Ekchokho.com 🇮🇳

Majhi Ladki Bahin Yojana: এবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২১০০ টাকা! কারা কারা পাবেন? জানুন বিস্তারিত

Majhi Ladki Bahin Yojana: মহিলাদের স্বনির্ভর করে তুলতে এবং তাদের আর্থিক উন্নতির জন্য ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে নানান প্রকল্প শুরু করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার নারীদের কাছে। বর্তমানে এক প্রকল্প থেকে সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি উপজাতির ...

Published on:

Mahila Samridhi Yojana

Majhi Ladki Bahin Yojana: মহিলাদের স্বনির্ভর করে তুলতে এবং তাদের আর্থিক উন্নতির জন্য ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে নানান প্রকল্প শুরু করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার নারীদের কাছে। বর্তমানে এক প্রকল্প থেকে সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি উপজাতির মহিলারা মাসে ১২০০ টাকা পেয়ে থাকেন।

এছাড়াও রাজ্যের মেয়ে এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। এবার আরেক রাজ্যের সরকার মহিলাদের জন্য বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছে। ১০০০ বা ১২০০ টাকা নয় এবার মহিলারা মাসে পাবেন ২০০০ টাকার বেশি। জানেন কোন রাজ্যের মহিলারা এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন? কোন রাজ্যের সরকারই বা মহিলাদের জন্য এমন উদ্যোগ নিচ্ছে? আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত (Majhi Ladki Bahin Yojana)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Majhi Ladki Bahin Yojana
Majhi Ladki Bahin Yojana

মাঝি লাডকি বহিন যোজনার (Majhi Ladki Bahin Yojana):

জানা যাচ্ছে, মাঝি লাডকি বহিন যোজনার (Majhi Ladki Bahin Yojana) অধীনে এই টাকা তুলে দেওয়া হবে মহিলাদের হাতে। মহারাষ্ট্র সরকারের তরফে এই প্রকল্প শুরু করা হচ্ছে। বোঝাই যাচ্ছে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতেই এই প্রকল্প শুরু করা হয়েছে। তবে, এই প্রকল্পের সপ্তম কিস্তি নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা বিলম্ব হওয়ায় বেশ অসন্তুষ্ট হয়েছেন মহিলারা। মূলত নতুন বছরের প্রথম মাসের শুরুতে এই প্রকল্পের সপ্তম কিস্তি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। গত বছরের জুলাই মাস থেকে প্রতি মাসে পূর্ববর্তী কিস্তি সময়মতো ঢুকে গেলেও, ডিসেম্বরের কিস্তি আসতে বেশ কিছুটা সময় লেগেছে। সপ্তম কিস্তি এখনও পাননি মহিলারা। যদিও এই বিষয়ে এক বড় আপডেট প্রকাশ্যে এসেছে।

When will women get installment money (জেনে নিন, কবে কিস্তির টাকা পাবেন মহিলারা?)

মহারাষ্ট্র সরকার প্রথমে মকর সংক্রান্তি উপলক্ষে টাকা জমা দেওয়ার পরিকল্পনা করলেও সেদিন তহবিল জমা করতে তারা ব্যর্থ হয়। তবে এখন নিশ্চিত করা হয়েছে যে ২৬শে জানুয়ারী থেকে সপ্তম কিস্তি পাঠানো হবে। মহিলা ও শিল্প উন্নয়ন মন্ত্রী অদিতি তাতকারে ঘোষণা করে জানিয়েছেন, ২৬শে জানুয়ারী অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সপ্তম কিস্তি জমা পড়তে শুরু করবে। তবে অ্যাকাউন্টে টাকা পৌঁছতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ দিন।

How much money will women get in the seventh installment (জানুন, সপ্তম কিস্তিতে কত টাকা পাবেন মহিলারা?)

জানা যাচ্ছে, সপ্তম কিস্তির টাকা হিসাবে প্রত্যেকটি মহিলা ১,৫০০ টাকা পাবেন। তবে, আসন্ন ফেব্রুয়ারি-মার্চ বাজেটে এই পরিমাণ বাড়িয়ে ২,১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি গৃহীত হলে ভবিষ্যতের কিস্তিতে মহিলারা ২,১০০ করে টাকা পাবেন। তবে এক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। মহিলা সুবিধাভোগীদের আবেদনপত্র যাচাই করে দেখে তবেই টাকা অ্যাকাউন্টে পাঠাবে। যে সকল মহিলা এই স্কিমের শর্ত পূরণ করবেন না তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এছাড়াও, নমো শেঠকারি সম্মান যোজনার সুবিধা গ্রহণকারী মহিলারা মাঝি লড়কি বহিন যোজনার তালিকা থেকে বাদ পড়বেন। ইতিমধ্যে এই ঘোষণা মহিলার মধ্যে হতাশার সৃষ্টি করেছে।

আরও পড়ুন: Today’s Horoscope: গনপতির আশীর্বাদে ভাগ্য সহায় থাকবে এই তিন রাশির! এক নজরে দেখুন আজকের রাশিফল