Garbage Tax: কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে এক নাগাড়ে বৃদ্ধি পাচ্ছে দূষণ। যার থেকে একাধিক শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যেই উঠে আসে মালদা পুরসভার কথা। তবে জানা যাচ্ছে মালদার পুরসভা এবার থেকে জঞ্জাল ফেলার জন্য গৃহস্থের উপর বসাতে চলেছে কর। চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে এই নতুন নিয়ম। এমনটাই জানানো হয়েছে পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের তরফে।
Garbage Tax Applicable
Read More: Jagadhatri: কেন সৃষ্টি হলেন জগদ্ধাত্রী! জানুন, দেবীর আবির্ভাবের ইতিহাস
মালদা জেলায় রয়েছে দুটি পুরসভা একটি ইংলিশ বাজার অন্যটি পুরাতন মালদা পুরসভা। আবর্জনা ফেলার পর্যাপ্ত জায়গা না থাকায় তা জমা করতে হয় হাইরোডের ধারে বা খোলা মাঠে। ফলে অবজর্না ফেলা নিয়ে সাধারণ মানুষের সাথে বছসাও হয়েছে কয়েকবার। পরিস্থিতি এতটাই অবনতি হয় দাঁড়িয়েছে যে দুই পুরসভার মধ্যে এই আবর্জনা ফেলা নিয়ে ভোট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভোট গেলেও সুরাহা হয়নি। তাই এবার পুরানো মালদা পুরসভা থেকে আবর্জনা ফেলার উপর কর চাপাতে চলেছে।
আবর্জনার উপর কর প্রসঙ্গে সংশ্লিষ্ট পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মাসের এক তারিখ থেকেই প্রতিটি বাড়ির আবর্জনা ফেলার ক্ষেত্রে কর হিসেবে টাকা ধার্য্য করা হবে। জানা যাচ্ছে এর আগেও পুরসভা আবর্জনার উপর কর নেওয়ার পথে হাঁটলেও শেষমেশ সেই পরিকল্পনা সফল হয়নি।
Read More: জয়রামবাটি থেকে চলবে নতুন এক্সপ্রেস! ১৮ জুলাই উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী
গতবারের পরিকল্পনার কথা সামনে ইল ব্যবসায়ী ও বণিক সম্প্রদায়ের একাধিক ব্যক্তি লিখিত পত্রের মাধ্যমে কর দেওয়ার বিষয়ে বিরোধিতা করেন। তবে এবার ব্লক এবং জেলা উন্নয়ন আধিকারিকদের সাথে কথা বলে তবেই এই পথে হাঁটতে চলেছে পুরানো মালদা পুরসভা। জানা যাচ্ছে আগামী মাস থেকে প্রতিদিন এক টাকার হিসেবে মাসে ৩০ টাকা আবর্জনা কর বরাদ্দ হবে প্রতিটি পরিবারের উপর।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |