Highcourt On RG kar Protest: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ৯ অগাস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছেন মৃত জুনিয়র চিকিৎসকের বাবা-মা। তাঁদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের একাধিক সংগঠন সেদিন পথে নেমে ন্যায় বিচারের দাবি তুলবে। এই কর্মসূচি ঘিরে ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত এবং আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে হাওড়ার এক ব্যবসায়ী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন।

শান্তিপূর্ণ প্রতিবাদে সবুজ সঙ্কেত
বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে—শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকের মৌলিক অধিকার। তাই ‘নবান্ন অভিযান’-এ কোনও ধরনের নিষেধাজ্ঞা জারি হবে না। আদালতের এই রায়ে আন্দোলনকারীদের হাতে কার্যত আইনগত অনুমোদন মিলল।
শান্তিপূর্ণ প্রতিবাদে হাইকোর্টের অবস্থান, নিষেধাজ্ঞার আবেদন খারিজ
বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলার শুনানি হয়। মামলাকারীর দাবি ছিল—প্রতিবাদ ঘিরে হিংসার আশঙ্কা রয়েছে, যা শহরের স্বাভাবিক জনজীবন ও ব্যবসায়িক স্বার্থে ক্ষতি আনতে পারে।
আদালতের পর্যবেক্ষণ: গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়
আদালত স্পষ্ট জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক দেশের মৌলিক অধিকার—একে সম্পূর্ণভাবে বন্ধ করা আইনত সম্ভব নয়। ডিভিশন বেঞ্চ আরও বলেন, রাজ্য সরকার চাইলে বিকল্প কোনও নির্দিষ্ট স্থানে প্রতিবাদের অনুমতি দিতে পারে, যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে। তবে হিংসা ও সরকারি সম্পত্তি নষ্ট করা অপরাধ, এবং সংবিধানের ধারা ৫১এ অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্য হিংসা বর্জন ও সরকারি সম্পত্তির সুরক্ষা করা।

পুলিশের প্রতি আস্থা, জনস্বার্থ মামলা খারিজ
আদালত জানিয়েছে, পুলিশের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। ফলে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে অবস্থান নিয়েছে।
৯ আগস্ট ‘নবান্ন অভিযান’ ঘিরে রাজনৈতিক উত্তাপ
আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রথম মৃত্যুবার্ষিকীতে ৯ আগস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। রাজ্য সচিবালয়ের উদ্দেশে এই প্রতিবাদ মিছিল ঘিরে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে।
জনস্বার্থ মামলা ও আশঙ্কার কারণ
হাওড়ার নবান্ন সংলগ্ন মন্দিরতলার এক বাসিন্দা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে মিছিল স্থগিতের আবেদন জানান। তাঁর দাবি—এদিন অভিযান হলে স্থানীয়দের দুর্ভোগ, তীব্র যানজট, নিরাপত্তা বিঘ্ন এবং জনজীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতে নবান্ন অভিযানকে ঘিরে বিশৃঙ্খলার নজিরও টেনেছেন তিনি।

পরিবারের অবস্থান: শান্তিপূর্ণ প্রতিবাদ, দলীয় পতাকা নয়
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে—শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ হবে এবং কোনও রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করা হবে না। তবে তৃণমূল কংগ্রেসকে এই মিছিলে আমন্ত্রণ জানানো হয়নি।
বিরোধী দলগুলির সমর্থন
রাজ্যের বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতেই হবে।” তিনি অভিযোগ করেন, প্রতিবাদ দমন করতে পুলিশকে ব্যবহার করছে রাজ্য সরকার এবং বুধবারও তিনি এই কর্মসূচির প্রতি নিজের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
অবশ্যই দেখবেন: ছেলেকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন পরম! পিয়া দিলেন মিষ্টি ঝলক, মিল খুঁজছেন নেটিজেনরা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |