LIC Job Opening : সমাজে এখনও বহু নারী রয়েছেন যাঁরা পড়াশোনার পরেও ঘরের দায়িত্বে আটকে রয়েছেন। সংসার চালাতে গিয়ে নিজের স্বপ্নকে ত্যাগ করতে হয়েছে অনেককে। কেউ আবার সংসারের আর্থিক দিক সামলে উঠতে না পেরে হতাশায় ভুগছেন। অথচ একটু সুযোগ পেলে তাঁরাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারেন। একটুখানি আস্থা, একটু শিক্ষা আর একটা Income Source (রোজগারের উৎস)—এই তিনেই বদলে যেতে পারে ভবিষ্যৎ।
আজকের দিনে দাঁড়িয়ে শুধু চাকরি পাওয়াই বড় কথা নয়, বরং এমন কিছু করা যেখানে সমাজে সম্মানও থাকবে, স্বাধীনতাও থাকবে—তা আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেক গৃহবধূ বা ছাত্রীর মনে এখন একটা প্রশ্ন—”আমার নিজের কিছু করার সময় কি আসেনি?” এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ, যা শুধুমাত্র রোজগার নয়, সঙ্গে আনছে Recognition (সামাজিক স্বীকৃতি) ও আত্মবিশ্বাস। আর LIC Job করতে ইংরেজি জানা বা উচ্চশিক্ষা প্রয়োজন নেই, থাকলেই চলবে নিজের ইচ্ছাশক্তি।
কোথা থেকে শুরু হবে এই যাত্রা? (LIC Job Opening for Women in Kolkata)
Kolkata (কলকাতা) শহরে এবার এক নতুন দিশা দেখাতে হাজির LIC (Life Insurance Corporation)। তারা “Bima Sakhi” নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে, যার লক্ষ্য মহিলাদের Insurance Agent (ইনসিওরেন্স এজেন্ট) হিসেবে গড়ে তোলা। এখানে অংশগ্রহণ করতে গেলে প্রার্থীকে শুধুমাত্র ১০ম পাশ হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। আবেদনকারীরা নিজেদের পাড়ায় বসেই কাজ করতে পারবেন, অর্থাৎ এই পদটি একদম Work from Home (বাসা থেকে কাজের) সুযোগ দিচ্ছে।
Read More: LIC দিচ্ছে মহিলাদের জন্য ২ লক্ষ টাকার সুবিধা! আবেদন করলেই মিলবে টাকা
কী কী সুবিধা মিলবে এই পদে? (Benefits of Lic Insurance Job)
প্রথম তিন বছর LIC থেকে Stipend (স্টাইপেন্ড) মিলবে—প্রথম বছর ₹৭,০০০, দ্বিতীয় বছর ₹৬,০০০, তৃতীয় বছর ₹৫,০০০। তবে এই বেনিফিট পেতে গেলে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে Insurance Policy Issuance (পলিসি ইস্যু) এবং Renewal Rate (রিনিউয়াল রেট) বজায় রাখতে হবে। স্টাইপেন্ড শেষ হওয়ার পর এই কাজেই আপনি নিয়মিত Commission-based Earning (কমিশনের মাধ্যমে উপার্জন) করতে পারবেন। এছাড়াও LIC থেকে বিনামূল্যে Training (প্রশিক্ষণ) দেওয়া হবে, যাতে কেউ অনভিজ্ঞ হলেও কাজ শিখে নিতে পারেন। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ভবিষ্যতে Development Officer (DO) হওয়ার সুযোগও।
LIC Insurance Job কোথায় আবেদন করবেন? (Apply for Bima Sakhi Job in Kolkata)
LIC Insurance চাকরিতে আবেদন করতে হলে এখনই Apna App-এ গিয়ে Kolkata-র এই লিংকে Click Here
ক্লিক করুন অথবা সরাসরি LIC অফিস – ৭৩, লেনিন সরণি, তালতলা, কলকাতা-তে যোগাযোগ করুন। আবেদন করতে গেলে আবেদনকারী এবং তাঁর পরিবারের অন্য কেউ LIC Agent না হলে তবেই সুযোগ মিলবে। এমন একটি কাজ, যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, নিজের সময় অনুযায়ী। এটি শুধুই একটি Insurance Job নয়, বরং একটি নতুন পরিচয় গড়ার সুযোগ। তাই আর দেরি না করে, আজই নিজের যাত্রা শুরু করুন “Bima Sakhi LIC Insurance Job” হিসেবে।
Read More: রাজ্যের নতুন উদ্যোগ, এই পরিবারগুলি রেশন কার্ডে পাবেন অতিরিক্ত চাল ও গম! জেনে নিন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |