গ্রামের মহিলাদের ঘরে বসেই ₹৭০০০ ইনকামের সুযোগ! জানুন কীভাবে শুরু করবেন

LIC Bima Sakhi Yojana 2025: কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারও নারীদের উন্নতির জন্য, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুরু করেছেন বিভিন্ন ধরনের পরিকল্পনা। নারীদের যাতে পরনির্ভরশীল হয়ে না থাকতে হয় এবং যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে সেই জন্য ব্যবস্থা নিচ্ছেন কেন্দ্র ও রাজ্য দুই পক্ষই। ভারতের অন্যতম ...

Published on:

LIC Bima Sakhi Yojana 2025

LIC Bima Sakhi Yojana 2025: কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারও নারীদের উন্নতির জন্য, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুরু করেছেন বিভিন্ন ধরনের পরিকল্পনা। নারীদের যাতে পরনির্ভরশীল হয়ে না থাকতে হয় এবং যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে সেই জন্য ব্যবস্থা নিচ্ছেন কেন্দ্র ও রাজ্য দুই পক্ষই। ভারতের অন্যতম একটি বিমা সংস্থা হল LIC জীবন বিমা সংস্থা। এই জীবন বিমা সংস্থা চালু করতে চলেছে নারীদের উন্নতির কথা মাথায় রেখে। বর্তমান যুগে নারীদের অগ্রগতির প্রয়োজন বিশেষ করে । আর গ্রামের মহিলাদের জন্য উপযুক্ত আয় সূত্র তৈরি করা অত্যন্ত দরকার। নারীদের কথা চিন্তা ভাবনা করেই এই উদ্যোগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ একটি উদ্দেশ্য হল যাতে গ্রামের মহিলারা প্রশিক্ষণের মাধ্যমে তাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে পারে ফলে মহিলাদের মাধ্যমে বীমা পরিষেবা সাধারণ মানুষের দরজায় পৌঁছে যাবে। এই প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে বাড়িতে বসেই মহিলারা একটা বিরাট অংকের অর্থ উপার্জন করতে পারবে। তবে আর দেরি কি জন্য জেনে নিন কি এই LIC Bima Sakhi Yojana 2025 ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিমান সখি যোজনা আসলে কি? LIC Bima Sakhi Yojana 2025

LIC এই বিনা সখী যোজনার মাধ্যম কাজ দেওয়া হবে। এই যোজনার মাধ্যমে গ্রামের মাধ্যমিক স্তরের বা অল্প শিক্ষায় শিক্ষিত মহিলারা কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। তারা নিজের এলাকা , গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামগুলিতে গিয়ে LIC র বিভিন্ন সুবিধা গুলি এবং পলিসি সম্বন্ধে তথ্য সরবরাহ করবে এবং যাদের এই বিমা দরকার তারাও উপকৃত হবে । অপরদিকে এর মাধ্যমে বিমা সম্পর্কে মানুষের সচেতনতাও বাড়বে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন দেওয়া হয় প্রশিক্ষণ

তবে বিমায় অংশগ্রহণকারী মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় বীমা সম্পর্কিত বিভিন্ন তথ্য। পরবর্তী সময়ে গ্রামের মানুষদের বোঝানোর দায়িত্ব পরে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের ওপর। তবে মহিলাদের এই প্রশিক্ষণ কোনরকম অর্থ মূল্য ছাড়াই প্রদান করা হয়ে থাকে। সর্বশেষে একটি সার্টিফিকেটও মেলে যার মাধ্যমে তারা অন্য যেকোনো কর্মক্ষেত্রে যোগদান করতে পারে।

প্রকল্পে অংশগ্রহণের সীমাবদ্ধতা

মূলত, গ্রামের অল্প শিক্ষিত মহিলাদের অর্থ উপার্জনের একটি পথ হল এই প্রকল্প। অষ্টম বা দশম শ্রেণী পাশে সার্টিফিকেট থাকলে অংশগ্রহণ করা যাবে। বয়স সীমা ২১ থেকে ৫০ বছর পর্যন্ত । এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্যই প্রযোজ্য। সাধারণত ছোট শহরে বাসিন্দা কিংবা ভারতে গ্রামের অঞ্চলের বসবাসকারী হতে হবে।

কত পরিমান আয়ের সম্ভাবনা

এখানে শুধুমাত্র প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট নয় এর পাশাপাশি অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হয়ে থাকে একজন বিনা শিখা যত বেশি গ্রাহককে বিমার সঙ্গে যুক্ত করবে সে সেই পরিমাণ কমিশন ও ইনসেনটিভ পাবে।এর ফলে প্রতিমাসে উপার্জন করা সম্ভব ৬ হাজার ৭ হাজার থেকে ১০ হাজার ১৫ হাজার টাকা পর্যন্ত।

তবে কি এই কাজ কাজ

একজন বিমা শিখা তার এলাকার বাসিন্দাদের বিমান সম্পর্কে সচেতন করবে এবং পলিসি বিক্রি করা ও তার সম্পর্কিত তথ্য রাখা , নতুন ক্লায়েন্টদের রেজিস্ট্রেশন প্রভৃতি বিভিন্ন ধরনের কাজ করে থাকে ।

এই প্রকল্পে যোগ দেয়ার পদ্ধতি

প্রকল্প যোগ দিতে চাওয়া মহিলাদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। যেমন নিকটবর্তী LIC অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে নিজের আসল পরিচয় পত্র জমা দিতে হবে এবং একটি ফর্ম ফিলাপ করতে হবে । এরপরে ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে যোগ্যদের। এরপরে সর্বশেষ থাকতে হলো প্রশিক্ষণে অংশগ্রহণ করা।

প্রকল্প গ্রহণের সুবিধা

এই প্রকল্পে কোন নির্দিষ্ট সময়সীমা নেই এবং কোন বাধ্যবাধকতাও নেই। সম্পূর্ণ বিনামূল্যেই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এই প্রকল্পের মাধ্যমে ৬ হাজার থেকে ৭ হাজার পর্যন্ত অর্থ ইনকাম করা যায় প্রভৃতি আরো বিভিন্ন ধরনের সুবিধা লাভ করা যেতে পারে এই প্রকল্প গ্রহণের ফলে।

সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে LIC-এর বিমা সখী যোজনা শুধু মাত্র একটি প্রকল্প বললেও ভুল হবে। এটি নারীদের আর্থিক উন্নয়নের একটি পথ এর মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। ইতিমধ্যে কয়েকজন নারী এর মাধ্যমে অর্থ উপার্জন করেছেন এবং এর পাশাপাশি সম্মানও পাচ্ছে না।

অবশ্যই দেখবেন: BSNL-এর ফ্রিডম ধামাকা! ১ টাকায় পাচ্ছেন ৩০ দিনের ফ্রি কল, ডেটা আর সিম একদম ফ্রি

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More