মাধ্যমিক 2026 (Madhyamik 2026): আগেভাগেই রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ!

কেন এত তাড়াতাড়ি প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার সময়সূচি? কী বলছে পর্ষদ? কলকাতা, 7 May, 2025: 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই, 2026 সালের মাধ্যমিক (Madhyamik 2026) পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই পরীক্ষা শুরু হলেও, আগামী ...

Updated on:

মাধ্যমিক 2026 (Madhyamik 2026): আগেভাগেই রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ!

কেন এত তাড়াতাড়ি প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার সময়সূচি? কী বলছে পর্ষদ?

কলকাতা, 7 May, 2025: 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই, 2026 সালের মাধ্যমিক (Madhyamik 2026) পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই পরীক্ষা শুরু হলেও, আগামী বছর পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। কবে থেকে শুরু হবে এই পরীক্ষা এবং কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে, তা জেনে নেওয়া যাক।

Read More: উচ্চ মাধ্যমিক 2025: ফল প্রকাশের আগেই রিভিউ ও স্ক্রুটিনির তারিখ ঘোষণা! জেনে নিন আবেদনের দিনক্ষণ

কেন এগিয়ে এল 2026 সালের মাধ্যমিক পরীক্ষা?

সাধারণত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করে। তবে, 2026 সালে পরীক্ষা এগিয়ে আসার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে রাজ্যে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনকে। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই সম্ভবত পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক 2026 (Madhyamik 2026)?

পর্ষদের প্রকাশিত রুটিন অনুযায়ী, 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2 ফেব্রুয়ারি (সোমবার) থেকে এবং চলবে 12 ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত। প্রতিদিন একটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Read More: Vidyasagar Bridges 20 weak Cable To be replaced: যাত্রীদের হেনস্থা! পরিবর্তন করা হবে বিদ্যাসাগর সেতুর ২০ টি দুর্বল কেবল; টানা ১৫ মাস ব্যাহত যানচলাচল! জানুন বিস্তারিত

এক নজরে দেখে নিন 2026 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন:

তারিখ দিন বিষয়
2 ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষা
3 ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষা
6 ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাস
7 ফেব্রুয়ারি শনিবার ভূগোল
9 ফেব্রুয়ারি সোমবার গণিত
10 ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌতবিজ্ঞান
11 ফেব্রুয়ারি বুধবার জীবন বিজ্ঞান
12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয় (ইলেক্টিভ)

প্রতিটি পরীক্ষার সময় সকাল 10টা 45 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত ধার্য করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

  • সংগীত (কন্ঠ ও বাদ্য) এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো কিছু বিষয়ের ব্যবহারিক ও তত্ত্ব পরীক্ষা বিশেষ নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত সময়সূচী পরে জানানো হবে।
  • শারীরিক শিক্ষা, সমাজ সেবা এবং কর্ম শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষাসূচিও পরবর্তীতে প্রকাশ করা হবে।

পর্ষদের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন শিক্ষক ও পড়ুয়ারা?

আগেভাগে রুটিন (Madhyamik 2026) প্রকাশ পাওয়ায় শিক্ষক এবং পড়ুয়ারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন। সিলেবাস শেষ করা এবং রিভিশনের জন্য এটি সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তবে, নভেম্বরের শেষ বা ডিসেম্বরে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হলে, সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে কিছু শিক্ষক উদ্বেগ প্রকাশ করেছেন।

Read More: পোস্ট অফিসে বাম্পার সুদ! 5 বছরে 10 লাখে 4.5 লক্ষ টাকা লাভের সুযোগ এই স্কিমে

WhatsApp Icon