Ekchokho.com 🇮🇳

Madhyamik Result: মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশের দিন ঘোষণা? ১২ মে না ২০ মে, কী বলছে পর্ষদ!

Madhyamik Result: ২০২৫ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শেষ হতে না হতেই পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন— কবে প্রকাশিত হবে ফলাফল (Result)? পরীক্ষার প্রস্তুতির চাপে কাটানো দীর্ঘ সময়ের পর এখন সব পড়ুয়ারই একটাই অপেক্ষা, মার্কশিট হাতে পাওয়ার মুহূর্ত! গত কয়েক বছরে দ্রুত ফলাফল প্রকাশের দিকে নজর দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE), আর ...

Published on:

Madhyamik Result

Madhyamik Result: ২০২৫ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শেষ হতে না হতেই পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন— কবে প্রকাশিত হবে ফলাফল (Result)? পরীক্ষার প্রস্তুতির চাপে কাটানো দীর্ঘ সময়ের পর এখন সব পড়ুয়ারই একটাই অপেক্ষা, মার্কশিট হাতে পাওয়ার মুহূর্ত! গত কয়েক বছরে দ্রুত ফলাফল প্রকাশের দিকে নজর দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE), আর এবারও তার ব্যতিক্রম হবে না।

কবে জানা যাবে ফলাফল?

সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ (Madhyamik Result) হতে সময় লাগে প্রায় তিন মাস। কিন্তু এবার পর্ষদ চেষ্টা করছে আরও কম সময়ে ফল প্রকাশের। শিক্ষার্থী ও অভিভাবক মহলে কানাঘুষো চলছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই রেজাল্ট প্রকাশ হতে পারে। অনেকেই বলছেন, ১২ মে থেকে ২০ মে-র মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই তারিখ নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করেনি পর্ষদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূল্যায়ন কতদূর?

পর্ষদ সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে। বাকি উত্তরপত্রগুলির মূল্যায়ন দ্রুত শেষ করার জন্য পর্ষদ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে উত্তরপত্র জমা ও স্ক্যানিংয়ের কাজ দ্রুত করতে পরীক্ষাকেন্দ্রগুলিতে বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া, পরীক্ষার পর মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নিয়ম চালু করেছে পর্ষদ।

এবারের পরীক্ষায় বিশেষ নজরদারি
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 2025) নজরদারি ছিল আগের চেয়ে অনেক বেশি কড়া। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর ছিল কঠোর নিষেধাজ্ঞা। ফলে এবার তুলনামূলকভাবে কম সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। সূত্রের খবর, মোবাইল ব্যবহার করার কারণে মাত্র ২০ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। এছাড়া, প্রথম ১০ স্থান পর্যন্ত মেধাতালিকা (Merit List) প্রকাশ করবে পর্ষদ, যা আগের বছরগুলোর মতোই স্বচ্ছতার সঙ্গে ঘোষণা করা হবে।

রেজাল্ট পাওয়ার উপায়


মাধ্যমিকের ফল প্রকাশ হলে পরীক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে সহজেই রেজাল্ট জানতে পারবেন। www.wbbse.org এবং wbresults.nic.in ওয়েবসাইটের পাশাপাশি, এসএমএস (SMS) এবং মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমেও ফল জানা যাবে। পরীক্ষার্থীদের রোল নম্বর (Roll Number) দিয়ে লগইন করলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে। তবে মূল মার্কশিট (Marksheet) এবং সার্টিফিকেট (Certificate) স্কুল থেকে নির্দিষ্ট তারিখে সংগ্রহ করতে হবে। পর্ষদ থেকে ফলাফল প্রকাশের দিন চূড়ান্ত ঘোষণা হলেই তা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন। Egg Malai Curry: রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই, সহজ রেসিপিতে বানিয়ে ফেলুন চটজলদি!