RBI: এবার ব্যাংক থেকে সহজেই মিলবে লোন! নয়া নিয়ম জারি করল RBI; জানুন বিস্তারিত

RBI: ছোট কোনো ব্যবসা শুরু করতে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা ব্যক্তিগত কারণে অনেক সময় মানুষ যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন। তবে লোন পরিশোধের সময় যা গ্রাহকদের চাপে ফেলে তা হলো ফোরক্লোজার চার্জ। অনেক গ্রাহক ঋণের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই টাকা ফেরত দিয়ে দিতে চান। কিন্তু সেই ...

Published on:

RBI

RBI: ছোট কোনো ব্যবসা শুরু করতে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা ব্যক্তিগত কারণে অনেক সময় মানুষ যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন। তবে লোন পরিশোধের সময় যা গ্রাহকদের চাপে ফেলে তা হলো ফোরক্লোজার চার্জ। অনেক গ্রাহক ঋণের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই টাকা ফেরত দিয়ে দিতে চান। কিন্তু সেই সুযোগ নিতে গেলে ব্যাংক আবার বাড়তি চার্জ কেটে নেয়। এবার সেই সমস্যার সমাধান করতে চলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কী পরিবর্তন আনা হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফে?

সম্প্রতি RBI-একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে আগাম ঋণ শোধ করলে ব্যাংক কোনোরকম ফোরক্লোজার চার্জ বা প্রি-পেমেন্ট পেনাল্টি কাটতে পারবেনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঋণের শর্তানুযায়ী, এখন থেকে কোনরকম ফ্লোটিং রেট ঋণের ক্ষেত্রে গ্রাহকদের থেকে কোনো বাড়তি চার্জ নেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোনরকম লগ ইন পিরিয়ড থাকবে না অর্থাৎ ঋণগ্রহীতা চাইলে যে কোনো সময় ঋণ পরিশোধ করতে পারবেন।

সকল ব্যাঙ্ক এবং NBFC-কে গ্রাহকদের এই সুবিধার ব্যাপারে আগাম সতর্ক করতে হবে।

ব্যক্তিগত ঋণ ছাড়া MSME প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে।

MSME-দের বাড়তি সুবিধা প্রদান:

RBI-এর এই নিয়ম শুধুমাত্র সাধারণ গ্রাহকদের জন্য নয়, টায়ার ১ ও টায়ার ২ ক্যাটাগরির সরকারি ব্যাংক ও কিছু NBFC-এর মাধ্যমে ঋণ নেওয়া MSME ব্যবসায়ীদেরকেও এই সুবিধা প্রদান করা হবে। ৭.৫০ কোটি টাকা পর্যন্ত লোন নেওয়া MSME-দের কোনো রকম ফোরক্লোজার চার্জ প্রদান করতে হবে না। যদি কোন ব্যাংক বা NBFC এই নিয়ম লঙ্ঘন করে তবে তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে।

কবে থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম?

এই বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি RBI। ২১শে মার্চের পর এই বিষয়ে স্টেকহোল্ডারদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে RBI।

আরও পড়ুন: Oil Price: সাধারণ মানুষের মাথায় হাত! ফের বাড়ছে সরষে-সহ ভোজ্যতেলের দাম, কতটা চড়বে বাজার?