আসছে বাবা লোকনাথের তিরোধান দিবস! জেনে নিন পুজোর দিনক্ষণ এবং সঠিক নিয়ম

বাঙালির অন্যতম প্রিয় একটি প্রবাদ বাক্য হলো “রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে”। আর এই প্রবাদটি বলে গেছেন লোকনাথ বাবা (Lokenath Baba)। যার নাম নিলে মনে অদ্ভুত শান্তি বিচরণ করে সবসময়। বিপদের সময় সবথেকে বড় রক্ষাকর্তা যিনি। ধরা হয় তিনিই ভগবান শিবের অংশ। বাবা ব্রহ্মচারী লোকনাথের ((Lokenath ...

Updated on:

Lokenath Baba

বাঙালির অন্যতম প্রিয় একটি প্রবাদ বাক্য হলো “রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে”। আর এই প্রবাদটি বলে গেছেন লোকনাথ বাবা (Lokenath Baba)। যার নাম নিলে মনে অদ্ভুত শান্তি বিচরণ করে সবসময়। বিপদের সময় সবথেকে বড় রক্ষাকর্তা যিনি। ধরা হয় তিনিই ভগবান শিবের অংশ। বাবা ব্রহ্মচারী লোকনাথের ((Lokenath Baba) কৃপা পেলে অনেক কঠিন পরিস্থিতিও জয় করা যায় বলে ধারণা।

কবে লোকনাথ বাবার (Lokenath Baba) তিরোধান দিবস?

তিথি অনুযায়ী প্রতি বছর ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস পালন হয়ে থাকে। যা চলতি বছরে ৩রা জুন মঙ্গলবার পড়েছে। এদিন সারা দিন ধরেই ভক্তরা বাবা লোকনাথের পুজো করে থাকেন।

অবশ্যই দেখবেন: ফের বাড়ল গরমের ছুটি! জুলাইতে খুলবে স্কুল, দেখে নিন কবে খুলবে স্কুল?

বাবা লোকনাথ (Lokenath Baba) আসলে কে?

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের কচুয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ (Baba Lokenath)। তাঁর পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। জন্মাষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। অনেক ক্ষেত্রেই জানা যায় বাবা লোকনাথ (Lokenath Baba) দেবাধীদেব শিবের উপাসক ছিলেন। কথিত আছে তাঁর পুজোতে দুর হয় দুঃখ দুর্দশা। জানা যায় বাবা লোকনাথের কৃপা থাকলে অনায়াসেই সমস্ত ভয়কে জয় করে ফেলা যায়। জীবনে আসে সুখের মুহূর্ত। তিনি বলেছেন বিপদে পড়লে তাঁকে স্মরণ করলে তিনি রক্ষাকর্তা হিসেবে আবির্ভাব হবেন।

অবশ্যই দেখবেন: জামাইষষ্ঠীতে বদলাচ্ছে পরিস্থিতি, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন বিস্তারিত

বাবা লোকনাথের (Baba Lokenath) পুজোর সময়:

কথায় আছে বাবা লোকনাথ অল্পেতে খুশি। তাই আলাদা করে সেভাবে সময়েরও ভাগ থাকেনা বললেই চলে। তবে ১৯ শে জ্যৈষ্ঠ বা ৩রা জুন তিরোধান দিবসের দিন বাবা লোকনাথের পুজো করার জন্য বিশেষ ভূমিকা রাখে বলেই জানা যাচ্ছে। এদিন সারাদিনই বাবার উপাসনা করা যাবে তবে সাধারণত দিনের আলো থাকাকালীন বাবা লোকনাথের (Lokenath Baba) পুজো শুভ হিসেবে ধরা হয়।

জেনে নিন বাবা লোকনাথের (Baba Lokenath) পুজোর সামগ্রী কি কি?

বাব লোকনাথ ব্রহ্মচারী হওয়ায় সাদামাটা জীবন কাটাতেন। তাই তাঁর পুজোতেও কোনো জাঁকজমকের প্রয়োজন থাকেনা। চলুন জেনে নিই লোকনাথ বাবার (Baba Lokenath) পুজোর সামান্য সামগ্রী সম্পর্কে:
১. মিছরি
২. যেকোনো মোরশুমি ফল
৩. সাদা মিষ্টি
৪. খিচুড়ি বা এই ধরনের সাধারণ খাবার
৫. নীল রঙের শাপলা ফুল
৬. যেকোনো সাদা ফুল

অবশ্যই দেখবেন: সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, জুনেই মিলছে DA! জেনে নিন বিস্তারিত

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon