লিটার প্রতি ২ টাকা দাম কমাচ্ছে মাদার ডেয়ারি; দাম কমছে অন্যান্য দুগ্ধজাত পণ্যেরও! জানুন বিস্তারিত

Mother Dairy GST Cut: উত্তরোত্তর মূল্যবৃদ্ধির বাজারে অবশেষে দাম কমার সুখবর। সম্প্রতি জিএসটি পরিকাঠামো সংস্কারের পর দাম কমছে মাদার ডেয়ারির দুধ, ঘি, পনির সহ সকল দুগ্ধজাত পণ্যের। মূলত সরকারের জিএসটি সংস্কারের পর ২২শে সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। এরই মধ্যে মাদার ডেয়ারি লিটার প্রতি দুধের দাম কমানোর কথা ঘোষণা ...

Updated on:

Mother Dairy

Mother Dairy GST Cut: উত্তরোত্তর মূল্যবৃদ্ধির বাজারে অবশেষে দাম কমার সুখবর। সম্প্রতি জিএসটি পরিকাঠামো সংস্কারের পর দাম কমছে মাদার ডেয়ারির দুধ, ঘি, পনির সহ সকল দুগ্ধজাত পণ্যের। মূলত সরকারের জিএসটি সংস্কারের পর ২২শে সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। এরই মধ্যে মাদার ডেয়ারি লিটার প্রতি দুধের দাম কমানোর কথা ঘোষণা করায় স্বস্তিতে রয়েছেন গ্রাহকরা।

উল্লেখ্য, ৩ রাসেপ্টেম্বর GST কাউন্সিলের বৈঠকে ১২ এবং ২৮ শতাংশের GST হার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার কারনে বর্তমানে ৫, ১৮, ৪০ শতাংশ হারে GST নেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই এখন ৫ শতাংশ GST-এর আওতায় চলে এসেছে। সেই অনুযায়ী দুধের দাম কমেছে বলে জানিয়েছে সংস্থা। প্যাকেটজাত দুধের দাম লিটার প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছে মাদার ডেয়ারি। নয়া দাম কার্যকর হবে ২২শে সেপ্টেম্বর থেকে।

কোন প্যাকেটের দাম কত কমল?

মাদার ডেয়ারি ১ লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করেছে। ডবল টোনড দুধের দাম ৩৩ টাকা থেকে ৩২ টাকা করা হচ্ছে।

দুধ ছাড়াও কমবে অন্য প্রোডাক্টের দাম

দুধের পাশাপাশি পনির, মাখন, ও, ঘি, মিল্কশেক এবং আইসক্রিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যেরও দাম কমিয়েছে মাদার ডেয়ারি। উল্লেখ্য, বর্তমানে ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম ৩০৫ টাকা। যা কমে দাঁড়াবে ২৮৫ টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, যে এখন তাদের বেশির ভাগ প্রোডাক্ট হয় করহীন নয়তো সর্বনিম্ন ৫% জিএসটি স্ল্যাবের অধীনে চলে এসেছে। যার কারনে স্বাভাবিক ভাবেই সকল দ্রব্যের দাম কমছে।

জানুন, মাদার ডেয়ারির আর কোন কোন খাবারের দাম কম হয়েছে?

মিল্কশেকের দাম ৩০ টাকা থেকে কমে তবে ২৮ টাকা। ২০০ গ্রাম পনিরের দাম ৯৫ টাকা থেকে কমে ৯২ টাকা হতে চলেছে। মাদার ডেয়ারির বাটারের দাম হবে ৫৮ টাকা।

মাদার ডেয়ারির দুগ্ধজাত পণ্যের নয়া দাম

প্রসঙ্গত, জিএসটি সংস্কারের পর সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর হ্রাস পেয়েছে। দুধ, পনির থেকে শুরু করে এসি-টিভি পর্যন্ত সবকিছুই বেশ সস্তা হতে চলেছে। সেপ্টেম্বরের ২২ তারিখে নয়া দাম কার্যকর হওয়ার পূর্বেই মাদার ডেয়ারি তাদের দুগ্ধজাত পণ্যের দাম কমিয়েছে, যা গ্রাহকদের জন্য বড় স্বস্তি এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, মাদার ডেয়ারি গ্রাহকদের সমস্ত পণ্যের উপর ১০০% কর ছাড় দেওয়ার জন্য এই বড় পদক্ষেপ নিয়েছে।

অপরিবর্তিত থাকবে পলিপ্যাকের দুধের দাম

তবে সংস্থার তরফে জানানো হয়েছে পলি ব্যাগে যে দুধ সরবরাহ করা হয় তার দাম অপরিবর্তিত থাকবে। মাদার ডেয়ারি কর্ণধার জানিয়েছেন, ‘প্রতিদিনের পলিপ্যাক দুধ (ফুল ক্রিম মিল্ক, টোনড মিল্ক, গরুর দুধ, ইত্যাদি) বরাবরই জিএসটি-এর আওতার বাইরে। তাই নর্ম্যাল পলিপ্যাকের দুধের এমআরপিতে- এর কোনও প্রভাব পড়বে না।’ সম্প্রতি অন্য ডেয়ারি সংস্থা আমূলও জানিয়েছে পলিপ্যাকের দুধের দাম কমানো হচ্ছে না।

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon