রান্নার খরচ কমাতে আসছে সুখবর! গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নেবে কেন্দ্র

LPG Price: দেশের মধ্যবিত্ত পরিবারের জন্য আসতে পারে বড় স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার শিগগিরই তেল বিপণন সংস্থাগুলির জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকার ভর্তুকি প্যাকেজ ঘোষণা করতে চলেছে। সূত্র অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা নাগাদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। WhatsApp Group Join Now Telegram Group Join Now কেন আসছে ...

Published on:

LPG Price

LPG Price: দেশের মধ্যবিত্ত পরিবারের জন্য আসতে পারে বড় স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার শিগগিরই তেল বিপণন সংস্থাগুলির জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকার ভর্তুকি প্যাকেজ ঘোষণা করতে চলেছে। সূত্র অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা নাগাদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন আসছে এই ভর্তুকি?

বিজনেস টুডে-র প্রতিবেদন জানাচ্ছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাস (LPG Price) বিক্রিতে তেল সংস্থাগুলিকে বড় ক্ষতির মুখে ফেলেছে। সেই ক্ষতি পূরণ করতেই কেন্দ্রের এই পদক্ষেপ। ভর্তুকি কার্যকর হলে LPG সিলিন্ডারের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
LPG Price
LPG Price

সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মাঝেও এই সহায়তা দেশের লক্ষ লক্ষ পরিবারের রান্নাঘরে আনতে পারে সাশ্রয়। তেল বিপণন সংস্থাগুলিও পাবে আর্থিক স্বস্তি, যা তাদের জন্য বড় সহায়ক হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ক্যাবিনেট অনুমোদনের অপেক্ষা

যদিও এখনও কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ওয়াকিবহাল মহল নিশ্চিত—ক্যাবিনেটের অনুমোদন মিললেই এটি হবে সাম্প্রতিক কালের অন্যতম বড় অর্থনৈতিক পদক্ষেপ

অবশ্যই দেখবেন: BSNL-এর ফ্রিডম ধামাকা! ১ টাকায় পাচ্ছেন ৩০ দিনের ফ্রি কল, ডেটা আর সিম একদম ফ্রি

১ অগাস্ট থেকে কমল কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম

প্রতি মাসের শুরুতেই বদল হয় রান্নার গ্যাসের (LPG Price) দাম, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ১ অগাস্ট থেকে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে বড় রদবদল হয়েছে। ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমেছে ৩৩.৫০ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত। নতুন দাম কার্যকর হয়েছে ১ অগাস্ট থেকেই।

LPG Price
LPG Price

কোন শহরে কত কমল দাম?

প্রধান মেট্রো শহরগুলিতে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম এভাবে কমেছে—

  • কলকাতা: আগে ১৭৬৯ টাকা, এখন ১৭৩৪ টাকা (কমেছে ৩৫ টাকা)
  • চেন্নাই: দাম নেমে এসেছে ১৮০০ টাকার নিচে
  • দিল্লি: দাম ১৬৫০ টাকার নিচে
  • মুম্বই: এখন দাম ১৬০০ টাকার নিচে

সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতা ও চেন্নাইতে।

গার্হস্থ্য সিলিন্ডারের দামে পরিবর্তন নেই

যদিও কমার্শিয়াল LPG সিলিন্ডারের (LPG Price) দাম কমেছে, গার্হস্থ্য গ্রাহকদের জন্য এখনো কোনও পরিবর্তন হয়নি। বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম এখনও ৮৭৯ টাকা রয়ে গেছে। এ পরিবর্তনের ফলে হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কিছুটা স্বস্তি পেলেও সাধারণ গৃহস্থের খরচে আপাতত কোনও রেহাই আসেনি।

অবশ্যই দেখবেন: গ্রামের মহিলাদের ঘরে বসেই ₹৭০০০ ইনকামের সুযোগ! জানুন কীভাবে শুরু করবেন

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More