দুর্গাপুজোয় ১ লক্ষ টাকার চাঁদা! ৩১ জুলাইয়ের দিকেই চেয়ে পুজো কমিটিগুলি

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই ধুমধাম আয়োজনে শুরু হয়ে যাবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব (Durga Puja)। ইতিমধ্যেই পাড়ার পাড়ায় প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। কলকাতার বড় বড় পুজো (Durga Puja) কমিটি গুলিতে প্যান্ডেলের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের বিভিন্ন ...

Updated on:

Durga Puja

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই ধুমধাম আয়োজনে শুরু হয়ে যাবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব (Durga Puja)। ইতিমধ্যেই পাড়ার পাড়ায় প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। কলকাতার বড় বড় পুজো (Durga Puja) কমিটি গুলিতে প্যান্ডেলের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের বিভিন্ন ক্লাবকে দূর্গা পূজার অনুদান দেওয়া হয়।

Durga Puja
Durga Puja

পূজার সময়সূচী

অন্যান্য বছরের তুলনায় এবার দুর্গাপুজো (Durga Puja) অনেকটাই আগে শুরু হচ্ছে। সেপ্টেম্বরে মহালয়া আর ২৮শে সেপ্টেম্বর মহাষষ্ঠী। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলিকে অনুদান দেন। গত বছর প্রতিটি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা। এবার কত টাকা অনুদান দেবে রাজ্য সরকার?

দুর্গাপূজা অনুদানের মূল্য:

গত বছর রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে অনুদান দিয়েছিল সরকার। যারমধ্যে কলকাতার ক্লাবের সংখ্যা ৩ হাজার । বাকি ৪০ হাজার জেলার পুজো। গত বছর ৮৫ হাজার টাকা অনুদানের সঙ্গে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। এ বছর কত অনুদান দেওয়া হবে, কটা ক্লাব অনুদান পাবে সব জানা যাবে আগামী ৩১ শে জুলাই।

বৈঠকের স্থান সময়:

রাজ্যে সরকার ৩১ জুলাই পুজো কমিটির সদস্য়দের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবের রাজ্যের শীর্ষস্থানীয় কর্তা ও নেতামন্ত্রীরা। বৈঠক বসতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবার এই বৈঠকে ডাকা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের। রাজ্যে সম্প্রতি বজায় রাখতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের দুই জন সদস্য উপস্থিত থাকবেন। পুজোকে সার্বজনীন করে তুলতেই এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতার।

২০২৩ সালে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবপ্রতি ৭০ হাজার টাকা। ২০২৪ সালে সেই অনুদানের টাকা বাড়িয়ে করা হয়েছেল ৮৫ হাজার টাকা। তাই চলতি বছর পুজোর অনুদান ১ লক্ষ টাকা করে বাড়িয়ে দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। চলতি বছরেই ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও গত বছর ঘোষণা করেছিলেন মমতা। দেখা যাক আগামী ৩১ শে জুলাই এর বৈঠকে কি হয়।

অবশ্যই দেখবেন: ২৫ হাজার টাকা পাবেন বিয়ের আগে! রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ ও আবেদন পদ্ধতি জেনে নিন

 

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon