Lakshmir Bhandar : বর্তমান বাজারে জিনিসপত্রের দাম যেভাবে হু-হু করে বাড়ছে, তাতে গৃহবধূদের অবস্থা শোচনীয়। বিদ্যুৎ বিল হোক বা গ্যাসের দাম—সব কিছুই যেন হাতের বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায়, বহু মহিলার সংসারে সামান্য হলেও ভরসা জোগায় রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্প। মাস গেলে ওই ভাতার টাকাতেই অনেকে চাল-ডাল কিংবা ছেলেমেয়ের পড়াশোনার খরচ সামলান।
কারও কারও কাছে জীবনদায়ী ভাতা (Lakshmir Bhandar Monthly Benefit for Women)
নিম্ন আয়ের মহিলাদের কাছে এই ভাতার গুরুত্ব অপরিসীম। কেউ বিধবা, কেউ একাই সন্তান মানুষ করছেন। আবার কেউ গৃহকর্মে নিযুক্ত হলেও নেই নির্দিষ্ট রোজগার। তাই মাসে ১০০০ বা ১২০০ টাকা অনেকটাই সহায়ক। কিন্তু সেই আর্থিক ভরসাই এবার টলোমল। সরকারের নতুন পদক্ষেপে একাধিক উপভোক্তা তাদের ভাতা হারাতে পারেন বলে আশঙ্কা করছেন।
আগস্ট থেকেই কড়াকড়ি শুরু! (Lakshmir Bhandar August KYC Rule)
সূত্রের খবর, আগস্ট (August) থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। যেসব উপভোক্তারা এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার (Aadhaar Linking) সংযুক্ত করেননি কিংবা KYC (Know Your Customer) আপডেট করেননি, তাঁদের ভাতা বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই ব্লক স্তরে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
Read More: অজান্তেই হারাচ্ছেন লক্ষ টাকার সুযোগ! পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপে মিলছে বিপুল সুবিধা!
হাজার হাজার মহিলার নাম তালিকা থেকে বাদ পড়তে পারে (Lakshmir Bhandar Cancellation)
এখনও পর্যন্ত বহু মহিলার KYC সম্পূর্ণ হয়নি। অনেকেই আধার লিঙ্ক (Aadhaar Link) করাতে গাফিলতি করেছেন। সরকারি হিসেব বলছে, হাজার হাজার মহিলা উপভোক্তা এই ভুলের কারণে তালিকা থেকে বাদ পড়তে পারেন। যদিও সরকার এখনও কোনও অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি, তবুও প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনাচক্র। ব্লক অফিস থেকে গ্রাম পঞ্চায়েত—সবখানে উপভোক্তাদের সতর্ক করার কাজ শুরু হয়েছে।
ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও নিশ্চিত ঘোষণা নেই (Lakshmir Bhandar Benefit Increase Rumour)
এই পরিস্থিতির মধ্যেই শোনা যাচ্ছে, ভাতা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারে। সাধারণ জাতির মহিলারা যেখানে বর্তমানে ১০০০ টাকা পান, তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হতে পারে। আর তপশিলি জাতির মহিলারা পেতে পারেন ১৮০০ টাকা পর্যন্ত। তবে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি। অর্থাৎ ভাতা পাওয়ার শর্ত কঠোর হলেও, টাকা বাড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |