন: Kolkata Metro: মে মাসেই বড় চমক! চালু হচ্ছে মেট্রোর ‘ইয়েলো লাইন’, এয়ারপোর্ট হয়ে বারাসাত পৌঁছাবে ট্রেন!