দুর্গারূপে ফিরলেন শ্বেতা ভট্টাচার্য! কোন চ্যানেলে দেখা যাবে এই মেগা কামব্যাক?

Mahalaya 2025 Shweta Bhattacharya as Durga: আসছে মা দুর্গা, মহালয়া ২০২৫-এর প্রস্তুতি তুঙ্গে! আর এই বার্তার সঙ্গেই বাংলা ঘরোয়া আবহে ফের ফিরছে আবেগঘন ভোরের মুহূর্ত—রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দ্দিনী’, মণ্ডপে বাঁশ পড়া, ঢাকের আওয়াজ, আর সঙ্গে টেলিভিশনের স্ক্রিনে দেবীরূপে প্রিয় অভিনেত্রীদের আবির্ভাব। আর এই বছর (২০২৫)-এর মহালয়া উপলক্ষে বড় ...

Published on:

Mahalaya 2025 Shweta Bhattacharya as Durga

Mahalaya 2025 Shweta Bhattacharya as Durga: আসছে মা দুর্গা, মহালয়া ২০২৫-এর প্রস্তুতি তুঙ্গে! আর এই বার্তার সঙ্গেই বাংলা ঘরোয়া আবহে ফের ফিরছে আবেগঘন ভোরের মুহূর্ত—রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দ্দিনী’, মণ্ডপে বাঁশ পড়া, ঢাকের আওয়াজ, আর সঙ্গে টেলিভিশনের স্ক্রিনে দেবীরূপে প্রিয় অভিনেত্রীদের আবির্ভাব। আর এই বছর (২০২৫)-এর মহালয়া উপলক্ষে বড় চমক এনে দিল ‘টেলি দুর্গা প্রোডাকশনস’। কারণ এবার দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Shweta Bhattacharya as Durga 2025)!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কে এই শ্বেতা ভট্টাচার্য?

বাংলার ছোট পর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “কোন গোপনে মন ভেসেছে”-তে ‘শ্যামলী’ চরিত্রে অভিনয় করে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উল্লেখযোগ্য তথ্য:

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
  • বড়পর্দায় ‘প্রজাপতি’ ছবিতে দেবের বিপরীতে ডেবিউ
  • একাধিক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়
  • দেবী দুর্গার বিভিন্ন রূপে অতীতে দর্শকপ্রিয়তা অর্জন

মহালয়া ২০২৫: টেলি দুর্গার বড় চমক!

প্রতিবছরের মতোই, ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ (Telly Durga Productions) এবারও আয়োজন করছে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দ্দিনী’ ২০২৫। তবে এবার বিশেষ আকর্ষণ হিসেবে দেবী দুর্গার রূপে থাকছেন শ্বেতা ভট্টাচার্য। এর আগে এই প্রোডাকশন হাউস ২০২৪ সালে আরাত্রিকা মাইতিকে দুর্গারূপে উপস্থাপন করেছিল। এবার মুখ বদলে নয়া চমক আনতে চলেছে সংস্থা।

দেবী রূপে শ্বেতা: দর্শকদের আগ্রহ তুঙ্গে

এই খবর সামনে আসতেই শ্বেতার অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ এর আগেও তাঁকে দেবী দুর্গার রূপে টেলিভিশনের পর্দায় দেখা গেছে, আর সেই অভিনয় দর্শকমনে দাগ কেটেছে।

অবশ্যই দেখবেন: ‘আমিও বাংলায় কথা বলি, ধরে নিয়ে যান আমাকে’ একুশে জুলাইয়ের মঞ্চে রচনার বিস্ফোরক বার্তা

এবার যে ‘মহিষাসুরমর্দ্দিনী’-তে শ্বেতা থাকবেন:

  • দেবীর বিভিন্ন রূপে বিশেষ ভিজ্যুয়াল উপস্থাপন
  • নতুন কনসেপ্টে পুরাণ উপাখ্যানের আধুনিক চিত্রায়ণ
  • চমক নিয়ে এখনই কিছু জানায়নি সংস্থা

তবে প্রোডাকশন হাউস সূত্রে জানা যাচ্ছে, পুরো অনুষ্ঠানটি দুর্দান্ত ভিএফএক্স ও চিত্রনাট্যে নির্মিত হবে, যা একদম আলাদা অভিজ্ঞতা এনে দেবে দর্শকদের।

আগের বছরগুলোর মহালয়া আয়োজনে কারা ছিলেন?

টেলি দুর্গা প্রোডাকশনস এর আগে মহালয়া বা দুর্গাপুজো উপলক্ষে একাধিক জনপ্রিয় অনুষ্ঠান আয়োজন করেছে। যেমন:

  • ২০২১: ‘আগমনী আড্ডা’—অংশ নিয়েছিলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল দে, মালবিকা সেন
  • ২০২৩: সোনামণি সাহা, দিব্যজ্যোতি দত্ত, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ
  • ২০২৪: ‘মহিষাসুরমর্দ্দিনী’ অনুষ্ঠান—দেবীরূপে ছিলেন আরাত্রিকা মাইতি

এবারের ২০২৫ সংস্করণে নতুন রূপে ফিরে আসছে এই অনুষ্ঠান—আর শ্বেতার আগমনেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।

মহালয়া ও বাঙালির আবেগ: একটা অবিচ্ছেদ্য সম্পর্ক

মহালয়া মানেই বাঙালির কাছে এক বিশেষ ভোর। ভোর পাঁচটার কুয়াশায় ঘেরা বাতাসে ভেসে আসে—

“আমার খুলিতে ভোরের তারা,
শক্তি, শুভ্রতা, শান্তি সঞ্চারিণী মাতা দুর্গা,
তোমার আবাহন করিলাম”

এই আবহে এখন টেলিভিশনেও সেই মেজাজ বজায় রাখার চেষ্টা করা হয়, এবং নানা চ্যানেলে ‘মহিষাসুরমর্দ্দিনী’র আলাদা আলাদা সংস্করণ সম্প্রচারিত হয়, যেখানে দর্শকরা প্রিয় অভিনেত্রীদের দেবী রূপে দেখতে পান।

কোন চ্যানেলে সম্প্রচারিত হবে শ্বেতার মহালয়া অনুষ্ঠান?

এই মুহূর্তে ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর তরফে চ্যানেল বা প্ল্যাটফর্ম সম্পর্কে কোনও স্পষ্ট ঘোষণা আসেনি। তবে অনুমান করা হচ্ছে—

  • অনুষ্ঠানটি YouTube ও OTT প্ল্যাটফর্মে আসতে পারে
  • সম্ভাব্য কিছু টিভি চ্যানেলও সম্প্রচারে আগ্রহী

নজর রাখতে হবে সংস্থার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া ও চ্যানেল ঘোষণার উপর।

শ্বেতা ভট্টাচার্য দুর্গারূপে আসছেন মহালয়া ২০২৫-এ—এই খবর ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। তাঁকে এই নতুন রূপে দেখার অপেক্ষায় দর্শকরা। প্রতি বছর যে মহালয়া একটা নস্টালজিয়া ও আধ্যাত্মিকতার আবেশে ভরা, তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে এক চেনা মুখের আধুনিক রূপায়ণ। আসন্ন পুজোর আগমনী বার্তা হয়ে উঠুক এই বিশেষ অনুষ্ঠান। আর দর্শকদের মনে আরও একবার জায়গা করে নিক দুর্গারূপে শ্বেতা।

অবশ্যই দেখবেন: অগস্টেই সুখবর! দ্বিগুণ টাকা আসছে লক্ষ্মীর ভাণ্ডারে? জেনে নিন নয়া আপডেট