সিনেমা প্রেমীদের জন্য সুখবর! রাজ্যে তৈরি হবে একশো সিনেমা হল, মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা

কলকাতা: টলিউডের (Tollywood) সুপারস্টার বলতে প্রথমেই যার নাম মাথায় আসে তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাংলা চলচ্চিত্র জগতে কয়েক দশক ধরে রাজত্ব চালাচ্ছেন তিনি। টলিউডে অনেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি নামে চেনেন। এবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে, নতুন একটি অভিনব ঘোষণা করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বৃহস্পতিবার ...

Updated on:

Mamata Banerjee

কলকাতা: টলিউডের (Tollywood) সুপারস্টার বলতে প্রথমেই যার নাম মাথায় আসে তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাংলা চলচ্চিত্র জগতে কয়েক দশক ধরে রাজত্ব চালাচ্ছেন তিনি। টলিউডে অনেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি নামে চেনেন। এবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে, নতুন একটি অভিনব ঘোষণা করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গত বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে টলিউডের বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা, গায়ক গায়িকা উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি বিশেষ উদ্যোগের কথা নিজেই জানান মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, “প্রসেনজিৎ একটা খুব ভালো আইডিয়া করেছে। একটা মডেল তৈরি করেছে। অফিসাররা দেখে এসে আমাকে জানিয়েছে। আমাদেরও সেই মডেলটা ভালো লেগেছে।”

মডেল সম্পর্কে বিস্তারিত জেনে নিন:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, রাজ্যের প্রায় ১০০টি জায়গায় ৪০-৫০ জনের বসার মতো ছোট ছোট সিনেমা হল তৈরি করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর এই উদ্যোগের ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল বা বুথ স্তর পর্যন্ত সিনেমা দেখার সুযোগ তৈরি হবে। এই ব্যবস্থায় প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে বিনোদন পৌঁছে যাবে আর লাভবান হবে সিনেমা শিল্পও। কর্মসংস্থানও হবে বহু মানুষের। মুখ্যমন্ত্রীর কথায়, “ওরা যে সিনেমাগুলি তৈরি করে, সেগুলো মার্কেট পাবে। চাহিদা বাড়বে। কর্মসংস্থানও হবে বহু মানুষের। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “ওরা যে সিনেমাগুলি তৈরি করে, সেগুলো মার্কেট পাবে। চাহিদা বাড়বে। কর্মসংস্থানও হবে।”

বর্তমানে চারিদিকে মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। যার কারণে বন্ধ হয়ে গেছে বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। এর ফলে বাংলা ছবির ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। এতে অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ। মুক্তির পরেও হলের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমার বাজার। তাই সেই অভাব মেটাতে প্রসেনজিতের অভিনব উদ্যোগ ‘সিনেমা ঘর’ মডেল।

অবশ্যই দেখবেন: ফার্নিচার তছনছ করছে উইপোকা? ঘরেই আছে মাত্র ২ টাকার জাদু টোটকা, বর্ষায় মিলবে ১০০% সমাধান!

ছোট আকারে ৪০-৫০ জনের বসার ব্যবস্থা-সহ শতাধিক জায়গায় তৈরি হচ্ছে এই বিশেষ প্রেক্ষাগৃহ। অভিনেতার এই ভাবনাচিন্তা নিয়ে প্রশংসা করে বলেন, “প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে। আমাদের সেটা ভালো লেগেছে। এটা হলে প্রত্যন্ত এলাকাতেও সিনেমা দেখা যাবে। ছবির মার্কেট তৈরি হবে, কর্মসংস্থানও হবে।”

অবশ্যই দেখবেন: নিম্নচাপ কাটলেও তাণ্ডব অব্যাহত! আগামী সপ্তাহে বজ্র-সহ বৃষ্টিতে কাঁপবে এই জেলাগুলি

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon