Ekchokho.com 🇮🇳

জয়জয়কার বাংলার! প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল! দেখে নিন মেধা তালিকা

Madhyamik 2025: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2025) প্রকাশিত হয়েছে আজকে। মেধা তালিকা থেকে পাসের হার সবেতেই জয়জয়কার জেলার। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতবছরের তুলনায় এই বছর পাসের হার অনেকটাই বেড়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৬.৫৬ শতাংশ গত বছর পাসের হার ছিল ...

Published on:

Madhyamik 2025

Madhyamik 2025: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2025) প্রকাশিত হয়েছে আজকে। মেধা তালিকা থেকে পাসের হার সবেতেই জয়জয়কার জেলার। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতবছরের তুলনায় এই বছর পাসের হার অনেকটাই বেড়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৬.৫৬ শতাংশ গত বছর পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ।

চলতি বছর পাসের হারের নিরিখে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জেলায় পাসের হার ৯৬.৪৬ শতাংশ। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, এই জেলায় পাসের হার ৯৬.০৯ শতাংশ। পাসের হারের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এই জেলায় পাসের হার ৯২.৩০ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পাসের হার ৯০.৫২ শতাংশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চলতি বছর মেধা তালিকার প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ পারসেন্ট। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনের প্রাপ্ত নম্বর, ৬৯৪, ৯৯.১৪ পারসেন্ট। তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯ পারসেন্ট।

অবশ্যই দেখবেন: ৭০০-এ ৬৯৬! কে এই আদৃত? প্রথম হয়ে যা বলল, শুনলে অবাক হবেন!