LPG subsidy : ব্যাংকে ঢুকছে তো গ্যাস ভর্তুকির টাকা; এবার জানবেন বাড়িতে বসেই 

রান্নার গ্যাসের (LPG Gas Subsidy) ভর্তুকি: গার্হস্থ্য প্রয়োজনে সাধারণত এলপিজি রান্নার গ্যাস ব্যবহার করা হয়। এবার রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে বড় খবর শোনালোকেন্দ্র সরকার। বিশেষ করে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন তাদের জন্য এই বিরাট খবর। তবে এই ভর্তুকি পেয়ে থাকেন কেবল মেয়েরা। রান্না গ্যাসের জন্য ৩০০ টাকা ...

Updated on:

LPG subsidy : ব্যাংকে ঢুকছে তো গ্যাস ভর্তুকির টাকা; এবার জানবেন বাড়িতে বসেই 

রান্নার গ্যাসের (LPG Gas Subsidy) ভর্তুকি: গার্হস্থ্য প্রয়োজনে সাধারণত এলপিজি রান্নার গ্যাস ব্যবহার করা হয়। এবার রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে বড় খবর শোনালোকেন্দ্র সরকার। বিশেষ করে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন তাদের জন্য এই বিরাট খবর। তবে এই ভর্তুকি পেয়ে থাকেন কেবল মেয়েরা। রান্না গ্যাসের জন্য ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে থাকেন তারা। অর্থাৎ একদিকে যেমন অর্থ সাশ্রয় হয় অন্যদিকে ঘরের চুলায় জলে আগুন।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয় এই ভর্তুকি। তবে হাতে নয় এই ভর্তুকি দেওয়া হয় একাউন্টে। ব্যাংকে না গেলে কত টাকা ভর্তুকি এসেছে তা দেখা সম্ভব নয়। তবে এবার ঘরে বসেই সরাসরি দেখতে পারবেন কত টাকা ভর্তুকি ঢুকেছে আপনার ব্যাংকে। যদি দেখতে চান আপনার গ্যাসের ভর্তুকি কত টাকা ঢুকেছে তবে অবশ্যই এই ওয়েবসাইটগুলি ফলো করুন। myLPG.in সেখান থেকে এলপিজি ভর্তুকি সম্পর্কিত যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

LPG ওয়েবসাইটে তথ্য প্রদান:

আপনি যে গ্যাস ডিস্ট্রিবিউটরের থেকে গ্যাস নিয়ে থাকেন, সেই কোম্পানির বিকল্পগুলি নির্বাচন করতে হবে। Indane, Bharat, HP প্রভৃতি ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট করুন। এরপর ওয়েবসাইটে গ্যাস বুকের যাবতীয় তথ্য দিতে হবে। বিশদ বিবরণ দেওয়ার পর একটি ক্যাপচা ফাইল দেখানো হবে। এলপিজি সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে লিপিবদ্ধ করা হবে। যাবতীয় তথ্য সেখানে দিয়ে দিলেই কেল্লাফতে। আপনার কাছে চলে আসবে নির্দিষ্ট নোটিফিকেশন।

যদি আপনার ভর্তুকি জমা হয় ব্যাংকে তবে ফোনে একটি মেসেজ পাবেন। আর তা না হলে হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। একটি বিশেষ হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিতে পারেন সবকিছু। ১৮০০২৩৩৩৫৫৫ এই নম্বরেই যোগাযোগ করে ভর্তুকির সংক্রান্ত বিষয় জ্ঞান আহরণ করতে পারেন। তবে কোনরকম ঝুঁকি এড়াতে নিজের তথ্য সঠিকভাবে আপলোড করুন। আপনার আধার কার্ডের যাবতীয় বিবরণ লিপিবদ্ধ করতে হবে। আধারের তথ্য আপ টু ডেট হওয়ার পরেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Ananya Goswami

I am a Literature student, and work for Tollywood Online as a content writer as Writing is one of my hobby and passion. Here in Tollywood Online i write in various topics with research and content writing.
WhatsApp Icon